প্রথমবারের মতো ফ্রান্সে এক দিনে করোনায় লক্ষাধিক শনাক্ত

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২১, ০৮: ৪৪

করোনার নতুন ধরন ওমিক্রনে বিশ্ব জুড়ে বাড়ছে শঙ্কা। বিশেষ করে ইউরোপের দেশগুলোতে করোনা শনাক্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে। গত ২৪ ঘণ্টায় ইউরোপের দেশ ফ্রান্সে ১ লাখ ৪ হাজার ৬১১ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটি এবারই প্রথম করোনায় এক লাখের ওপরে শনাক্ত দেখল। আজ রোববার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আইসিইউতে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা ২৮ থেকে বেড়ে ৩ হাজার ২৮২ জনে দাঁড়িয়েছে। 

উল্লেখ্য, পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, ফ্রান্সে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৯০ লাখ ৮৮ হাজার ৩৭১ জনের। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ লাখ ২২ হাজার ৫৪৬ জনের।  

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত