অনলাইন ডেস্ক
ফ্রান্সের বাজার থেকে আইফোন-১২ সিরিজের সব ফোন ফিরিয়ে নিতে নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলকে নির্দেশ দিয়েছে দেশটির সরকার। এই ফোন থেকে অতিরিক্ত মাত্রায় তড়িৎচৌম্বকীয় রেডিয়েশন ছড়ায় বলে অভিযোগ করেছে ফরাসি কর্তৃপক্ষ।
আজ বুধবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের রেডিও ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান (এএনএফআর) অ্যাপলকে এক পরামর্শে বলেছে, সফটওয়্যার আপডেট করে যদি সমস্যাটির সমাধান সম্ভব না হয়, তবে ফ্রান্সে ইতিমধ্যে বিক্রি হওয়া ১২ সিরিজের সব ফোন যেন তুলে নিয়ে যায়।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে অতীতে বলা হয়েছিল, মোবাইল ফোন থেকে বিকিরিত হওয়া রেডিয়েশন মানুষের জন্য ক্ষতিকর নয়। এ বিষয়ে সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, নিম্ন মাত্রায় তড়িৎচৌম্বকীয় বিকিরণ মানুষের জন্য ক্ষতিকর—এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।
২০২০ সালের সেপ্টেম্বরে অ্যাপলের ফ্ল্যাগশিপ ফোন আইফোন-১২ বাজারে ছাড়া হয়। এই ফোনটি এখনো বিশ্বজুড়ে বিপুল হারে বিক্রি হচ্ছে।
ফরাসি কর্তৃপক্ষের অভিযোগের বিষয়ে বিবিসিকে অ্যাপল কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, ফরাসি রেডিও নিয়ন্ত্রক সংস্থা এএনএফআর-এর রিভিউ পর্যবেক্ষণ করা হবে। কোম্পানির পক্ষ থেকে আরও বলা হয়েছে, নিজেদের ল্যাব ছাড়াও তৃতীয় পক্ষের দ্বারা যাচাই করা ফলাফল অনুযায়ী, আইফোনের ওই সিরিজটিতে নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি। এটি বিশ্বজুড়ে রেডিয়েশন মাত্রার প্রবিধানগুলোর সঙ্গে সংগতিপূর্ণ হিসাবে স্বীকৃতি পেয়েছে।
এদিকে ফ্রান্সের ডিজিটাল মন্ত্রী জিন-নোয়েল ব্যারোট ফরাসি সংবাদপত্র লে প্যারিসিয়েনকে জানিয়েছেন, ফোনটিতে বিকিরণের মাত্রা গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি হওয়ায় নতুন সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
জিন-নোয়েল বলেন, ‘অ্যাপল দুই সপ্তাহের মধ্যে প্রতিক্রিয়া জানাবে বলে আশা করা হচ্ছে। যদি তারা তা করতে ব্যর্থ হয়, তবে আমি দেশে থাকা সব আইফোন ফেরত নেওয়ার আদেশ দিতে প্রস্তুত। নিয়মটি ছোট-বড় সব কোম্পানির জন্যই প্রযোজ্য।’
ফ্রান্সের বাজার থেকে আইফোন-১২ সিরিজের সব ফোন ফিরিয়ে নিতে নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলকে নির্দেশ দিয়েছে দেশটির সরকার। এই ফোন থেকে অতিরিক্ত মাত্রায় তড়িৎচৌম্বকীয় রেডিয়েশন ছড়ায় বলে অভিযোগ করেছে ফরাসি কর্তৃপক্ষ।
আজ বুধবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের রেডিও ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান (এএনএফআর) অ্যাপলকে এক পরামর্শে বলেছে, সফটওয়্যার আপডেট করে যদি সমস্যাটির সমাধান সম্ভব না হয়, তবে ফ্রান্সে ইতিমধ্যে বিক্রি হওয়া ১২ সিরিজের সব ফোন যেন তুলে নিয়ে যায়।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে অতীতে বলা হয়েছিল, মোবাইল ফোন থেকে বিকিরিত হওয়া রেডিয়েশন মানুষের জন্য ক্ষতিকর নয়। এ বিষয়ে সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, নিম্ন মাত্রায় তড়িৎচৌম্বকীয় বিকিরণ মানুষের জন্য ক্ষতিকর—এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।
২০২০ সালের সেপ্টেম্বরে অ্যাপলের ফ্ল্যাগশিপ ফোন আইফোন-১২ বাজারে ছাড়া হয়। এই ফোনটি এখনো বিশ্বজুড়ে বিপুল হারে বিক্রি হচ্ছে।
ফরাসি কর্তৃপক্ষের অভিযোগের বিষয়ে বিবিসিকে অ্যাপল কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, ফরাসি রেডিও নিয়ন্ত্রক সংস্থা এএনএফআর-এর রিভিউ পর্যবেক্ষণ করা হবে। কোম্পানির পক্ষ থেকে আরও বলা হয়েছে, নিজেদের ল্যাব ছাড়াও তৃতীয় পক্ষের দ্বারা যাচাই করা ফলাফল অনুযায়ী, আইফোনের ওই সিরিজটিতে নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি। এটি বিশ্বজুড়ে রেডিয়েশন মাত্রার প্রবিধানগুলোর সঙ্গে সংগতিপূর্ণ হিসাবে স্বীকৃতি পেয়েছে।
এদিকে ফ্রান্সের ডিজিটাল মন্ত্রী জিন-নোয়েল ব্যারোট ফরাসি সংবাদপত্র লে প্যারিসিয়েনকে জানিয়েছেন, ফোনটিতে বিকিরণের মাত্রা গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি হওয়ায় নতুন সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
জিন-নোয়েল বলেন, ‘অ্যাপল দুই সপ্তাহের মধ্যে প্রতিক্রিয়া জানাবে বলে আশা করা হচ্ছে। যদি তারা তা করতে ব্যর্থ হয়, তবে আমি দেশে থাকা সব আইফোন ফেরত নেওয়ার আদেশ দিতে প্রস্তুত। নিয়মটি ছোট-বড় সব কোম্পানির জন্যই প্রযোজ্য।’
স্থানীয় সময় গতকাল বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বেশ খোলামেলাভাবেই এ হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি লিখেন, ‘শালোম হামাস—শালোমের অর্থ শান্তি অথবা বিদায়—দুটোই হতে পারে। তোমরা (হামাস) কোনটি...
২ মিনিট আগেইউক্রেনে গোয়েন্দা সহায়তা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টার জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা সুস্পষ্ট কারণেই কখনো বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি বা হবেও না। তবে বেশির ভাগ বিশ্লেষক...
৩২ মিনিট আগে১৯৯৮ সালের ৩ এপ্রিল ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া প্যারিস তাঁর ভাইদের সঙ্গে ছয় বছর বয়স পর্যন্ত হোম স্কুলিং করেছেন। মাইকেল তাঁর সন্তানদের ব্যক্তিগত জীবন রক্ষা করতে খুব সচেতন ছিলেন। তাই তিনি প্রায় সময়ই ক্যামেরার সামনে পড়ে গেলে সন্তানদের লুকিয়ে ফেলতেন কিংবা মুখ ঢেকে দিতেন।
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের বৈদেশিক সহায়তা স্থগিতের আবেদন নাকচ করে দিয়েছেন। গত মাসে ট্রাম্প প্রশাসনকে বৈদেশিক সহায়তা চালু রাখার জন্য সাময়িক অনুমতি দিতে নির্দেশ দিয়েছিলেন মার্কিন জেলা জজ আমির আলী। এর বিপরীতে করা ট্রাম্প প্রশাসনের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান...
১০ ঘণ্টা আগে