রাশিয়ার তেলে আংশিক নিষেধাজ্ঞা ইউরোপীয় ইউনিয়নের

অনলাইন ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২২, ১৭: ২৫
আপডেট : ৩১ মে ২০২২, ১৮: ৫৭

পরিপূর্ণ নয়, রাশিয়ার তেলের ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় দেশগুলোর নেতারা রাশিয়ার তেলের ওপর নির্ভরতা কমাতে গত সোমবার এক বৈঠকে এই বিষয়ে ঐকমত্যে পৌঁছান। তবে এবারও রাশিয়া থেকে গ্যাস আমদানির বিষয়ে কোনো ঐকমত্য পৌঁছতে পারেনি ইইউ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সিদ্ধান্ত অনুসারে রাশিয়া থেকে আগের আমদানি করা জ্বালানি তেলের পরিমাণ তিন ভাগের দুই ভাগ কমিয়ে এক-তৃতীয়াংশ জ্বালানি তেল আমদানি করবে। এবং এই বছরের শেষ নাগাদ নিষেধাজ্ঞার আওতা বাড়িয়ে ৯০ শতাংশে উন্নীত করা হবে।

ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্ত অনুসারে, রাশিয়া থেকে স্থল ও জলপথে যে পরিমাণ তেল ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে আমদানি করা হতো তা বন্ধ হয়ে যাবে। কেবল পাইপলাইনের মাধ্যমেই ইউরোপে জ্বালানি তেল যাবে রাশিয়া থেকে। রাশিয়ার জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল দেশ হাঙ্গেরির বিরোধিতার কারণেই এই সিদ্ধান্তে উপনীত হয় ইউরোপীয় ইউনিয়ন।

রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ জানতে - এখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, বর্তমানে ইউরোপের দেশগুলো প্রতিবছর ৪৩০ বিলিয়ন ডলারের তেল ও গ্যাস কিনে থাকে। তবে, ইউরোপীয় ইউনিয়নের নতুন এই নিষেধাজ্ঞার সিদ্ধান্তে রাশিয়া থেকে গ্যাস আমদানি বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে, রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সঞ্চালনের জন্য যে নতুন পাইপলাইন বসানোর কথা ছিল তার প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে। 

বিশ্বের নানা প্রান্তের খবর পড়ুন:

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত