অনলাইন ডেস্ক
ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধে ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানিয়েছেন সুইডেনের পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। গত শুক্রবার সামাজিক প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) ছবি পোস্ট করে তিনি এই সমর্থন জানান। জবাবে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয় এ খবর।
গত শুক্রবার সামাজিক প্ল্যাটফর্ম এক্সে একটি ছবি পোস্ট করেন গ্রেটা থুনবার্গ। আরও তিন নারীর সঙ্গে এই ছবিতে সবার হাতেই ছিল প্ল্যাকার্ড। সেখানে ফিলিস্তিন ও গাজার প্রতি সমর্থন এবং পরিবেশবাদী বার্তা লেখা ছিল। পোস্টে গ্রেটা থুনবার্গ লেখেন, ‘আজ আমরা ফিলিস্তিন ও গাজার সঙ্গে সংহতি জানাচ্ছি। ফিলিস্তিনি এবং ক্ষতিগ্রস্ত সব বেসামরিক নাগরিকের জন্য অবিলম্বে যুদ্ধবিরতি, ন্যায়বিচার এবং স্বাধীনতা প্রতিষ্ঠা করতে বিশ্বকে এখন কথা বলতে হবে।’
গ্রেটা থুনবার্গের এই পোস্টের প্রতিক্রিয়া বেশ শক্ত ভাষায় দিয়েছে ইসরায়েল। হামাসের হামলায় নিহত তিন ব্যক্তির ছবি পোস্ট করে ২০ বছর বয়সী পরিবেশকর্মীর উদ্দেশে ইসরায়েলের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে বলা হয়, ‘হামাস যে রকেট দিয়ে নিরীহ ইসরায়েলিদের হত্যা করেছে, সেই রকেট পরিবেশের জন্য কোনো টেকসই উপাদান ব্যবহার করে তৈরি হয়নি। আপনার বন্ধুও হামাসের ধ্বংসযজ্ঞের শিকার হতে পারেন। তাদের নিয়েও কথা বলুন।’
এর আগেও মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে শেয়ার করা ছবির কারণে সমালোচনার শিকার হয়েছিলেন গ্রেটা থুনবার্গ। তাঁর পোস্ট করা একটি ছবিতে ছিল নীল অক্টোপাস, যাকে ইহুদিবিরোধী প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। কার্টুনিস্টরা প্রায়ই বিশ্বব্যাপী ইহুদিদের ষড়যন্ত্রকে তুলে ধরতে এই অক্টোপাস ব্যবহার করেন। জার্মান নাৎসিরা সর্বপ্রথম ব্যঙ্গচিত্র হিসেবে এই ছবি ব্যবহার করে। সমালোচনার মুখে কয়েক ঘণ্টা পর সেই পোস্টটি তখন মুছে ফেলেন গ্রেটা থুনবার্গ। এরপর তিনি ক্রপ করা একটি ছবি শেয়ার করেন।
গত ৭ অক্টোবর সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলের দিকে ৫ হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ে। একই সঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে দেশটিতে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা। হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছে। এখনো অনেকে হামাসের কাছে বন্দী আছে।
ইসরায়েলও এমন পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। এর পর থেকেই দফায় দফায় গাজায় বিমান ও স্থল, এমনকি নৌবাহিনীর জাহাজ থেকে হামলা চালাচ্ছে ইসরায়েল। শনিবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া খবর অনুসারে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় অন্তত ৪ হাজার ৪৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশির ভাগই গাজার। অল্প কয়েকজন পশ্চিম তীরের।
ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধে ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানিয়েছেন সুইডেনের পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। গত শুক্রবার সামাজিক প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) ছবি পোস্ট করে তিনি এই সমর্থন জানান। জবাবে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয় এ খবর।
গত শুক্রবার সামাজিক প্ল্যাটফর্ম এক্সে একটি ছবি পোস্ট করেন গ্রেটা থুনবার্গ। আরও তিন নারীর সঙ্গে এই ছবিতে সবার হাতেই ছিল প্ল্যাকার্ড। সেখানে ফিলিস্তিন ও গাজার প্রতি সমর্থন এবং পরিবেশবাদী বার্তা লেখা ছিল। পোস্টে গ্রেটা থুনবার্গ লেখেন, ‘আজ আমরা ফিলিস্তিন ও গাজার সঙ্গে সংহতি জানাচ্ছি। ফিলিস্তিনি এবং ক্ষতিগ্রস্ত সব বেসামরিক নাগরিকের জন্য অবিলম্বে যুদ্ধবিরতি, ন্যায়বিচার এবং স্বাধীনতা প্রতিষ্ঠা করতে বিশ্বকে এখন কথা বলতে হবে।’
গ্রেটা থুনবার্গের এই পোস্টের প্রতিক্রিয়া বেশ শক্ত ভাষায় দিয়েছে ইসরায়েল। হামাসের হামলায় নিহত তিন ব্যক্তির ছবি পোস্ট করে ২০ বছর বয়সী পরিবেশকর্মীর উদ্দেশে ইসরায়েলের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে বলা হয়, ‘হামাস যে রকেট দিয়ে নিরীহ ইসরায়েলিদের হত্যা করেছে, সেই রকেট পরিবেশের জন্য কোনো টেকসই উপাদান ব্যবহার করে তৈরি হয়নি। আপনার বন্ধুও হামাসের ধ্বংসযজ্ঞের শিকার হতে পারেন। তাদের নিয়েও কথা বলুন।’
এর আগেও মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে শেয়ার করা ছবির কারণে সমালোচনার শিকার হয়েছিলেন গ্রেটা থুনবার্গ। তাঁর পোস্ট করা একটি ছবিতে ছিল নীল অক্টোপাস, যাকে ইহুদিবিরোধী প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। কার্টুনিস্টরা প্রায়ই বিশ্বব্যাপী ইহুদিদের ষড়যন্ত্রকে তুলে ধরতে এই অক্টোপাস ব্যবহার করেন। জার্মান নাৎসিরা সর্বপ্রথম ব্যঙ্গচিত্র হিসেবে এই ছবি ব্যবহার করে। সমালোচনার মুখে কয়েক ঘণ্টা পর সেই পোস্টটি তখন মুছে ফেলেন গ্রেটা থুনবার্গ। এরপর তিনি ক্রপ করা একটি ছবি শেয়ার করেন।
গত ৭ অক্টোবর সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলের দিকে ৫ হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ে। একই সঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে দেশটিতে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা। হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছে। এখনো অনেকে হামাসের কাছে বন্দী আছে।
ইসরায়েলও এমন পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। এর পর থেকেই দফায় দফায় গাজায় বিমান ও স্থল, এমনকি নৌবাহিনীর জাহাজ থেকে হামলা চালাচ্ছে ইসরায়েল। শনিবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া খবর অনুসারে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় অন্তত ৪ হাজার ৪৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশির ভাগই গাজার। অল্প কয়েকজন পশ্চিম তীরের।
ভারতের হরিয়ানা রাজ্যের রোহতক জেলায় স্যাম্পলা বাসস্ট্যান্ড ফ্লাইওভারের কাছে একটি সুটকেস থেকে কংগ্রেসের তরুণ কর্মী হিমানি নারওয়ালের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার এই ঘটনা জানাজানি হলে রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশের ধারণা, শ্বাসরোধ করে হিমানিকে হত্যা করা হয়েছে এবং হত্যার পর তাঁর মরদেহটি স
৪২ মিনিট আগেহোয়াইট হাউসে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের খবরটি যতক্ষণে পৌঁছাল, ততক্ষণে সন্ধ্যা নেমে গেছে কিয়েভে। ইউক্রেনের সেনাবাহিনীর এক কর্নেল তখন খাবার টেবিলে বসে ছিলেন। তাঁর ফোনটি বেজে ওঠে এবং ওপাশ থেকে কারও রুদ্ধশ্বাস কণ্ঠস্বর তাঁকে ওভাল অফিসে ট্রাম্প-জেলেনস্কির কথোপকথনের ফুটেজ দেখার
২ ঘণ্টা আগেট্রাম্প-জেলেনস্কির ব্যর্থ বৈঠক এবং যুক্তরাষ্ট্রের নীতিগত পরিবর্তনের প্রেক্ষাপটে ইউক্রেনের প্রতি সমর্থন বাড়ানো ও নিরাপত্তা নিয়ে আলোচনা করতে যুক্তরাজ্যের লন্ডনে বৈঠকে বসতে যাচ্ছেন ইউরোপের নেতারা। আজ রোববার (২ মার্চ) এই সম্মেলনে ইউরোপের বিভিন্ন দেশের এক ডজনের বেশি নেতা অংশ নেবেন। বৈঠকের মূল লক্ষ্য হচ্ছ
৪ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ওই ঘটনাকে ‘ওভাল অফিসে জেলেনস্কির ওপর নির্মম তিরস্কার’ হিসেবে অভিহিত করেছেন। তিনি লিখেছেন, ‘ট্রাম্প ওই কোকেনসেবী ভাঁড়ের মুখের ওপর সত্যিটা বলে দিয়েছেন যে, কিয়েভ সরকার তৃতীয়...
৬ ঘণ্টা আগে