পালিয়ে স্পেনে অবস্থান করছেন ডাচ রাজকুমারী

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ২২: ১৪
আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ২২: ২০

নেদারল্যান্ডসের রাজকুমারী অ্যামেলিয়া এক বছরেরও বেশি সময় স্পেনে অবস্থান করছেন বলে খবর প্রকাশ করেছে দেশটির একাধিক গণমাধ্যম। একটি প্রভাবশালী ডাচ সংবাদমাধ্যম দাবি করেছে, এক বছর আগে অপহরণ আতঙ্কে নেদারল্যান্ডস থেকে স্পেনে পালিয়ে গিয়েছিলেন ডাচ সিংহাসনের উত্তরাধিকারী।

আজ বুধবার ডাচ গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণেই স্পেনের মাদ্রিদে অবস্থান করে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন বর্তমানে ২০ বছর বয়সী অ্যামেলিয়া। নিজের দেশের চেয়েও সেখানে তিনি বেশি স্বাধীনতা উপভোগ করছেন।

২০২২ সালে অপহরণের হুমকি পেয়েছিলেন অ্যামেলিয়া। সে সময় তিনি নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে একটি ডরমেটরিতে অবস্থান করে রাজনীতি, মনোবিজ্ঞান, আইন এবং অর্থনীতি নিয়ে পড়াশোনা করছিলেন। কিন্তু হুমকি পেয়ে তিনি ওই ডরমেটরি ছেড়ে রাজপ্রাসাদে ফিরে গিয়েছিলেন। পরে স্পেনে গিয়ে তিনি তাঁর পড়াশোনা চালিয়ে যান।

বিষয়টি নিয়ে নেদারল্যান্ডস সরকারের একটি তথ্য পরিষেবার সঙ্গে যোগাযোগ করেছিল বিবিসি। রাজপরিবার সংশ্লিষ্ট বিষয়ে এই প্রতিষ্ঠানটির কাছ থেকে খুব বেশি তথ্য পাওয়া যায়নি। তবে একটি সূত্র ডাচ প্রেস এজেন্সি এএনপিকে রাজকন্যার স্পেনে অবস্থান করার বিষয়ে কিছু তথ্য দিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আমস্টারডামে প্রিন্সেস অ্যামেলিয়ার পড়াশোনা নিয়ে একসময় সংবাদমাধ্যমগুলোর বেশ মাতামাতি ছিল। সে সময় কীভাবে তিনি একটি নিবাসে অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে কক্ষ ভাগাভাগি করে অবস্থান করছেন—তা ফলাও করে প্রকাশ করেছে পত্রিকাগুলো।

২০২২ সালের অক্টোবরে নেদারল্যান্ডসের সংগঠিত অপরাধ জগতের কাছ থেকে অপহরণ হুমকির জের ধরে কর্তৃপক্ষ প্রিন্সেস অ্যামেলিয়া এবং ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের নিরাপত্তা বাড়িয়েছিল। সেই সময়ের প্রেক্ষিতে অষ্টাদশী অ্যামেলিয়া সম্পর্কে রানি ম্যাক্সিমা জানিয়েছিলেন—তাঁর কন্যা অন্য শিক্ষার্থীদের মতো আমস্টারডামের পড়াশোনা উপভোগ করতে পারছেন না।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাজকুমারী অ্যামেলিয়াকে তাঁর বাবা-মায়ের সঙ্গে ক্যারিবিয়ান রাষ্ট্রীয় সফরে যোগ দিতে দেখা গেলেও কবে তিনি স্পেনে চলে গিয়েছিলেন এবং কীভাবে সেখানে অবস্থান করছিলেন সেসব বিষয় গোপনই ছিল। স্পেনের মাদ্রিদে প্রথমে রানি ম্যাক্সিমার সঙ্গে ও পরে একদল বন্ধুর সঙ্গে রাজকুমারীকে দেখা গিয়েছিল। রানি ম্যাক্সিমা আর্জেন্টিনায় বড় হয়েছেন, তাই স্প্যানিশ ভাষায় তিনি কথা বলতে পারেন। সেই সূত্রে রাজকুমারী অ্যামেলিয়াও স্প্যানিশ ভাষায় বেশ সাবলীল।

চলতি মাসেই স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ এবং রানি লেটিজিয়া নেদারল্যান্ডস সফর করেন। সে সময়ই মূলত নেদারল্যান্ডসের রাজকুমারী অ্যামেলিয়ার স্পেনে অবস্থানের বিষয়টি প্রকাশ্যে আসে। তবে শিগগিরই একটি রাজকীয় অনুষ্ঠানে অংশ নিতে তাঁকে নেদারল্যান্ডসে দেখা যাবে বলে জানিয়েছে দেশটির একাধিক গণমাধ্যম।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত