হুমকির মুখে ওয়াগনারকে আরও অস্ত্র দিতে সম্মত রাশিয়া

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৩, ১১: ৪৬
আপডেট : ০৮ মে ২০২৩, ১১: ৫৩

রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনারকে মস্কো আরও অস্ত্র এবং গোলাবারুদ দেবে বলে আশ্বস্ত করেছে। রোববার ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন এ কথা জানান। কয়েক মাস ধরে বাখমুতে তুমুল লড়াই চলছে ওয়াগনার সদস্যদের সঙ্গে ইউক্রেনের সেনাবাহিনীর। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, কয়েক দিন ধরেই গোলাবারুদ ফুরিয়ে যাচ্ছে বলে জানাচ্ছিলেন ওয়াগনার প্রধান। গোলাবারুদ না দিলে তাঁদের সদস্যদের বাখমুত থেকে প্রত্যাহার করা হবে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে হুমকিও দিয়েছিলেন তিনি। 

গত কয়েক দিনে কয়েকটি ভিডিওবার্তা প্রকাশ করেন ইয়েভজেনি। তিনি বলেন, রাশিয়া বাখমুতে তাদের ওপর নির্ভর হলেও কোনো রকম সহায়তা করছে না। ফলে গোলাবারুদের অভাবে তাঁর বাহিনীর সদস্যরা নিহত হচ্ছে। 

এরপর বাখমুত থেকে গ্রুপের সদস্যদের ফিরিয়ে নেওয়ার কথা জানান তিনি। নতুন এ ঘোষণায় প্রিগোজিনের ওয়াগনার সৈন্যদের সামনে দাঁড়িয়ে বলেছেন, ‘১০ মে আমরা বাখমুতের ওয়াগনার সৈন্যদের রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ফেরত পাঠাতে বাধ্য হব। এর মধ্য দিয়ে বাখমুতে আমাদের আর কোনো সৈন্য থাকবে না। সৈন্যদের ক্ষয়ক্ষতি হ্রাস করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ 

এই হুমকির পরই দ্রুত নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে রাশিয়া। মস্কো প্রশাসন বিবৃতিতে জানিয়েছে, ওয়াগনার গ্রুপকে সব রকম সাহায্য করা হবে। তাদের প্রয়োজনীয় গোলাবারুদ এবং অস্ত্র সরবরাহ করা হবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। 

বাখমুতের জন্য যুদ্ধ কয়েক মাস ধরে চলছে। ধারণা করা হচ্ছে, এতে কয়েক হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। এই যুদ্ধে ওয়াগনার গ্রুপ এবং রুশ সৈন্যরা এক হয়ে যুদ্ধ করেছে ইউক্রেনের সামরিক বাহিনীর বিরুদ্ধে। ইউক্রেন যেকোনো মূল্যে শহরটিকে রক্ষার চেষ্টা করে যাচ্ছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত