Ajker Patrika

প্রশ্নবিদ্ধ নির্বাচনের পর থেকেই প্রেসিডেন্টের চক্ষুশূল হন সাংবাদিক প্রোতাসেভিচ

অনলাইন ডেস্ক
আপডেট : ২৪ মে ২০২১, ১৫: ৪৮
প্রশ্নবিদ্ধ নির্বাচনের পর থেকেই প্রেসিডেন্টের চক্ষুশূল হন সাংবাদিক প্রোতাসেভিচ

ঢাকা: সাংবাদিককে আটকাতে যুদ্ধবিমান পাঠিয়ে উড়োজাহাজের যাত্রাপথ পরিবর্তন করে জরুরি অবতরণে বাধ্য করেছে বেলারুশের সরকার। রোমান প্রোতাসেভিচ নামে ওই ভিন্নমতের সাংবাদিক ও অধিকারকর্মীর সঙ্গে প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর পুরোনো বিরোধ। মূলত গত বছরের প্রশ্নবিদ্ধ নির্বাচনের পর থেকেই প্রেসিডেন্টের চক্ষুশূল হন ওই সাংবাদিক।

গতকাল রোববার গ্রিস থেকে লিথুনিয়াগামী রায়ানএয়ার এয়ারলাইনসের একটি উড়োজাহাজে ছিলেন সাংবাদিক প্রোতাসেভিচ। মিগ-২৯ যুদ্ধবিমান পাঠিয়ে উড়োজাহাজটিকে বেলারুশের মিনস্ক বিমানবন্দরে অবতরণে বাধ্য করা হয়।

এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পশ্চিমা দেশগুলো। আনুষ্ঠানিক প্রতিক্রিয়া কী হবে তা ঠিক করতে ইউরোপীয় ইউনিয়নের নেতারা আজ সোমবার বৈঠকে বসবেন। আঞ্চলিক জোটটি এই ঘটনাকে ‘ছিনতাই’ বলে অভিহিত করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর ঘটনাটিকে বলেছে ‘ন্যক্কারজনক’।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব হুঁশিয়ার করে বলেছেন, এ ধরনের ‘অপ্রত্যাশিত আচরণের’ কারণে ‘গুরুতর পরিণতি’ বরণ করতে হতে পারে।

বেলারুশের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, বোমা আতঙ্কের কারণে উড়োজাহাজটির গতিপথ ঘুরিয়ে সেটিকে মিনস্কে জরুরি অবতরণ করানো হয়।  যদিও কোনও বোমা তাতে পাওয়া যায়নি।

বেলারুশে মার্কিন রাষ্ট্রদূত জুলি ফিশার এক টুইট বার্তায় বলেছেন, সাংবাদিককে গ্রেপ্তারের জন্য লুকাশেঙ্কো বোমা থাকার গুজব ছড়িয়ে এবং যুদ্ধবিমান পাঠিয়ে ‘ন্যক্কারজনক’ কাজ করেছেন।

লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নসেদা ইউরোপীয় ইউনিয়নের কাছে আহ্বান জানিয়েছেন, বেলারুশের ওপর যেন নতুন অর্থনৈতিক অবরোধ আরোপ করা হয়। পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাভিয়েৎসি এই ঘটনাকে বলেছেন, ‘নজিরবিহীন রাষ্ট্রীয় সন্ত্রাস’। ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, এটা ‘মারাত্মক এবং বিপজ্জনক’।

গতকাল রায়ানএয়ারের এফআর ৪৯৭৮ ফ্লাইট এথেন্স থেকে ভিলোনিয়াসে যাচ্ছিল। তবে লিথুয়ানিয়ার সীমান্তের কাছে পৌঁছানোর পরপরই এটি পূর্ব দিকে ঘুরে মিনস্কের দিকে যাত্রা করে। গ্রিস এবং লিথুয়ানিয়া জানায়, উড়োজাহাজটিতে ১৭১ জন আরোহী ছিলেন। শেষমেশ নির্ধারিত সময়ের প্রায় সাত ঘণ্টা পর স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে উড়োজাহাজটি লিথুয়ানিয়ার রাজধানী ভিলোনিয়াসে অবতরণ করে।

উড়োজাহাজের এক যাত্রী সংবাদমাধ্যমকে বলেন, সাংবাদিক প্রোতাসেভিচ প্রচণ্ড ভয় পেয়েছিলেন। আমি তার চোখের দিকে তাকিয়ে ছিলাম। এটা খুবই দুঃখজনক ঘটনা।

বার্তা সংস্থা এএফপিকে মনিকা সিমকিনি নামে আরেক যাত্রী বলেন, প্রোতাসেভিচ যাত্রীদের দিকে তাকিয়ে বলেছিলেন যে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হবে।

বেলারুশের বিরোধীদলীয় নেতা সেভেৎলানা তিখানোভস্কায়া সাংবাদিক প্রোতাসেভিচের মুক্তির দাবি জানিয়েছেন। বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো গত আগস্টের নির্বাচনের পর থেকেই ভিন্নমতাবলম্বীদের নানাভাবে হয়রানি নিপীড়ন করছেন বলে অভিযোগ রয়েছে।

২৬ বছর বয়সী সাংবাদিক প্রোতাসেভিচ ২০১৯ সালে বেলারুশ ছাড়েন। গত আগস্টে দেশের বাইরে থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচনের খবর প্রকাশ করেন। আর এতেই প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর চক্ষুশূলে পরিণত হন তিনি। তাঁর বিরুদ্ধে বেলারুশে ফৌজদারি মামলা করা হয়েছে। ২০২০ সালের সেই নির্বাচন নিয়ে বিতর্ক আছে অনেক। লুকাশেঙ্কোকে জয়ী ঘোষণার প্রতিবাদে লাখ লাখ মানুষ রাজধানী মিনস্কে বিক্ষোভ করেন। সেই বিক্ষোভ কয়েকমাস চলেছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত