অনলাইন ডেস্ক
স্পেনে পুলিশের সাবেক এক শীর্ষ কর্মকর্তার বাড়ির দেয়াল ও ছাদে লুকানো অবস্থায় পাওয়া গেছে ২ কোটি ইউরো বা ২ কোটি ১২ লাখ ডলারের বেশি নগদ মুদ্রা। দেশটির সবচেয়ে বড় কোকেন জব্দের ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ এই বিপুল পরিমাণ অর্থ খুঁজে পায়।
ওই পুলিশ কর্মকর্তার বাড়িটিকে কলম্বিয়ান মাদক সম্রাট পাবলো এসকোবারের বাড়ির সঙ্গে তুলনা করছে পুলিশ। একটি বাড়ির দেয়ালের মধ্যে প্লাস্টিক ব্যাগে লুকানো অবস্থায় ১ কোটি ৮০ লাখ ডলার পাওয়ার কথা জানিয়েছিলেন এসকোবারের ভাতিজা।
দ্য গার্ডিয়ান স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
গত মাসে স্পেনের আলহেসিরাস বন্দরে জব্দ হয় ১৩ টন কোকেন। মাদক পাচার কেন্দ্র হিসেবে পরিচিত ইকুয়েডরের গুয়াইয়াকিল শহর থেকে কলাবাহী কন্টেইনারের মধ্যে লুকিয়ে আনা হচ্ছিল এই বিপুল পরিমাণ মাদক। একে স্পেনের ইতিহাসে বৃহত্তম এবং বিশ্বের অন্যতম বৃহৎ কোকেন জব্দের ঘটনা বলা হচ্ছে।
কোকেন পাচারের ঘটনায় জড়িত সন্দেহে গত সপ্তাহে মাদ্রিদে স্পেনের জাতীয় পুলিশের জালিয়াতি ও অর্থপাচার প্রতিরোধ বিভাগের সাবেক প্রধান অস্কার সানচেজ গিলকে গ্রেপ্তার করা হয়। সে সময় তাঁর বান্ধবীসহ ১৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বান্ধবী মাদ্রিদ অঞ্চলে পুলিশ কর্মকর্তা হিসেবে কর্মরত। তবে তাঁর পরিচয় জানায়নি পুলিশ।
আলকালা দে হেনারেস শহরের সানচেজ গিলের বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির দেয়াল ও ছাদে লুকানো অবস্থায় প্রায় ২ কোটি ইউরো খুঁজে পায় পুলিশ। এ ছাড়া, তাঁর অফিসে আলমারিতে তালাবদ্ধ অবস্থায় ১০ লাখ ইউরো পাওয়া যায়।
বিচার বিভাগীয় একটি সূত্র জানিয়েছে, গত সপ্তাহে মাদ্রিদের একটি আদালতে হাজির হওয়ার পর সানচেজ ও তাঁর প্রেমিকার বিরুদ্ধে মাদক চোরাচালান, অর্থপাচার, দুর্নীতি এবং একটি অপরাধ সংগঠনের সদস্য হওয়ার অভিযোগ আনা হয়। এ সময় তাঁদের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত।
স্প্যানিশ পুলিশ জানায়, কলার মধ্যে লুকিয়ে ১৩ টন কোকেন আনা কনটেইনারটি স্পেনের দক্ষিণ–পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর আলিকান্তের একজন স্প্যানিশ ফল আমদানিকারকের ছিল। তিনি বহু বছর ধরে ইকুয়েডর থেকে ফল আমদানি করতেন। কোকেন জব্দের পর মাদ্রিদ ও আলিকান্তের বেশ কয়েকটি বাড়ি ও অফিসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ওই আমদানিকারকের সঙ্গে সানচেজ গিলের যোগসূত্র পাওয়া যায়।
এক প্রতিবেদনে স্পেনের দৈনিক এল মুন্দ জানায়, সানচেজ গিল আগে থেকেই সহকর্মীদের সন্দেহের তালিকায় ছিলেন। তাঁর ফোনে আড়ি পাতাও শুরু হয়েছিল। অন্তত ৫ বছর ধরে মাদক পাচারকারীদের সঙ্গে যুক্ত ছিলেন চল্লিশ বছর বয়সী এই পুলিশ কর্মকর্তা।
গত কয়েক বছরে সানচেজ গিল মাদক পাচারকারীদের স্পেনের বন্দরে কন্টেইনার নজরদারির তথ্য সরবরাহ করতেন বলে তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়।
আত্মসাৎ করা বিপুল অর্থের মধ্যে কিছু অর্থ সানচেজ গিল সম্প্রতি ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করেন। এ ছাড়া এক আত্মীয়ের নামে নিবন্ধন করে অনেকগুলো গাড়িও কেনেন, যেগুলো ভাড়া চালানো হয়।
স্পেনে পুলিশের সাবেক এক শীর্ষ কর্মকর্তার বাড়ির দেয়াল ও ছাদে লুকানো অবস্থায় পাওয়া গেছে ২ কোটি ইউরো বা ২ কোটি ১২ লাখ ডলারের বেশি নগদ মুদ্রা। দেশটির সবচেয়ে বড় কোকেন জব্দের ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ এই বিপুল পরিমাণ অর্থ খুঁজে পায়।
ওই পুলিশ কর্মকর্তার বাড়িটিকে কলম্বিয়ান মাদক সম্রাট পাবলো এসকোবারের বাড়ির সঙ্গে তুলনা করছে পুলিশ। একটি বাড়ির দেয়ালের মধ্যে প্লাস্টিক ব্যাগে লুকানো অবস্থায় ১ কোটি ৮০ লাখ ডলার পাওয়ার কথা জানিয়েছিলেন এসকোবারের ভাতিজা।
দ্য গার্ডিয়ান স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
গত মাসে স্পেনের আলহেসিরাস বন্দরে জব্দ হয় ১৩ টন কোকেন। মাদক পাচার কেন্দ্র হিসেবে পরিচিত ইকুয়েডরের গুয়াইয়াকিল শহর থেকে কলাবাহী কন্টেইনারের মধ্যে লুকিয়ে আনা হচ্ছিল এই বিপুল পরিমাণ মাদক। একে স্পেনের ইতিহাসে বৃহত্তম এবং বিশ্বের অন্যতম বৃহৎ কোকেন জব্দের ঘটনা বলা হচ্ছে।
কোকেন পাচারের ঘটনায় জড়িত সন্দেহে গত সপ্তাহে মাদ্রিদে স্পেনের জাতীয় পুলিশের জালিয়াতি ও অর্থপাচার প্রতিরোধ বিভাগের সাবেক প্রধান অস্কার সানচেজ গিলকে গ্রেপ্তার করা হয়। সে সময় তাঁর বান্ধবীসহ ১৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বান্ধবী মাদ্রিদ অঞ্চলে পুলিশ কর্মকর্তা হিসেবে কর্মরত। তবে তাঁর পরিচয় জানায়নি পুলিশ।
আলকালা দে হেনারেস শহরের সানচেজ গিলের বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির দেয়াল ও ছাদে লুকানো অবস্থায় প্রায় ২ কোটি ইউরো খুঁজে পায় পুলিশ। এ ছাড়া, তাঁর অফিসে আলমারিতে তালাবদ্ধ অবস্থায় ১০ লাখ ইউরো পাওয়া যায়।
বিচার বিভাগীয় একটি সূত্র জানিয়েছে, গত সপ্তাহে মাদ্রিদের একটি আদালতে হাজির হওয়ার পর সানচেজ ও তাঁর প্রেমিকার বিরুদ্ধে মাদক চোরাচালান, অর্থপাচার, দুর্নীতি এবং একটি অপরাধ সংগঠনের সদস্য হওয়ার অভিযোগ আনা হয়। এ সময় তাঁদের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত।
স্প্যানিশ পুলিশ জানায়, কলার মধ্যে লুকিয়ে ১৩ টন কোকেন আনা কনটেইনারটি স্পেনের দক্ষিণ–পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর আলিকান্তের একজন স্প্যানিশ ফল আমদানিকারকের ছিল। তিনি বহু বছর ধরে ইকুয়েডর থেকে ফল আমদানি করতেন। কোকেন জব্দের পর মাদ্রিদ ও আলিকান্তের বেশ কয়েকটি বাড়ি ও অফিসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ওই আমদানিকারকের সঙ্গে সানচেজ গিলের যোগসূত্র পাওয়া যায়।
এক প্রতিবেদনে স্পেনের দৈনিক এল মুন্দ জানায়, সানচেজ গিল আগে থেকেই সহকর্মীদের সন্দেহের তালিকায় ছিলেন। তাঁর ফোনে আড়ি পাতাও শুরু হয়েছিল। অন্তত ৫ বছর ধরে মাদক পাচারকারীদের সঙ্গে যুক্ত ছিলেন চল্লিশ বছর বয়সী এই পুলিশ কর্মকর্তা।
গত কয়েক বছরে সানচেজ গিল মাদক পাচারকারীদের স্পেনের বন্দরে কন্টেইনার নজরদারির তথ্য সরবরাহ করতেন বলে তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়।
আত্মসাৎ করা বিপুল অর্থের মধ্যে কিছু অর্থ সানচেজ গিল সম্প্রতি ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করেন। এ ছাড়া এক আত্মীয়ের নামে নিবন্ধন করে অনেকগুলো গাড়িও কেনেন, যেগুলো ভাড়া চালানো হয়।
আগামী ২০ জানুয়ারি ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রীতি মেনে মার্কিন প্রেসিডেন্টদের শপথ গ্রহণ অনুষ্ঠান খোলা জায়গায় হয়। কিন্তু এবার তা হচ্ছে না, চার দেয়ালের ভেতর ও ছাদের নিচেই শপথ নিতে হচ্ছে ট্রাম্পকে। ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের রোটুন্ডা হলে শপথ অনুষ্ঠান হবে।
২২ মিনিট আগেটানা ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধে আগামীকাল রোববার থেকে যুদ্ধবিরতি হতে যাচ্ছে। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি অনুযায়ী তিন ধাপে কার্যকর হবে এই যুদ্ধবিরতি। আজ শনিবার ইসরায়েলের মন্ত্রিসভায় চুক্তি অনুমোদিত হওয়ার পর ইসরায়েলের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির প্রথম পর্যায়ে তাঁরা
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাতাসের তীব্রতা কমে দাবানল দুর্বল হয়ে আসায় স্বস্তি ফিরছে উপদ্রুত এলাকার বাসিন্দাদের মধ্যে। কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ২৪ হাজার একর এলাকায় ছড়িয়ে পড়া এই আগুনে কমপক্ষে ১২ হাজার অবকাঠামো ভস্মীভূত হয়েছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত ২৭টি মরদেহের সন্ধান পেয়েছেন উদ্ধারকারীরা...
৩ ঘণ্টা আগেটানা ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধে অবশেষে কার্যকর যুদ্ধবিরতি হতে চলেছে। যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা। আজ শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
৪ ঘণ্টা আগে