অনলাইন ডেস্ক
সামরিক বিশেষজ্ঞ থেকে শুরু করে ইউক্রেনের চাকরিজীবী ও বিশ্লেষকেরা বলছেন, একজন পুতিনবান্ধব প্রেসিডেন্ট হোয়াইট হাউসে যাওয়ার কারণে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ জয়ের সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে গেছে।
এ বিষয়ে আজ বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে ইউক্রেনের ২৯ বছর বয়সী এক যুবকের কথা বলা হয়েছে। ইহোর একজন চাকরিজীবী। একরাশ হতাশা নিয়ে তিনি মত দিয়েছেন, ট্রাম্পের বিজয় মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জয়ী হয়েছেন। ইহোর বলেন, ‘ক্রেমলিনে এখন দারুণ উদ্যাপন চলছে।’
মার্কিন নির্বাচনের প্রেক্ষাপটে ইউক্রেনের বিপুলসংখ্যক মানুষের অনুভূতি ঠিক ইহোরের মতোই। এসব মানুষের ট্রাম্পের রাজনৈতিক পুনরুত্থানকে একটি বড় ধাক্কা হিসেবে দেখেন।
ইহোর বিশ্বাস করেন, নতুন বাস্তবতায় নিশ্চিতভাবেই এমন একটি যুদ্ধবিরতি চুক্তি হবে, যা রাশিয়াকে দারুণভাবে লাভবান করবে। এমনও হতে পারে, ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলকে রাশিয়ার বলে স্বীকৃতি দেওয়া হবে। এমন হলে এত দিন ধরে যুদ্ধের ময়দানে ইউক্রেনের মানুষের আত্মত্যাগ নিরর্থক হয়ে যাবে।
ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় মার্কিন সামরিক সহায়তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনের সামরিক বিশেষজ্ঞরাও। প্রেসিডেন্ট বাইডেনের অধীনে যে মার্কিন সমর্থন পাওয়া গেছে, ইউক্রেনের জন্য তা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইউক্রেনের সামরিক বিশেষজ্ঞ আন্দ্রে প্রোনিন মনে করেন, বিগত মাসগুলোতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইউক্রেন যথেষ্ট সামরিক সহায়তা পেয়েছে। বর্তমানে ইউক্রেনের কাছে যে মজুত রয়েছে তা দিয়ে আরও আট মাস চলা যাবে। কিন্তু তারপরে ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের কিছু নির্ধারিত শর্তের অধীনে ইউক্রেন হয়তো আলোচনায় যেতে বাধ্য হবে।
ইউক্রেনজুড়ে এই ধারণাটিই এখন বলবৎ হয়েছে যে, ট্রাম্পের সম্ভাব্য শান্তি পরিকল্পনায় রাশিয়াকে অনেক ছাড় দেওয়া হবে। ইউক্রেনীয় সামরিক বিশেষজ্ঞ নিকোল মিত্রোখিন যুক্তি দিয়েছেন—এই ধরনের একটি চুক্তি রাশিয়াকে ইউক্রেনে আরও অগ্রসর হতে সাহায্য করবে। সম্ভবত আগামী বছরের মাঝামাঝি নাগাদ ইউক্রেনের দানিপ্রো এবং জাপোরিঝিয়ার মতো গুরুত্বপূর্ণ শহরগুলোর দখল নেবে। এ অবস্থায় যুদ্ধের ময়দান হোক কিংবা বাড়ি, রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহতদের সংখ্যা বাড়বে।
প্রতিবেদনে শুরুতে যার কথা বলা হয়েছিল, সেই ইহোর এখন পর্যন্ত একাধিক আঘাত সহ্য করেছেন। বর্তমানে তিনি ট্রমা-পরবর্তী মানসিক বিষাদে ভুগছেন। তিনি আশঙ্কা করছেন, ট্রাম্পের অধীনে কোনো শান্তি চুক্তির ফলে ইউক্রেন যদি তার কোনো অঞ্চলকে হারায় তবে তাঁর পরিবারের দুর্ভোগ অর্থহীন হয়ে যাবে।
অনিশ্চয়তা থাকলেও ইউক্রেনের কর্মকর্তারা স্বীকার করেছেন, তাঁদের হয়তো ট্রাম্প প্রশাসনের সঙ্গেও কাজ করার প্রয়োজন হতে পারে। তবে ট্রাম্প হোয়াইট হাউসের ওভাল অফিসে বসার আগপর্যন্ত প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনের প্রতি তাঁর সমর্থন অব্যাহত রাখবেন।
ইউক্রেনের বিষয়ে ট্রাম্পের অবস্থান এখনো অস্পষ্ট থাকলেও ইতিহাস বলছে, ২০১৯ সালে মার্কিন প্রেসিডেন্ট থাকা অবস্থায় তিনি ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিত করেছিলেন। পাশাপাশি সেই সময়টিতে ট্রাম্পের আরও কিছু পদক্ষেপ এখন ইউক্রেনীয়দের উদ্বেগ আর হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে।
সামরিক বিশেষজ্ঞ থেকে শুরু করে ইউক্রেনের চাকরিজীবী ও বিশ্লেষকেরা বলছেন, একজন পুতিনবান্ধব প্রেসিডেন্ট হোয়াইট হাউসে যাওয়ার কারণে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ জয়ের সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে গেছে।
এ বিষয়ে আজ বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে ইউক্রেনের ২৯ বছর বয়সী এক যুবকের কথা বলা হয়েছে। ইহোর একজন চাকরিজীবী। একরাশ হতাশা নিয়ে তিনি মত দিয়েছেন, ট্রাম্পের বিজয় মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জয়ী হয়েছেন। ইহোর বলেন, ‘ক্রেমলিনে এখন দারুণ উদ্যাপন চলছে।’
মার্কিন নির্বাচনের প্রেক্ষাপটে ইউক্রেনের বিপুলসংখ্যক মানুষের অনুভূতি ঠিক ইহোরের মতোই। এসব মানুষের ট্রাম্পের রাজনৈতিক পুনরুত্থানকে একটি বড় ধাক্কা হিসেবে দেখেন।
ইহোর বিশ্বাস করেন, নতুন বাস্তবতায় নিশ্চিতভাবেই এমন একটি যুদ্ধবিরতি চুক্তি হবে, যা রাশিয়াকে দারুণভাবে লাভবান করবে। এমনও হতে পারে, ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলকে রাশিয়ার বলে স্বীকৃতি দেওয়া হবে। এমন হলে এত দিন ধরে যুদ্ধের ময়দানে ইউক্রেনের মানুষের আত্মত্যাগ নিরর্থক হয়ে যাবে।
ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় মার্কিন সামরিক সহায়তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনের সামরিক বিশেষজ্ঞরাও। প্রেসিডেন্ট বাইডেনের অধীনে যে মার্কিন সমর্থন পাওয়া গেছে, ইউক্রেনের জন্য তা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইউক্রেনের সামরিক বিশেষজ্ঞ আন্দ্রে প্রোনিন মনে করেন, বিগত মাসগুলোতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইউক্রেন যথেষ্ট সামরিক সহায়তা পেয়েছে। বর্তমানে ইউক্রেনের কাছে যে মজুত রয়েছে তা দিয়ে আরও আট মাস চলা যাবে। কিন্তু তারপরে ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের কিছু নির্ধারিত শর্তের অধীনে ইউক্রেন হয়তো আলোচনায় যেতে বাধ্য হবে।
ইউক্রেনজুড়ে এই ধারণাটিই এখন বলবৎ হয়েছে যে, ট্রাম্পের সম্ভাব্য শান্তি পরিকল্পনায় রাশিয়াকে অনেক ছাড় দেওয়া হবে। ইউক্রেনীয় সামরিক বিশেষজ্ঞ নিকোল মিত্রোখিন যুক্তি দিয়েছেন—এই ধরনের একটি চুক্তি রাশিয়াকে ইউক্রেনে আরও অগ্রসর হতে সাহায্য করবে। সম্ভবত আগামী বছরের মাঝামাঝি নাগাদ ইউক্রেনের দানিপ্রো এবং জাপোরিঝিয়ার মতো গুরুত্বপূর্ণ শহরগুলোর দখল নেবে। এ অবস্থায় যুদ্ধের ময়দান হোক কিংবা বাড়ি, রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহতদের সংখ্যা বাড়বে।
প্রতিবেদনে শুরুতে যার কথা বলা হয়েছিল, সেই ইহোর এখন পর্যন্ত একাধিক আঘাত সহ্য করেছেন। বর্তমানে তিনি ট্রমা-পরবর্তী মানসিক বিষাদে ভুগছেন। তিনি আশঙ্কা করছেন, ট্রাম্পের অধীনে কোনো শান্তি চুক্তির ফলে ইউক্রেন যদি তার কোনো অঞ্চলকে হারায় তবে তাঁর পরিবারের দুর্ভোগ অর্থহীন হয়ে যাবে।
অনিশ্চয়তা থাকলেও ইউক্রেনের কর্মকর্তারা স্বীকার করেছেন, তাঁদের হয়তো ট্রাম্প প্রশাসনের সঙ্গেও কাজ করার প্রয়োজন হতে পারে। তবে ট্রাম্প হোয়াইট হাউসের ওভাল অফিসে বসার আগপর্যন্ত প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনের প্রতি তাঁর সমর্থন অব্যাহত রাখবেন।
ইউক্রেনের বিষয়ে ট্রাম্পের অবস্থান এখনো অস্পষ্ট থাকলেও ইতিহাস বলছে, ২০১৯ সালে মার্কিন প্রেসিডেন্ট থাকা অবস্থায় তিনি ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিত করেছিলেন। পাশাপাশি সেই সময়টিতে ট্রাম্পের আরও কিছু পদক্ষেপ এখন ইউক্রেনীয়দের উদ্বেগ আর হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে।
ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা। সেখানে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয় তাঁরা। পরে এ ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় বাংলাদ
১১ মিনিট আগেভারতের ত্রিপুরা রাজ্যে বাংলাদেশ মিশনে হামলার ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া, এই ঘটনার কারণে ত্রিপুরা সরকার আজ মঙ্গলবার তিন পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে এবং এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা
২৪ মিনিট আগেভারতে জার্মান মোটরগাড়ি উৎপাদনকারী গোষ্ঠী ভক্সওয়াগনের বিরুদ্ধে প্রায় ১২ হাজার কোটি রুপি কর ফাঁকির অভিযোগ উঠেছে। ভারতীয় কর্তৃপক্ষ ভক্সওয়াগন, অডি, স্কোডা, পোরশে এবং ল্যাম্বরগিনির মতো ব্র্যান্ডগুলোর মূল প্রতিষ্ঠান ভক্সওয়াগন গ্রুপের বিরুদ্ধে ১ দশমিক ৪ বিলিয়ন ডলার বা প্রায় ১১ হাজার ৮৬৫ কোটি টাকার কর ফাঁকি
২ ঘণ্টা আগেসমঝোতা স্মারকে উল্লেখ করা হয়েছে, গাজা উপত্যকায় বেসামরিক বিষয়ে শাসনের দায়িত্ব পালন করবে ‘গাজা উপত্যকা সমাজকল্যাণ কমিটি।’ এই কমিটি ফিলিস্তিনি সরকারের তত্ত্বাবধানে কাজ করবে। নথি অনুসারে, এই কমিটি পশ্চিম তীর, আল-কুদস এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনি রাজনৈতিক নেতৃত্বের অধীনস্থ থাকবে। এর অর্থ হলো, ভবিষ্যতে গা
৩ ঘণ্টা আগে