অনলাইন ডেস্ক
ইউক্রেনকে আরও অর্থ সহায়তা দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের তরফ থেকে ইউক্রেনকে দেওয়া হবে ৫০০ কোটি ডলার। ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জানিয়েছে, আগামী ২০২৩ সাল নাগাদ ইউক্রেনকে যুক্তরাজ্যের দেওয়া সহায়তার পরিমাণ ২৬৩ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় কাউন্সিল স্থানীয় সময় আজ মঙ্গলবার ইউক্রেনকে ৫০০ কোটি ডলার ঋণ সহায়তা হিসেবে দিতে যাচ্ছে। গত মাসে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর অর্থমন্ত্রীরা এই বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর পর চলতি মাসে এই ঋণ ইউরোপীয় কাউন্সিলের অনুমোদন পেল। ইউক্রেনকে পরবর্তী ২৫ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে।
ইউরোপীয় কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, ‘এটি ইউক্রেনের সামষ্টিক-অর্থনৈতিক স্থিতিশীলতাকে বজায় রাখার জন্য ইউরোপীয় ইউনিয়নের ৯০০ কোটি ডলার আর্থিক সহায়তা দেওয়ার দ্বিতীয় ধাপ। দেশটির তাৎক্ষণিক অর্থনৈতিক স্থিতিস্থাপকতাকে শক্তিশালী ও পুনরুদ্ধার কার্যক্রম এগিয়ে নিতেই এই সহায়তা।’ গত জুলাই মাসে ইউরোপীয় কাউন্সিল ইউক্রেনকে এই একই প্যাকেজের আওতায় ১০০ কোটি ডলার সহায়তা দিয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তা শিগগিরই পাওয়া গেলেও যুক্তরাজ্যের সহায়তা কবে নাগাদ পাওয়া যাবে সেই বিষয়ে স্পষ্ট নয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২০২৩ সাল নাগাদ ইউক্রেনে ব্রিটিশ সহায়তা ২৬৩ কোটি ডলার কিংবা তার চেয়েও বেশি পরিমাণে হবে।
এই বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস বলেছিলেন, ‘যুক্তরাজ্য প্রতিটি পদক্ষেপে আপনাদের পেছনে থাকবে।’ স্থানীয় সময় আজ মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ইউক্রেনের জনগণকে প্রতিশ্রুতি দিয়ে ট্রাস এই কথা বলেন।
ইউক্রেনকে আরও অর্থ সহায়তা দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের তরফ থেকে ইউক্রেনকে দেওয়া হবে ৫০০ কোটি ডলার। ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জানিয়েছে, আগামী ২০২৩ সাল নাগাদ ইউক্রেনকে যুক্তরাজ্যের দেওয়া সহায়তার পরিমাণ ২৬৩ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় কাউন্সিল স্থানীয় সময় আজ মঙ্গলবার ইউক্রেনকে ৫০০ কোটি ডলার ঋণ সহায়তা হিসেবে দিতে যাচ্ছে। গত মাসে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর অর্থমন্ত্রীরা এই বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর পর চলতি মাসে এই ঋণ ইউরোপীয় কাউন্সিলের অনুমোদন পেল। ইউক্রেনকে পরবর্তী ২৫ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে।
ইউরোপীয় কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, ‘এটি ইউক্রেনের সামষ্টিক-অর্থনৈতিক স্থিতিশীলতাকে বজায় রাখার জন্য ইউরোপীয় ইউনিয়নের ৯০০ কোটি ডলার আর্থিক সহায়তা দেওয়ার দ্বিতীয় ধাপ। দেশটির তাৎক্ষণিক অর্থনৈতিক স্থিতিস্থাপকতাকে শক্তিশালী ও পুনরুদ্ধার কার্যক্রম এগিয়ে নিতেই এই সহায়তা।’ গত জুলাই মাসে ইউরোপীয় কাউন্সিল ইউক্রেনকে এই একই প্যাকেজের আওতায় ১০০ কোটি ডলার সহায়তা দিয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তা শিগগিরই পাওয়া গেলেও যুক্তরাজ্যের সহায়তা কবে নাগাদ পাওয়া যাবে সেই বিষয়ে স্পষ্ট নয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২০২৩ সাল নাগাদ ইউক্রেনে ব্রিটিশ সহায়তা ২৬৩ কোটি ডলার কিংবা তার চেয়েও বেশি পরিমাণে হবে।
এই বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস বলেছিলেন, ‘যুক্তরাজ্য প্রতিটি পদক্ষেপে আপনাদের পেছনে থাকবে।’ স্থানীয় সময় আজ মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ইউক্রেনের জনগণকে প্রতিশ্রুতি দিয়ে ট্রাস এই কথা বলেন।
বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ ১১২ বছর বয়সে মারা গেছেন। তাঁর পরিবার এই তথ্য নিশ্চিত করেছে। বিবিসি জানিয়েছে, জন আলফ্রেড টিনিসউড সোমবার ইংল্যান্ডের সাউথপোর্ট এলাকার একটি কেয়ার হোমে মারা যান। ওই এলাকাটিতেই তিনি বসবাস করতেন।
৭ মিনিট আগেআন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) ধর্মীয় গুরু ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটি এরই মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত ‘অবরোধ’ করার হুমকি দিয়েছে।
২ ঘণ্টা আগেগত গ্রীষ্মেই ভাইরাল হয়েছিল ‘ডিমিউর’ শব্দটি। এবার এই শব্দকেই ২০২৪ সালের সেরা শব্দ হিসেবে নির্বাচন করেছে ডিকশনারি ডটকম। শব্দটি ব্রেনরট, ব্র্যাট এবং উইয়ার্ড-এর মতো কয়েকটি শব্দকে পেছনে ফেলে এবার সেরা শব্দ নির্বাচিত হয়েছে।
২ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিক্ষোভকারীদের একটা অংশ ইসলামাবাদের পার্লামেন্ট এলাকা ডি-চকে পৌঁছে গেছে। এর পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা সক্রিয় হয়ে ওঠে এবং ইমরান খানের সমর্থকদের ওপর মুহুর্মুহু কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ শুরু করে। সরকার ও ইমরান খানের দলের
৪ ঘণ্টা আগে