রানির মৃত্যুর দুই দিন পর আনুষ্ঠানিকভাবে রাজা হলেন চার্লস

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২২, ১৬: ২৩
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১৬: ৩২

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর দুই দিন পর দেশটির অ্যাকসেসন কাউন্সিল আনুষ্ঠানিকভাবে প্রিন্স চার্লস ফিলিপ আর্থার জর্জকে রাজা ঘোষণা করল। তিনি ‘রাজা তৃতীয় চার্লস’ নাম নিয়ে রানি এলিজাবেথের স্থলাভিষিক্ত হলেন। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

লন্ডনের সেন্ট জেমস প্রাসাদে স্থানীয় সময় বেলা ১১টায় রাজার আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক এই অনুষ্ঠান ব্রিটেনের ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে। কাউন্সিলের ক্লার্ক রিচার্ড টিলব্রুক যখন আনুষ্ঠানিকভাবে রাজার নাম ঘোষণা করেন, তখন উচ্ছ্বসিত দর্শক ‘গড সেভ দ্য কিং’ বলেন। এরপর রাজা তৃতীয় চার্লস শপথের নথিতে স্বাক্ষর করেন। 

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন বলেছে, প্রিভি কাউন্সিলের সামনে রাজা যে শপথটি ঘোষণা করেছেন, পরে তাতে স্বাক্ষর করেন। রাজার নথিতে স্বাক্ষর করার পর ব্রিটেনের লর্ড প্রেসিডেন্ট পেনি মর্ডান্ট পরবর্তী পদক্ষেপগুলো বিশদভাবে বর্ণনা করেন। তিনি বলেছেন, রাজা হিসেবে চার্লসের যোগদানের বিষয়টি সারা দেশে জানানোর জন্য লন্ডন, এডিনবার্গ, কার্ডিফ ও বেলফাস্টে একটি আদেশপত্র পাঠানো হবে। 

সেন্ট জেমস প্যালেসের ফ্রেয়ারি কোর্টের বারান্দা থেকে রাজা হওয়ার ঘোষণা পাঠ করার সঙ্গে সঙ্গে গান স্যালুট দেওয়ার ঘোষণা দেন পেনি মর্ডান্ট। এরপর এডিনবরা ক্যাসেল, কার্ডিফ ক্যাসেল, হিলসবরো ক্যাসেল, লন্ডন টাওয়ার, হাইড পার্কসহ সারা দেশে গান স্যালুট অনুষ্ঠিত হবে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই অনুষ্ঠানের সাক্ষী হতে সাধারণ মানুষকে দর্শক হওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। ফলে শত শত মানুষ প্রাসাদের বাইরের গেটের দিকে জড়ো হয়েছিল। 

রাজা ঘোষণার পর প্রথম বক্তৃতায় চার্লস তাঁর মায়ের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি আবেগাপ্লুত গলায় বলেন, ‘আমার প্রিয় মা, রানির মৃত্যু ঘোষণা করা আমার সবচেয়ে দুঃখজনক কর্তব্য।’ 

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) স্কটল্যান্ডের বালমোরালে নিজের প্রাসাদে ৯৬ বছর বয়সে শান্তিপূর্ণভাবে মারা গেছেন। আগামী ১৯ সেপ্টেম্বর মধ্য লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হতে পারে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত