অনলাইন ডেস্ক
তীব্র ঠান্ডা ওখোটস্ক সাগরে একটি ছোট্ট নৌকায় ৬৭ দিন ভেসে থাকার পর একজন রাশিয়ান ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। রাশিয়ান কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার এই খবর জানিয়েছে সিএনএন।
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরআইএ নভোস্তি জানিয়েছে, উদ্ধার করা ব্যক্তির ভাই এবং তাঁর কিশোর ছেলে তীব্র ঠান্ডায় সাগরেই মারা গেছেন। জীবিত উদ্ধার করা ৪৬ বছর বয়সী ওই রুশ নাগরিকের নাম মিখাইল পিচুগিন বলে উল্লেখ করেছে মাধ্যমটি।
পিচুগিনকে উদ্ধারের একটি ভিডিও প্রকাশ করেছে রুশ কর্তৃপক্ষ। এতে দেখা গেছে—উদ্ধারের মুহূর্তে কমলা লাইফজ্যাকেট পরা পিচুগিন একটি খুঁটিতে লাল পতাকা বেঁধে ছোট্ট নৌকাটির ওপর দাঁড়িয়েছিলেন।
সিএনএন জানিয়েছে, ওখোটস্ক সাগরের বেশির ভাগটাই রাশিয়ার পূর্ব সাইবেরিয়া এবং কামচাটকা উপদ্বীপ দিয়ে ঘেরা। এটি সাধারণত অক্টোবর থেকে মার্চের মধ্যে বরফে পরিণত হয়ে যায়। এই অঞ্চলটিকে পূর্ব এশিয়ার সবচেয়ে শীতল সামুদ্রিক স্থান হিসেবে চিহ্নিত করা হয়। সেখানেই গত ৯ আগস্ট ক্যাটামারান নৌকায় চড়ে রওনা হয়েছিলেন পিচুগিন এবং তাঁর ভাই। পিচুগিনের ১৫ বছর বয়সী কিশোর ছেলেও তাঁদের সঙ্গে ছিলেন।
রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় পরিবহন প্রসিকিউটর অফিসের মুখপাত্র এলেনা জানিয়েছেন, তিনজনের দলটি সমুদ্রে রওনা হওয়ার কিছু সময় পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এভাবে দুই মাসেরও বেশি সময় কেটে যাওয়ার পর গত সোমবার (১৪ অক্টোবর) রাত ১০টার দিকে কামচাটকা অঞ্চলের উস্ত-খায়রিউজোভো বসতির কাছাকাছি ওখোটস্ক সাগরে পিচুগিনদের বহনকারী নৌকাটিকে দেখতে পায় একটি মাছ ধরার নৌকা।
পিচুগিনের শরীরের ওজনই তাঁকে বাঁচিয়ে দিয়েছে বলে রুশ গণমাধ্যমের কাছে মন্তব্য করেছেন তাঁর স্ত্রী। তিনি জানান, সমুদ্রে নিখোঁজ হওয়ার আগে পিচুগিনের ওজন ছিল প্রায় ১০০ কেজি। আরআইএ নভোস্তিকে তিনি জানান, পিচুগিন এবং তাঁর প্রয়াত ভাই ও ছেলে কাছে প্রায় দুই সপ্তাহ ধরে টিকে থাকার মতো পর্যাপ্ত খাবার ছিল।
উদ্ধারের পর পিচুগিনকে রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় মাগাদান শহরের একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তিনি ক্ষতবিক্ষত ও গুরুতর অবস্থায় থাকলেও সচেতন আছেন বলে জানিয়েছে উদ্ধারকারীরা।
তীব্র ঠান্ডা ওখোটস্ক সাগরে একটি ছোট্ট নৌকায় ৬৭ দিন ভেসে থাকার পর একজন রাশিয়ান ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। রাশিয়ান কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার এই খবর জানিয়েছে সিএনএন।
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরআইএ নভোস্তি জানিয়েছে, উদ্ধার করা ব্যক্তির ভাই এবং তাঁর কিশোর ছেলে তীব্র ঠান্ডায় সাগরেই মারা গেছেন। জীবিত উদ্ধার করা ৪৬ বছর বয়সী ওই রুশ নাগরিকের নাম মিখাইল পিচুগিন বলে উল্লেখ করেছে মাধ্যমটি।
পিচুগিনকে উদ্ধারের একটি ভিডিও প্রকাশ করেছে রুশ কর্তৃপক্ষ। এতে দেখা গেছে—উদ্ধারের মুহূর্তে কমলা লাইফজ্যাকেট পরা পিচুগিন একটি খুঁটিতে লাল পতাকা বেঁধে ছোট্ট নৌকাটির ওপর দাঁড়িয়েছিলেন।
সিএনএন জানিয়েছে, ওখোটস্ক সাগরের বেশির ভাগটাই রাশিয়ার পূর্ব সাইবেরিয়া এবং কামচাটকা উপদ্বীপ দিয়ে ঘেরা। এটি সাধারণত অক্টোবর থেকে মার্চের মধ্যে বরফে পরিণত হয়ে যায়। এই অঞ্চলটিকে পূর্ব এশিয়ার সবচেয়ে শীতল সামুদ্রিক স্থান হিসেবে চিহ্নিত করা হয়। সেখানেই গত ৯ আগস্ট ক্যাটামারান নৌকায় চড়ে রওনা হয়েছিলেন পিচুগিন এবং তাঁর ভাই। পিচুগিনের ১৫ বছর বয়সী কিশোর ছেলেও তাঁদের সঙ্গে ছিলেন।
রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় পরিবহন প্রসিকিউটর অফিসের মুখপাত্র এলেনা জানিয়েছেন, তিনজনের দলটি সমুদ্রে রওনা হওয়ার কিছু সময় পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এভাবে দুই মাসেরও বেশি সময় কেটে যাওয়ার পর গত সোমবার (১৪ অক্টোবর) রাত ১০টার দিকে কামচাটকা অঞ্চলের উস্ত-খায়রিউজোভো বসতির কাছাকাছি ওখোটস্ক সাগরে পিচুগিনদের বহনকারী নৌকাটিকে দেখতে পায় একটি মাছ ধরার নৌকা।
পিচুগিনের শরীরের ওজনই তাঁকে বাঁচিয়ে দিয়েছে বলে রুশ গণমাধ্যমের কাছে মন্তব্য করেছেন তাঁর স্ত্রী। তিনি জানান, সমুদ্রে নিখোঁজ হওয়ার আগে পিচুগিনের ওজন ছিল প্রায় ১০০ কেজি। আরআইএ নভোস্তিকে তিনি জানান, পিচুগিন এবং তাঁর প্রয়াত ভাই ও ছেলে কাছে প্রায় দুই সপ্তাহ ধরে টিকে থাকার মতো পর্যাপ্ত খাবার ছিল।
উদ্ধারের পর পিচুগিনকে রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় মাগাদান শহরের একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তিনি ক্ষতবিক্ষত ও গুরুতর অবস্থায় থাকলেও সচেতন আছেন বলে জানিয়েছে উদ্ধারকারীরা।
গাজায় যুদ্ধবিরতি চুক্তি আলোচনা শুরুর পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। আজ শনিবার ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই চুক্তি ইসরায়েলের বিরুদ্ধে অটল প্রতিরোধ গড়ে তোলার প্রমাণ। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগেভারতের পশ্চিমবঙ্গে কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা গ্রেপ্তার স্থানীয় পুলিশ স্বেচ্ছাসেবী সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন আদালত। আগামী সোমবার তাঁর সাজা ঘোষণা করা হবে। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
২ ঘণ্টা আগেগাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি আগামীকাল রোববার গাজার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। আজ শনিবার সকালে ছয় ঘণ্টা বৈঠকের পর নেতানিয়াহুর মন্ত্রিসভা চুক্তি অনুমোদন করে। এর মধ্য দিয়ে টানা ১৫ মাস চলা এ যুদ্ধে আনুষ্ঠানিক বিরতি আসতে চলেছে। কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা এ
৩ ঘণ্টা আগেব্লিঙ্কেনের শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়। ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে তাঁর নীতি সমালোচনার মুখে পড়লে দুজন সাংবাদিককে টেনে বের করা হয়।
৪ ঘণ্টা আগে