অনলাইন ডেস্ক
ঢাকা: উইন্ডসর ক্যাসেলে রানি এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় ফার্স্ট লেডি জিল বাইডেনও উপস্থিত ছিলেন। সেখানে মার্কিন প্রেসিডেন্টের সম্মানে ‘গার্ড অব অনার’ দেওয়া হয় এবং যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত বাজানো হয়।
তিন দিনব্যাপী জি-৭ সম্মেলন শেষ করে রোববার উইন্ডসর ক্যাসেলে যান মার্কিন প্রেসিডেন্ট। এবারের জি-৭ সামিটে করোনার টিকা, জলবায়ু পরিবর্তনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
রানির সঙ্গে সাক্ষাৎ শেষে বাইডেন বলেন, রানি আমার মায়ের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন। রানিকে তিনি হোয়াইট হাউস পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন। সাক্ষাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং প্রসঙ্গেও আলোচনা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উইন্ডসর ক্যাসেলের ভেতরে ৪০ মিনিট অবস্থান করেছিলেন।
দীর্ঘ আলোচনা হয়েছে উল্লেখ করে বাইডেন বলেন, রানি খুবই উদার। তাঁকে দেখে আমার মায়ের কথা মনে পড়েছে। রানি আমার কাছে হোয়াইট হাউস সম্পর্কে জানতে চেয়েছিলেন। আমি বলেছি, হোয়াইট হাউস খুবই চমৎকার। তবে সেখানে অনেক লোকের বাস।
উল্লেখ্য, দীর্ঘ ৬৯ বছর ধরে ব্রিটিশ সিংহাসনে আছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। এ পর্যন্ত তিনি ১৪ জন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গত ২০১৯ সালে রানির আমন্ত্রণে উইন্ডসর ক্যাসেলে এসেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রাজ সিংহাসনে বসার আগে ১৯৫১ সালে ওয়াশিংটন গিয়ে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের সঙ্গে দেখা করেছিলেন তরুণী এলিজাবেথ।
ঢাকা: উইন্ডসর ক্যাসেলে রানি এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় ফার্স্ট লেডি জিল বাইডেনও উপস্থিত ছিলেন। সেখানে মার্কিন প্রেসিডেন্টের সম্মানে ‘গার্ড অব অনার’ দেওয়া হয় এবং যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত বাজানো হয়।
তিন দিনব্যাপী জি-৭ সম্মেলন শেষ করে রোববার উইন্ডসর ক্যাসেলে যান মার্কিন প্রেসিডেন্ট। এবারের জি-৭ সামিটে করোনার টিকা, জলবায়ু পরিবর্তনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
রানির সঙ্গে সাক্ষাৎ শেষে বাইডেন বলেন, রানি আমার মায়ের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন। রানিকে তিনি হোয়াইট হাউস পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন। সাক্ষাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং প্রসঙ্গেও আলোচনা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উইন্ডসর ক্যাসেলের ভেতরে ৪০ মিনিট অবস্থান করেছিলেন।
দীর্ঘ আলোচনা হয়েছে উল্লেখ করে বাইডেন বলেন, রানি খুবই উদার। তাঁকে দেখে আমার মায়ের কথা মনে পড়েছে। রানি আমার কাছে হোয়াইট হাউস সম্পর্কে জানতে চেয়েছিলেন। আমি বলেছি, হোয়াইট হাউস খুবই চমৎকার। তবে সেখানে অনেক লোকের বাস।
উল্লেখ্য, দীর্ঘ ৬৯ বছর ধরে ব্রিটিশ সিংহাসনে আছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। এ পর্যন্ত তিনি ১৪ জন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গত ২০১৯ সালে রানির আমন্ত্রণে উইন্ডসর ক্যাসেলে এসেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রাজ সিংহাসনে বসার আগে ১৯৫১ সালে ওয়াশিংটন গিয়ে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের সঙ্গে দেখা করেছিলেন তরুণী এলিজাবেথ।
ভারতের দুই রাজ্য মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কিছুদিন আগেই। সেই নির্বাচনের ফলাফলে দেখা গেছে, মহারাষ্ট্রে বিজেপির জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সই (এনডিএ) ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তবে ঝাড়খণ্ডে বিজেপির জোট এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত কংগ্রেস ও স্থানী ঝাড়খণ্ড জনমুক্তি
৯ মিনিট আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাঁর দেশ ইউক্রেনের রণক্ষেত্রে নতুন হাইপারসনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাবে। অর্থাৎ, রাশিয়া ইউক্রেনে এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে যাবে।
২ ঘণ্টা আগেএকজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
১২ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
১২ ঘণ্টা আগে