Ajker Patrika

প্রথমবারের মতো ফ্রান্সে এক দিনে করোনায় লক্ষাধিক শনাক্ত

অনলাইন ডেস্ক
প্রথমবারের মতো ফ্রান্সে এক দিনে করোনায় লক্ষাধিক শনাক্ত

করোনার নতুন ধরন ওমিক্রনে বিশ্ব জুড়ে বাড়ছে শঙ্কা। বিশেষ করে ইউরোপের দেশগুলোতে করোনা শনাক্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে। গত ২৪ ঘণ্টায় ইউরোপের দেশ ফ্রান্সে ১ লাখ ৪ হাজার ৬১১ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটি এবারই প্রথম করোনায় এক লাখের ওপরে শনাক্ত দেখল। আজ রোববার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আইসিইউতে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা ২৮ থেকে বেড়ে ৩ হাজার ২৮২ জনে দাঁড়িয়েছে। 

উল্লেখ্য, পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, ফ্রান্সে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৯০ লাখ ৮৮ হাজার ৩৭১ জনের। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ লাখ ২২ হাজার ৫৪৬ জনের।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত