অনলাইন ডেস্ক
ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আজ শনিবার বার্লিনে একটি অনানুষ্ঠানিক বৈঠকে বসতে যাচ্ছে সুইডেন ও ফিনল্যান্ড। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য না হওয়া সত্ত্বেও উভয় দেশ ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রতিক্রিয়ায় ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করবে বলে ধারণা করা হচ্ছে।
মস্কো জানিয়েছে, সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছাকে হুমকি হিসেবে দেখছে রাশিয়া। যদি তারা ন্যাটোর সদস্য হয় তবে সুইডেন ও ফিনল্যান্ডের নিরপেক্ষ অবস্থানকে প্রশ্নবিদ্ধ করবে এবং শীতল যুদ্ধের সময় ফিরে আসবে বলেও মনে করে মস্কো।
এদিকে ন্যাটোর আরেক সদস্য তুরস্কও আজকের বৈঠকে যোগ দিচ্ছে বলে জানা গেছে। তবে গতকাল শুক্রবার আকস্মিকভাবে ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ডের যোগ দেওয়ার উদ্যোগে আপত্তি জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
শুক্রবার ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, ‘স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল সন্ত্রাসী সংগঠনগুলোর অতিথিশালায় পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার উদ্যোগকে সমর্থন করতে পারি না।’
এর আগে ন্যাটোতে যোগ দেওয়ার ব্যাপারে ফিনল্যান্ড ইচ্ছা প্রকাশ করলে ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছিলেন, ফিনল্যান্ডকে ন্যাটোতে ‘উষ্ণতার সঙ্গে স্বাগত জানানো হবে’। দেশটির যোগদান যাতে ‘দ্রুত ও মসৃণ’ হয় তার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জানিয়েছেন, ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে ফিনল্যান্ড যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে ফ্রান্সের।
তবে রাশিয়া এ ব্যাপারে কড়া হুঁশিয়ারি দিয়েছে। মস্কো জানিয়েছে, সুইডেন ও ফিনল্যান্ড যদি ন্যাটোতে যোগ দেয়, তবে রাশিয়া সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।
ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আজ শনিবার বার্লিনে একটি অনানুষ্ঠানিক বৈঠকে বসতে যাচ্ছে সুইডেন ও ফিনল্যান্ড। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য না হওয়া সত্ত্বেও উভয় দেশ ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রতিক্রিয়ায় ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করবে বলে ধারণা করা হচ্ছে।
মস্কো জানিয়েছে, সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছাকে হুমকি হিসেবে দেখছে রাশিয়া। যদি তারা ন্যাটোর সদস্য হয় তবে সুইডেন ও ফিনল্যান্ডের নিরপেক্ষ অবস্থানকে প্রশ্নবিদ্ধ করবে এবং শীতল যুদ্ধের সময় ফিরে আসবে বলেও মনে করে মস্কো।
এদিকে ন্যাটোর আরেক সদস্য তুরস্কও আজকের বৈঠকে যোগ দিচ্ছে বলে জানা গেছে। তবে গতকাল শুক্রবার আকস্মিকভাবে ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ডের যোগ দেওয়ার উদ্যোগে আপত্তি জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
শুক্রবার ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, ‘স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল সন্ত্রাসী সংগঠনগুলোর অতিথিশালায় পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার উদ্যোগকে সমর্থন করতে পারি না।’
এর আগে ন্যাটোতে যোগ দেওয়ার ব্যাপারে ফিনল্যান্ড ইচ্ছা প্রকাশ করলে ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছিলেন, ফিনল্যান্ডকে ন্যাটোতে ‘উষ্ণতার সঙ্গে স্বাগত জানানো হবে’। দেশটির যোগদান যাতে ‘দ্রুত ও মসৃণ’ হয় তার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জানিয়েছেন, ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে ফিনল্যান্ড যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে ফ্রান্সের।
তবে রাশিয়া এ ব্যাপারে কড়া হুঁশিয়ারি দিয়েছে। মস্কো জানিয়েছে, সুইডেন ও ফিনল্যান্ড যদি ন্যাটোতে যোগ দেয়, তবে রাশিয়া সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।
একজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
২ মিনিট আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
৫ মিনিট আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
১ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
২ ঘণ্টা আগে