অনলাইন ডেস্ক
রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ নবম মাসে গড়িয়েছে। এমন পরিস্থিতিতে ইউক্রেনের সৈন্যদের আরও উচ্চতর প্রশিক্ষণ দিতে প্রতিরক্ষা বাহিনীর ৬৬ জন সদস্যকে যুক্তরাজ্যে পাঠাবে বলে জানিয়েছে নিউজিল্যান্ড। স্থানীয় সময় সোমবার এ কথা বলেছেন নিউজিল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী পিনি হেনার। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নিউজিল্যান্ডের সরকারি বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে নিউজিল্যান্ড ডিফেন্স ফোর্সের ১২০ জনের একটি দল যুক্তরাজ্যে ইউক্রেনের সৈন্যদের প্রশিক্ষণ দিচ্ছে। কিন্তু সেই প্রশিক্ষণের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পথে। নতুন চুক্তি নভেম্বরের ৩০ তারিখ থেকে ২০২৩ সালের জুলাই পর্যন্ত চলবে।
প্রতিরক্ষামন্ত্রী পিনি হেনার বলেছেন, ‘আমি সন্তুষ্ট যে নিউজিল্যান্ড ডিফেন্স ফোর্সের সদস্যরা প্রশিক্ষণের মাধ্যমে ইউক্রেনের সেনাদের সঙ্গে আরও দক্ষতা ও অভিজ্ঞতা ভাগাভাগি করতে পারবে। নতুন চুক্তি মূল্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেবে।’
ইউক্রেনকে গোয়েন্দা সহযোগিতা বাড়ানো হবে বলেও সরকারি বিবৃতিতে বলা হয়েছে। এ কাজের জন্য নিউজিল্যান্ড ডিফেন্স ফোর্সের চারজন কর্মীকে পুনরায় মোতায়েন করাসহ আরও আটজনকে নিয়োগ দেওয়া হবে। তবে ইউক্রেনে ডিফেন্স ফোর্সের কোনো কর্মীকে পাঠানো হবে না। কারণ সেখানে ফেব্রুয়ারি মাস থেকে পুতিনের ‘বিশেষ সামরিক অভিযান’ চলছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিতে নিউজিল্যান্ড ১ দশমিক ৮৫ মিলিয়ন ডলার দেবে। এ ছাড়া সামরিক জোট ন্যাটোর তহবিলে ১ দশমিক ৮৫ ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড।
এর আগে গত আগস্টে ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দিতে যুক্তরাজ্যে ১২০ জন সেনা সদস্য পাঠিয়েছিল নিউজিল্যান্ড। তখন সরকারি বিবৃতিতে বলা হয়েছিল, নিউজিল্যান্ডের প্রতিরক্ষা কর্মীরা সরাসরি যুদ্ধে অংশ বা ইউক্রেন ভ্রমণ করবে না, বরং ৮০০ ইউক্রেনীয় সৈন্যদের ব্রিটেনের চারটি স্থানে প্রশিক্ষণ দেবে।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছিলেন, ‘আমরা স্পষ্টভাবে বলেছি, কোনো দেশের সার্বভৌমত্বে নির্লজ্জ আক্রমণ করা এবং নিরপরাধ মানুষকে মেরে ফেলা অত্যন্ত গর্হিত কাজ। এটি কিছুতেই সহ্য করার মতো বিষয় নয়।’
রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ নবম মাসে গড়িয়েছে। এমন পরিস্থিতিতে ইউক্রেনের সৈন্যদের আরও উচ্চতর প্রশিক্ষণ দিতে প্রতিরক্ষা বাহিনীর ৬৬ জন সদস্যকে যুক্তরাজ্যে পাঠাবে বলে জানিয়েছে নিউজিল্যান্ড। স্থানীয় সময় সোমবার এ কথা বলেছেন নিউজিল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী পিনি হেনার। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নিউজিল্যান্ডের সরকারি বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে নিউজিল্যান্ড ডিফেন্স ফোর্সের ১২০ জনের একটি দল যুক্তরাজ্যে ইউক্রেনের সৈন্যদের প্রশিক্ষণ দিচ্ছে। কিন্তু সেই প্রশিক্ষণের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পথে। নতুন চুক্তি নভেম্বরের ৩০ তারিখ থেকে ২০২৩ সালের জুলাই পর্যন্ত চলবে।
প্রতিরক্ষামন্ত্রী পিনি হেনার বলেছেন, ‘আমি সন্তুষ্ট যে নিউজিল্যান্ড ডিফেন্স ফোর্সের সদস্যরা প্রশিক্ষণের মাধ্যমে ইউক্রেনের সেনাদের সঙ্গে আরও দক্ষতা ও অভিজ্ঞতা ভাগাভাগি করতে পারবে। নতুন চুক্তি মূল্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেবে।’
ইউক্রেনকে গোয়েন্দা সহযোগিতা বাড়ানো হবে বলেও সরকারি বিবৃতিতে বলা হয়েছে। এ কাজের জন্য নিউজিল্যান্ড ডিফেন্স ফোর্সের চারজন কর্মীকে পুনরায় মোতায়েন করাসহ আরও আটজনকে নিয়োগ দেওয়া হবে। তবে ইউক্রেনে ডিফেন্স ফোর্সের কোনো কর্মীকে পাঠানো হবে না। কারণ সেখানে ফেব্রুয়ারি মাস থেকে পুতিনের ‘বিশেষ সামরিক অভিযান’ চলছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিতে নিউজিল্যান্ড ১ দশমিক ৮৫ মিলিয়ন ডলার দেবে। এ ছাড়া সামরিক জোট ন্যাটোর তহবিলে ১ দশমিক ৮৫ ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড।
এর আগে গত আগস্টে ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দিতে যুক্তরাজ্যে ১২০ জন সেনা সদস্য পাঠিয়েছিল নিউজিল্যান্ড। তখন সরকারি বিবৃতিতে বলা হয়েছিল, নিউজিল্যান্ডের প্রতিরক্ষা কর্মীরা সরাসরি যুদ্ধে অংশ বা ইউক্রেন ভ্রমণ করবে না, বরং ৮০০ ইউক্রেনীয় সৈন্যদের ব্রিটেনের চারটি স্থানে প্রশিক্ষণ দেবে।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছিলেন, ‘আমরা স্পষ্টভাবে বলেছি, কোনো দেশের সার্বভৌমত্বে নির্লজ্জ আক্রমণ করা এবং নিরপরাধ মানুষকে মেরে ফেলা অত্যন্ত গর্হিত কাজ। এটি কিছুতেই সহ্য করার মতো বিষয় নয়।’
গত ৮ থেকে ১১ নভেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান হাওয়াইয়ের মাওয়ি দ্বীপের ৩০ বছর বয়সী অভিযাত্রী হান্নাহ কোবায়াশি। এবার লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের কাছাকাছি একটি এলাকা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে হান্নাহর বাবাকে।
৩০ মিনিট আগেগত জুলাইয়ে নিরঙ্কুশ জয় নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। কনজারভেটিভ পার্টির ঋষি সুনাকের ব্যর্থতার পর পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব কাঁধে নেন স্টারমার।
২ ঘণ্টা আগেব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের তথ্য অনুসারে, ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ৩৪৮ বিলিয়ন মার্কিন ডলার। বিগত কয়েক দিনে তাঁর সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ২৪ বিলিয়ন ডলার। এই তালিকায় থাকা বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী
২ ঘণ্টা আগেযুদ্ধবিরতির খুব কাছাকাছি পৌঁছে গেছে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্যের একটি সূত্র গতকাল রোববার মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে এই বিষয়টি জানিয়েছে। তবে, যুদ্ধবিরতির আশা থাকলেও লেবাননে ইসরায়েলি
৪ ঘণ্টা আগে