অনলাইন ডেস্ক
যুক্তরাজ্যের সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রী ঋষি সুনাক এমন একজন ব্যক্তি যাকে মুদ্রাস্ফীতি মোকাবিলা কিংবা পরবর্তী নির্বাচনে দলের অবস্থান ধরে রাখার সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে কঠোর পরিশ্রম করতে দেখা যায়। তবে ঘরোয়া একটি সমস্যাও যে তাঁকে চাপের মধ্যে রাখে তা প্রকাশ্যে আনলেন স্ত্রী অক্ষতা মূর্তি!
মঙ্গলবার (৫ মার্চ) দ্য টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজেও স্বীকার করেছেন—দৈনন্দিন রাষ্ট্রীয় কাজ থেকে কিছুটা বিরতি নিয়ে তাঁকে প্রায় প্রতিদিনই ডাউনিং স্ট্রিটের ফ্ল্যাটে গিয়ে বিছানা গোছগাছ করতে হয়। কারণ বিছানা এলোমেলো করে রাখা তাঁর স্ত্রীর একটি বদভ্যাস।
সম্প্রতি গ্র্যাজিয়া ম্যাগাজিনের মুখোমুখি হয়েছিলেন ঋষি সুনাক ও অক্ষতা মূর্তি দম্পতি। সেখানেই আলাপচারিতায় সাংসারিক নানা খুঁটিনাটি উঠে আসে। সাক্ষাৎকারে সুনাক জানান, সকাল বেলায় বিছানা এলোমেলো দেখলে তাঁর খুব ‘বিরক্ত’ লাগে। আর স্ত্রী অক্ষতা স্বীকার করেছেন, প্রতিদিন নিয়ম করে সকালে ঘুম থেকে ওঠা কিংবা সাংসারিক দায়–দায়িত্ব সামলানোর মতো মানুষ তিনি নন।
এ সম্পর্কিত আলোচনার একপর্যায়ে উপস্থাপকের উদ্দেশে সুনাক বলেন, ‘রোজ রোজ বিছানা গোছানো আপনার ভালো লাগবে না! বলতে চাইছি, এটা আমাকে পীড়া দেয়। তাই আমি মাঝে মাঝে বিছানা গোছানোর জন্য অফিস থেকে ফ্ল্যাটে ফিরে আসি। বিছানা এলোমেলো দেখলে বিরক্ত লাগে।’
এ বিষয়ে অক্ষতা মূর্তি বলেন, শোবার ঘরটি ‘সুন্দর এবং পরিপাটি’ করে রাখা তাঁর স্বামীর ‘বিশেষ দক্ষতাগুলোর’ মধ্যে একটি।
অক্ষতা বলেন, ‘আমরা যখন পড়াশোনা করতাম, তখন আমি আসলে বিছানার ওপর বসেই খেতাম। আমার সেই কক্ষে ঋষিও আসত। তিনি এসে প্রায় সময়ই আমার বিছানার ওপর প্লেট দেখত।’
এ সময় সুনাক বলে ওঠেন, ‘এটা জঘন্য! আর নয়।’
আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে ঐতিহ্যের অংশ হিসেবে যুক্তরাজ্যের সবচেয়ে হাই–প্রোফাইল দম্পতির সাক্ষাৎকারটি নিয়েছে গ্র্যাজিয়া। কীভাবে নিজেদের কাজগুলোকে ভাগাভাগি করে নেন—সাক্ষাৎকারে এমন এক প্রশ্নের সূত্র ধরেই অন্দরের চিত্র বেরিয়ে এসেছে সুনাক দম্পতির।
মজার বিষয় হলো—সাক্ষাৎকারে নিজেদের দুই কন্যার জন্য রান্নার বিষয়ে জিজ্ঞেস করা হলে অক্ষতা জানান, এ বিষয়ে তিনি খুব উৎসাহ বোধ করেন। কিন্তু এই বিভাগেও তাঁর স্বামীর আরও ভালো প্রতিভা রয়েছে।
সুনাক অবশ্য জানিয়েছেন, এই রান্নার বিষয়টি তিনি শুধু শনিবারই দেখেন। ফেটানো ডিম রান্না করার জন্য গর্ডন রামসের (সেলিব্রিটি শেফ) কৌশলের একজন ভক্ত তিনি। তবে তিনি এর সঙ্গে ক্রিম এবং চাইভ (পেঁয়াজ পাতার মতো মসলা) যোগ করেন।
যুক্তরাজ্যের সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রী ঋষি সুনাক এমন একজন ব্যক্তি যাকে মুদ্রাস্ফীতি মোকাবিলা কিংবা পরবর্তী নির্বাচনে দলের অবস্থান ধরে রাখার সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে কঠোর পরিশ্রম করতে দেখা যায়। তবে ঘরোয়া একটি সমস্যাও যে তাঁকে চাপের মধ্যে রাখে তা প্রকাশ্যে আনলেন স্ত্রী অক্ষতা মূর্তি!
মঙ্গলবার (৫ মার্চ) দ্য টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজেও স্বীকার করেছেন—দৈনন্দিন রাষ্ট্রীয় কাজ থেকে কিছুটা বিরতি নিয়ে তাঁকে প্রায় প্রতিদিনই ডাউনিং স্ট্রিটের ফ্ল্যাটে গিয়ে বিছানা গোছগাছ করতে হয়। কারণ বিছানা এলোমেলো করে রাখা তাঁর স্ত্রীর একটি বদভ্যাস।
সম্প্রতি গ্র্যাজিয়া ম্যাগাজিনের মুখোমুখি হয়েছিলেন ঋষি সুনাক ও অক্ষতা মূর্তি দম্পতি। সেখানেই আলাপচারিতায় সাংসারিক নানা খুঁটিনাটি উঠে আসে। সাক্ষাৎকারে সুনাক জানান, সকাল বেলায় বিছানা এলোমেলো দেখলে তাঁর খুব ‘বিরক্ত’ লাগে। আর স্ত্রী অক্ষতা স্বীকার করেছেন, প্রতিদিন নিয়ম করে সকালে ঘুম থেকে ওঠা কিংবা সাংসারিক দায়–দায়িত্ব সামলানোর মতো মানুষ তিনি নন।
এ সম্পর্কিত আলোচনার একপর্যায়ে উপস্থাপকের উদ্দেশে সুনাক বলেন, ‘রোজ রোজ বিছানা গোছানো আপনার ভালো লাগবে না! বলতে চাইছি, এটা আমাকে পীড়া দেয়। তাই আমি মাঝে মাঝে বিছানা গোছানোর জন্য অফিস থেকে ফ্ল্যাটে ফিরে আসি। বিছানা এলোমেলো দেখলে বিরক্ত লাগে।’
এ বিষয়ে অক্ষতা মূর্তি বলেন, শোবার ঘরটি ‘সুন্দর এবং পরিপাটি’ করে রাখা তাঁর স্বামীর ‘বিশেষ দক্ষতাগুলোর’ মধ্যে একটি।
অক্ষতা বলেন, ‘আমরা যখন পড়াশোনা করতাম, তখন আমি আসলে বিছানার ওপর বসেই খেতাম। আমার সেই কক্ষে ঋষিও আসত। তিনি এসে প্রায় সময়ই আমার বিছানার ওপর প্লেট দেখত।’
এ সময় সুনাক বলে ওঠেন, ‘এটা জঘন্য! আর নয়।’
আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে ঐতিহ্যের অংশ হিসেবে যুক্তরাজ্যের সবচেয়ে হাই–প্রোফাইল দম্পতির সাক্ষাৎকারটি নিয়েছে গ্র্যাজিয়া। কীভাবে নিজেদের কাজগুলোকে ভাগাভাগি করে নেন—সাক্ষাৎকারে এমন এক প্রশ্নের সূত্র ধরেই অন্দরের চিত্র বেরিয়ে এসেছে সুনাক দম্পতির।
মজার বিষয় হলো—সাক্ষাৎকারে নিজেদের দুই কন্যার জন্য রান্নার বিষয়ে জিজ্ঞেস করা হলে অক্ষতা জানান, এ বিষয়ে তিনি খুব উৎসাহ বোধ করেন। কিন্তু এই বিভাগেও তাঁর স্বামীর আরও ভালো প্রতিভা রয়েছে।
সুনাক অবশ্য জানিয়েছেন, এই রান্নার বিষয়টি তিনি শুধু শনিবারই দেখেন। ফেটানো ডিম রান্না করার জন্য গর্ডন রামসের (সেলিব্রিটি শেফ) কৌশলের একজন ভক্ত তিনি। তবে তিনি এর সঙ্গে ক্রিম এবং চাইভ (পেঁয়াজ পাতার মতো মসলা) যোগ করেন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাবন্দী ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস
৮ ঘণ্টা আগেপোল্যান্ডে থাকা যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি ‘পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়ানোর’ কারণ হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। পাশাপাশি বলেছে, এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি এখন রাশিয়ার সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অর্থাৎ, রাশিয়া প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই ঘাঁটিতে হামলা চা
৮ ঘণ্টা আগেমার্কিন অ্যাটর্নি জেনারেল পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের প্রতিবেদন থেকে
৮ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান নিশ্চিত করেছেন, আগামী ২৪ নভেম্বর তাঁর দল রাজধানী ইসলামাবাদে যে বিক্ষোভের পরিকল্পনা করেছে তা স্থগিত করলে, তাঁকে মুক্তি দেওয়া হবে বলে ‘প্রস্তাব’ এসেছে। পিটিআইয়ের শীর্ষ নেতাদের কাছে পাকিস্তান সরকার এই প্রস্তাব দিয়েছে
৮ ঘণ্টা আগে