Ajker Patrika

করোনার কারণে নিজের বিয়ের অনুষ্ঠান বাতিল করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১১: ১২
করোনার কারণে নিজের বিয়ের অনুষ্ঠান বাতিল করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বাড়ছে শঙ্কা। বিশ্বের বিভিন্ন দেশে সংক্রমণ বাড়ছে লাফিয়ে। সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধ আরোপ করছে বিভিন্ন দেশ। নিউজিল্যান্ডেও সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে দেশজুড়ে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আর এই বিধিনিষেধের কারণে নিজের বিয়ের অনুষ্ঠান বাতিল করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

আজ রোববার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন জেসিন্ডা আরডার্ন। খবর রয়টার্সের। 

বিয়ের অনুষ্ঠান থেকে নিউজিল্যান্ডে ওমিক্রনে শনাক্ত নয়জনরয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, একটি বিয়ের অনুষ্ঠান থেকে করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রনে নয়জন শনাক্ত হন। নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে বিয়ের অনুষ্ঠান সেরে বিমানে করে সাউথ আইল্যান্ডের নেলসনে ফেরে একটি পরিবার। পরে ওই পরিবার ও তাদের ভ্রমণ করা ফ্লাইটের একজন অ্যাটেনডেন্টের করোনা শনাক্ত হয়। এ ঘটনায় সংক্রমণ রোধে নিউজিল্যান্ডে স্থানীয় সময় রোববার মধ্যরাত থেকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার এবং জনসমাগমের ওপর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

জেসিন্ডা আরডার্ন বলেন, ‘সংক্রমণ প্রতিরোধে আরও বেশি মানুষকে মাস্ক পরতে হবে। বার ও রেস্টুরেন্টগুলোতে এবং বিয়ের মতো ঘরোয়া অনুষ্ঠানে ১০০ জনের বেশি মানুষ উপস্থিত থাকতে পারবেন না। এমনকি এসব ভেন্যুতে যদি টিকার পাস ব্যবহার করা না হয়, তাহলে উপস্থিতির এই সীমা ২৫ জনে নেমে আসবে। আমার বিয়ের অনুষ্ঠানও হচ্ছে না।’    

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত