অনলাইন ডেস্ক
ফ্রান্সের বাজার থেকে আইফোন-১২ সিরিজের সব ফোন ফিরিয়ে নিতে নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলকে নির্দেশ দিয়েছে দেশটির সরকার। এই ফোন থেকে অতিরিক্ত মাত্রায় তড়িৎচৌম্বকীয় রেডিয়েশন ছড়ায় বলে অভিযোগ করেছে ফরাসি কর্তৃপক্ষ।
আজ বুধবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের রেডিও ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান (এএনএফআর) অ্যাপলকে এক পরামর্শে বলেছে, সফটওয়্যার আপডেট করে যদি সমস্যাটির সমাধান সম্ভব না হয়, তবে ফ্রান্সে ইতিমধ্যে বিক্রি হওয়া ১২ সিরিজের সব ফোন যেন তুলে নিয়ে যায়।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে অতীতে বলা হয়েছিল, মোবাইল ফোন থেকে বিকিরিত হওয়া রেডিয়েশন মানুষের জন্য ক্ষতিকর নয়। এ বিষয়ে সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, নিম্ন মাত্রায় তড়িৎচৌম্বকীয় বিকিরণ মানুষের জন্য ক্ষতিকর—এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।
২০২০ সালের সেপ্টেম্বরে অ্যাপলের ফ্ল্যাগশিপ ফোন আইফোন-১২ বাজারে ছাড়া হয়। এই ফোনটি এখনো বিশ্বজুড়ে বিপুল হারে বিক্রি হচ্ছে।
ফরাসি কর্তৃপক্ষের অভিযোগের বিষয়ে বিবিসিকে অ্যাপল কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, ফরাসি রেডিও নিয়ন্ত্রক সংস্থা এএনএফআর-এর রিভিউ পর্যবেক্ষণ করা হবে। কোম্পানির পক্ষ থেকে আরও বলা হয়েছে, নিজেদের ল্যাব ছাড়াও তৃতীয় পক্ষের দ্বারা যাচাই করা ফলাফল অনুযায়ী, আইফোনের ওই সিরিজটিতে নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি। এটি বিশ্বজুড়ে রেডিয়েশন মাত্রার প্রবিধানগুলোর সঙ্গে সংগতিপূর্ণ হিসাবে স্বীকৃতি পেয়েছে।
এদিকে ফ্রান্সের ডিজিটাল মন্ত্রী জিন-নোয়েল ব্যারোট ফরাসি সংবাদপত্র লে প্যারিসিয়েনকে জানিয়েছেন, ফোনটিতে বিকিরণের মাত্রা গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি হওয়ায় নতুন সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
জিন-নোয়েল বলেন, ‘অ্যাপল দুই সপ্তাহের মধ্যে প্রতিক্রিয়া জানাবে বলে আশা করা হচ্ছে। যদি তারা তা করতে ব্যর্থ হয়, তবে আমি দেশে থাকা সব আইফোন ফেরত নেওয়ার আদেশ দিতে প্রস্তুত। নিয়মটি ছোট-বড় সব কোম্পানির জন্যই প্রযোজ্য।’
ফ্রান্সের বাজার থেকে আইফোন-১২ সিরিজের সব ফোন ফিরিয়ে নিতে নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলকে নির্দেশ দিয়েছে দেশটির সরকার। এই ফোন থেকে অতিরিক্ত মাত্রায় তড়িৎচৌম্বকীয় রেডিয়েশন ছড়ায় বলে অভিযোগ করেছে ফরাসি কর্তৃপক্ষ।
আজ বুধবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের রেডিও ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান (এএনএফআর) অ্যাপলকে এক পরামর্শে বলেছে, সফটওয়্যার আপডেট করে যদি সমস্যাটির সমাধান সম্ভব না হয়, তবে ফ্রান্সে ইতিমধ্যে বিক্রি হওয়া ১২ সিরিজের সব ফোন যেন তুলে নিয়ে যায়।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে অতীতে বলা হয়েছিল, মোবাইল ফোন থেকে বিকিরিত হওয়া রেডিয়েশন মানুষের জন্য ক্ষতিকর নয়। এ বিষয়ে সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, নিম্ন মাত্রায় তড়িৎচৌম্বকীয় বিকিরণ মানুষের জন্য ক্ষতিকর—এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।
২০২০ সালের সেপ্টেম্বরে অ্যাপলের ফ্ল্যাগশিপ ফোন আইফোন-১২ বাজারে ছাড়া হয়। এই ফোনটি এখনো বিশ্বজুড়ে বিপুল হারে বিক্রি হচ্ছে।
ফরাসি কর্তৃপক্ষের অভিযোগের বিষয়ে বিবিসিকে অ্যাপল কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, ফরাসি রেডিও নিয়ন্ত্রক সংস্থা এএনএফআর-এর রিভিউ পর্যবেক্ষণ করা হবে। কোম্পানির পক্ষ থেকে আরও বলা হয়েছে, নিজেদের ল্যাব ছাড়াও তৃতীয় পক্ষের দ্বারা যাচাই করা ফলাফল অনুযায়ী, আইফোনের ওই সিরিজটিতে নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি। এটি বিশ্বজুড়ে রেডিয়েশন মাত্রার প্রবিধানগুলোর সঙ্গে সংগতিপূর্ণ হিসাবে স্বীকৃতি পেয়েছে।
এদিকে ফ্রান্সের ডিজিটাল মন্ত্রী জিন-নোয়েল ব্যারোট ফরাসি সংবাদপত্র লে প্যারিসিয়েনকে জানিয়েছেন, ফোনটিতে বিকিরণের মাত্রা গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি হওয়ায় নতুন সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
জিন-নোয়েল বলেন, ‘অ্যাপল দুই সপ্তাহের মধ্যে প্রতিক্রিয়া জানাবে বলে আশা করা হচ্ছে। যদি তারা তা করতে ব্যর্থ হয়, তবে আমি দেশে থাকা সব আইফোন ফেরত নেওয়ার আদেশ দিতে প্রস্তুত। নিয়মটি ছোট-বড় সব কোম্পানির জন্যই প্রযোজ্য।’
দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে নিন্দা জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই।
৩৯ মিনিট আগেযুক্তরাষ্ট্রের উইসকনসিনের বাসিন্দা রায়ান বর্গওয়ার্ট। সম্প্রতি এই কায়াকার নিজের ডুবে যাওয়ার নাটক সাজিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, রায়ান বর্তমানে পূর্ব ইউরোপের কোথাও জীবিত আছেন।
১ ঘণ্টা আগেগাজায় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ছয়টি মহাদেশের ১২৪টি দেশে তাঁরা আটক হতে পারেন।
১ ঘণ্টা আগেকলকাতার মেট্রোরেলে এক নারী যাত্রীকে বাংলা বাদ দিয়ে হিন্দিতে কথা বলতে জোরাজুরি করেছেন আরেক নারী। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে হিন্দিতে কথা বলতে না পারা নারীকে ‘বাংলাদেশি’ বলেও তাচ্ছিল্য করা হয়েছে।
২ ঘণ্টা আগে