ইতালিতে ভূমিধসে ৭ জনের মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২২, ১৫: ০৯

ইতালির দক্ষিণাঞ্চলের ইসকিয়া দ্বীপে ভূমিধসে অন্তত ৭ জনের প্রাণহানি হয়েছে। মৃতদের মধ্যে এক নবজাতক ও ২ শিশুও রয়েছে। ভূমিধসের ঘটনায় নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। দ্বীপটিতে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছেন জরুরি কর্মী এবং উদ্ধারকারী ডুবুরিরা। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার প্রবল বৃষ্টির সময় দ্বীপটির সবচেয়ে উঁচু পাহাড় থেকে পানির সঙ্গে কাদা, আবর্জনা ও পাথরের স্রোত নেমে এসে কাসামিচ্চোওলা তারমে শহরের ওপর ধসে পড়ে। ছবি ও ভিডিওতে দেখা গেছে, বহু ভবন বিধ্বস্ত হয় এবং স্রোতের ধাক্কায় বেশ কয়েকটি গাড়ি সাগরে গিয়ে পড়ে। 

এদিকে ভূমিধসের ঘটনায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। রোববার এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন। এর আগে মন্ত্রিসভার জরুরি বৈঠকে অংশ নেন ইতালির প্রধানমন্ত্রী। এ সময় প্রাথমিকভাবে ২০ লাখ ইউরোর জরুরি ত্রাণ তহবিলের ঘোষণা দেওয়া হয়। 

নেপলস থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত ইসকিয়া একটি ঘনবসতিপূর্ণ দ্বীপ। দৃষ্টিনন্দন উপকূলের আকর্ষণে বহু পর্যটক দ্বীপটিতে ঘুরতে যায়।

জলবায়ু পরিবর্তনের ফলে দ্বীপটিতে ঘন ঘন ভারী ও তীব্র বৃষ্টিপাত সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ইতালির বহু এলাকাই এ ধরনের ঝুঁকির মুখে পড়ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত