অনলাইন ডেস্ক
ইউক্রেনের দক্ষিণের শহর খেরসনে রুশ বাহিনীর বোমা হামলায় অন্তত ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, সারা দেশের প্রকৌশলীরা যখন শহরগুলোতে তাপ, পানি ও বিদ্যুৎব্যবস্থা পুনরুদ্ধারের চেষ্টা করছেন, তখন রুশ বাহিনীর নৃশংস হামলায় খেরসনে ১৫ জন নিহত হয়েছে। এ ছাড়া বেশ কয়েকজন আহত হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানী সময় শুক্রবার এই হামলার ঘটনা ঘটেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘রুশ বাহিনী আগে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা করেছে। সেই হামলার কারণে দেশের ৬০ লাখেরও বেশি পরিবার বিদ্যুদ্বিচ্ছিন্ন হয়ে পড়েছে।’
কিছুদিন আগে রুশ বাহিনীর হাত থেকে খেরসনকে পুনরুদ্ধার করেছে ইউক্রেন। সেই শহরে সাম্প্রতিক সময়ে আবারও ভয়াবহ বোমা হামলা করল রুশ বাহিনী।
খেরসন শহরের কর্মকর্তা গ্যালিনা লুগোভা বলেছেন, ‘শত্রুবাহিনীর গোলাগুলিতে এক শিশুসহ ১৫ জন বাসিন্দা নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে ৩৫ জন। বেশ কয়েটি ব্যক্তিগত গাড়ি ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।’
খেরসনের সামরিক প্রশাসনের প্রধান ইয়ারভস্লাভ ইয়ানুশোভিচ বলেছেন, ‘রাশিয়ার সেনারা একাধিক রকেট লঞ্চার দিয়ে একটি আবাসিক এলাকায় গুলি চালিয়েছে। এতে একটি বড় ভবনে আগুন লেগে যায়।’
গতকাল খেরসনের গভর্নর বলেছিলেন, রুশ বাহিনীর গোলাগুলির কারণে শহরের হাসপাতালগুলো থেকে এবং একটি মানসিক স্বাস্থ্য ইউনিট থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া খেরসন সিটি কাউন্সিল বলেছে, তারা বেসামরিক নাগরিকদের অন্য অঞ্চলে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলে ব্যর্থ হয়ে রুশ বাহিনী দেশটির বিদ্যুৎ স্টেশনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা করতে শুরু করেছে। সম্ভবত ইউক্রেন বাহিনীকে আত্মসমর্পণ করানোর সর্বশেষ প্রচেষ্টা এটি।
ইউক্রেনের দক্ষিণের শহর খেরসনে রুশ বাহিনীর বোমা হামলায় অন্তত ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, সারা দেশের প্রকৌশলীরা যখন শহরগুলোতে তাপ, পানি ও বিদ্যুৎব্যবস্থা পুনরুদ্ধারের চেষ্টা করছেন, তখন রুশ বাহিনীর নৃশংস হামলায় খেরসনে ১৫ জন নিহত হয়েছে। এ ছাড়া বেশ কয়েকজন আহত হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানী সময় শুক্রবার এই হামলার ঘটনা ঘটেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘রুশ বাহিনী আগে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা করেছে। সেই হামলার কারণে দেশের ৬০ লাখেরও বেশি পরিবার বিদ্যুদ্বিচ্ছিন্ন হয়ে পড়েছে।’
কিছুদিন আগে রুশ বাহিনীর হাত থেকে খেরসনকে পুনরুদ্ধার করেছে ইউক্রেন। সেই শহরে সাম্প্রতিক সময়ে আবারও ভয়াবহ বোমা হামলা করল রুশ বাহিনী।
খেরসন শহরের কর্মকর্তা গ্যালিনা লুগোভা বলেছেন, ‘শত্রুবাহিনীর গোলাগুলিতে এক শিশুসহ ১৫ জন বাসিন্দা নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে ৩৫ জন। বেশ কয়েটি ব্যক্তিগত গাড়ি ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।’
খেরসনের সামরিক প্রশাসনের প্রধান ইয়ারভস্লাভ ইয়ানুশোভিচ বলেছেন, ‘রাশিয়ার সেনারা একাধিক রকেট লঞ্চার দিয়ে একটি আবাসিক এলাকায় গুলি চালিয়েছে। এতে একটি বড় ভবনে আগুন লেগে যায়।’
গতকাল খেরসনের গভর্নর বলেছিলেন, রুশ বাহিনীর গোলাগুলির কারণে শহরের হাসপাতালগুলো থেকে এবং একটি মানসিক স্বাস্থ্য ইউনিট থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া খেরসন সিটি কাউন্সিল বলেছে, তারা বেসামরিক নাগরিকদের অন্য অঞ্চলে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলে ব্যর্থ হয়ে রুশ বাহিনী দেশটির বিদ্যুৎ স্টেশনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা করতে শুরু করেছে। সম্ভবত ইউক্রেন বাহিনীকে আত্মসমর্পণ করানোর সর্বশেষ প্রচেষ্টা এটি।
অনেকেই বইটির কাল্পনিক চরিত্র জুলিয়ান ম্যান্টেলের বাস্তব রূপ মনে করেন সিরিপান্নোকে। তবে সিরিপান্নোর জীবন শুধু গল্প নয়। তিনি বাস্তবেই ত্যাগ করেছেন, তাঁর বাবার ৫ বিলিয়ন ডলারের সাম্রাজ্য। সাদাসিধে এক আধ্যাত্মিক জীবন বেছে নিয়েছেন তিনি।
৩৬ মিনিট আগেভারতের সংবিধান দিবসের (২৬ নভেম্বর) অনুষ্ঠানে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আচরণের সমালোচনা করেছে বিজেপি। বিজেপির অভিযোগ, রাহুল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অভিবাদন না জানিয়ে অসম্মান করেছেন ও জাতীয় সংগীত চলাকালীন অমনোযোগী ছিলেন। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেবিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ ১১২ বছর বয়সে মারা গেছেন। তাঁর পরিবার এই তথ্য নিশ্চিত করেছে। বিবিসি জানিয়েছে, জন আলফ্রেড টিনিসউড সোমবার ইংল্যান্ডের সাউথপোর্ট এলাকার একটি কেয়ার হোমে মারা যান। ওই এলাকাটিতেই তিনি বসবাস করতেন।
২ ঘণ্টা আগেআন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) ধর্মীয় গুরু ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটি এরই মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত ‘অবরোধ’ করার হুমকি দিয়েছে।
৩ ঘণ্টা আগে