অনলাইন ডেস্ক
পুরুষের টাক পড়া ঠেকানোর জন্য ব্যবহৃত একটি ওষুধ আত্মহত্যা প্রবণতার সঙ্গে যুক্ত কি-না, তা পর্যালোচনা করছে ইউরোপের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইএমএ। ফিনাস্টারাইড নামে এই ওষুধটি বাংলাদেশের বাজারেও পাওয়া যায়।
শুক্রবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিনাস্টারাইড নামে ওই ওষুধটি সাধারণ বড়ি হিসেবে এবং সরাসরি মাথার ত্বকে ব্যবহার করার জন্য তরল হিসেবেও পাওয়া যায়। কিন্তু সাম্প্রতিক সময়ে এই ওষুধের বিরুদ্ধে আত্মহত্যা প্রবণতা বাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠলে উদ্বেগ সৃষ্টি হয়। বিষয়টি পর্যালোচনা করতে তাই এগিয়ে এসেছে ইউরোপীয় মেডিসিন এজেন্সি (ইএমএ)।
ব্লুমবার্গ আরও জানিয়েছে, ফিনাস্টারাইড ওষুধটি পুরুষের প্রোস্টেট চিকিৎসার জন্যও ব্যবহৃত হয়। এ অবস্থায় প্রোস্টেট বড় হওয়া ঠেকাতে ডুটাস্টেরাইড নামে ব্যবহৃত আরেকটি ওষুধ নিয়েও পর্যালোচনা করছে ইএমএ।
একটি বিবৃতিতে ইএমএ বলেছে, ফিনাস্টেরাইড এবং ডুটাস্টেরাইডযুক্ত ওষুধগুলো মুখে নেওয়ার সময় বিষণ্নতা সহ মানসিক পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর একটি ঝুঁকি রয়েছে। প্রোপেসিয়া এবং প্রসকার নামে ফিনাস্টেরাইডযুক্ত দুটি ওষুধের সঙ্গে সংযুক্ত তথ্যকণিকায় সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে আত্মহত্যা প্রবণতার কথা ইতিমধ্যেই যুক্ত করা হয়েছে।
ইএমএ জানিয়েছে, তারা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে এই ওষুধের অনুমোদন বজায় রাখা, পরিবর্তন করা, স্থগিত করা কিংবা প্রত্যাহার করা উচিত কি-না সেই সিদ্ধান্ত নিতে সমস্ত তথ্যপ্রমাণ পর্যালোচনা করবে।
এদিকে ব্রিটেনের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফিনাস্টারাইড গ্রহণকারী পুরুষদের সম্ভাব্য মানসিক ও যৌন পার্শ্বপ্রতিক্রিয়ার জন্য সতর্ক থাকতে বলেছে। গত এপ্রিলে যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি বলেছিল—এই বছরই ফিনাস্টারাইড ওষুধের প্যাকেটে সেবনকারীদের জন্য একটি নতুন সতর্কতা কার্ড চালু করা হবে। দেশটিতে শুধুমাত্র মুখে নেওয়ার ফিনাস্টারাইড ওষুধ অনুমোদিত।
পুরুষের টাক পড়া ঠেকানোর জন্য ব্যবহৃত একটি ওষুধ আত্মহত্যা প্রবণতার সঙ্গে যুক্ত কি-না, তা পর্যালোচনা করছে ইউরোপের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইএমএ। ফিনাস্টারাইড নামে এই ওষুধটি বাংলাদেশের বাজারেও পাওয়া যায়।
শুক্রবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিনাস্টারাইড নামে ওই ওষুধটি সাধারণ বড়ি হিসেবে এবং সরাসরি মাথার ত্বকে ব্যবহার করার জন্য তরল হিসেবেও পাওয়া যায়। কিন্তু সাম্প্রতিক সময়ে এই ওষুধের বিরুদ্ধে আত্মহত্যা প্রবণতা বাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠলে উদ্বেগ সৃষ্টি হয়। বিষয়টি পর্যালোচনা করতে তাই এগিয়ে এসেছে ইউরোপীয় মেডিসিন এজেন্সি (ইএমএ)।
ব্লুমবার্গ আরও জানিয়েছে, ফিনাস্টারাইড ওষুধটি পুরুষের প্রোস্টেট চিকিৎসার জন্যও ব্যবহৃত হয়। এ অবস্থায় প্রোস্টেট বড় হওয়া ঠেকাতে ডুটাস্টেরাইড নামে ব্যবহৃত আরেকটি ওষুধ নিয়েও পর্যালোচনা করছে ইএমএ।
একটি বিবৃতিতে ইএমএ বলেছে, ফিনাস্টেরাইড এবং ডুটাস্টেরাইডযুক্ত ওষুধগুলো মুখে নেওয়ার সময় বিষণ্নতা সহ মানসিক পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর একটি ঝুঁকি রয়েছে। প্রোপেসিয়া এবং প্রসকার নামে ফিনাস্টেরাইডযুক্ত দুটি ওষুধের সঙ্গে সংযুক্ত তথ্যকণিকায় সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে আত্মহত্যা প্রবণতার কথা ইতিমধ্যেই যুক্ত করা হয়েছে।
ইএমএ জানিয়েছে, তারা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে এই ওষুধের অনুমোদন বজায় রাখা, পরিবর্তন করা, স্থগিত করা কিংবা প্রত্যাহার করা উচিত কি-না সেই সিদ্ধান্ত নিতে সমস্ত তথ্যপ্রমাণ পর্যালোচনা করবে।
এদিকে ব্রিটেনের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফিনাস্টারাইড গ্রহণকারী পুরুষদের সম্ভাব্য মানসিক ও যৌন পার্শ্বপ্রতিক্রিয়ার জন্য সতর্ক থাকতে বলেছে। গত এপ্রিলে যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি বলেছিল—এই বছরই ফিনাস্টারাইড ওষুধের প্যাকেটে সেবনকারীদের জন্য একটি নতুন সতর্কতা কার্ড চালু করা হবে। দেশটিতে শুধুমাত্র মুখে নেওয়ার ফিনাস্টারাইড ওষুধ অনুমোদিত।
কানাডা সরকারের কর্মকর্তারা অভিযোগ করেছেন, অমিত শাহ কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে সহিংসতা ও ভয় দেখানোর ষড়যন্ত্রের পেছনে রয়েছেন। এ সংক্রান্ত প্রথম প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
১ ঘণ্টা আগেসর্বনিম্ন মজুরির পরিমাণ বাড়িয়েছে ব্রিটিশ সরকার। আগামী বছরের এপ্রিল থেকে এই নতুন সর্বনিম্ন মজুরি কার্যকর হবে। ব্রিটিশ অর্থমন্ত্রী বা চ্যান্সেলর অব এক্সচেকার র্যাচেল রিভস আজ বুধবার এই ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ সরকারের ওয়েবসাইট থেকে এই তথ্য জানা
১ ঘণ্টা আগেএকটি মানব পাচার চক্র ভেঙে দিয়েছে ইন্দোনেশিয়ার পুলিশ। দেশটির দক্ষিণ আচেহকে কেন্দ্র করে পরিচালিত হতো এই মানবপাচার চক্রটি। এরা অবৈধভাবে রোহিঙ্গা শরণার্থী ও আচেহের বাসিন্দাদের প্রতিবেশী দেশগুলো, বিশেষ করে মালয়েশিয়ায় পাচার করছিল। এই চক্রটির বিস্তৃতি আছে বাংলাদেশেও
২ ঘণ্টা আগেগত সেপ্টেম্বর মাসে পাকিস্তানের ১৪৫ জন নাগরিককে দীর্ঘ মেয়াদে বসবাসের জন্য ভিসা দিয়েছে ভারত। সাধারণত এসব দীর্ঘমেয়াদি ভিসার মেয়াদ হয় পাঁচ বছর। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য হিন্দুকে এই তথ্য জানিয়েছেন
২ ঘণ্টা আগে