অনলাইন ডেস্ক
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর পদে পরিবর্তন আনছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বর্তমান প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর জায়গা নেবে অর্থনীতিবিদ আন্দ্রেই বেলোসভ। এক যুগ পর পুতিন রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ে একজন বেসামরিক ব্যক্তিত্বকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিসেবে সের্গেই শোইগুর জায়গায় আন্দ্রেই বেলোসভের নাম প্রস্তাব করেন। তবে বিষয়টি এখনো রুশ পার্লামেন্টের অনুমোদন পায়নি। তবে এই বিষয়টি কেবলই আনুষ্ঠানিকতা মাত্র। বেলোসভ এর আগে পুতিনের মন্ত্রিসভায় অর্থনীতিবিষয়ক উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, ২০১২ সাল থেকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা সের্গেই শোইগু দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা পরিষদের বর্তমান সচিব নিকোলাই পাত্রুশেভকে নতুন দায়িত্ব দেওয়া হবে। তবে পাত্রুশেভ কোন দায়িত্ব পাবেন তা এখনো নিশ্চিত নয়।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এ ধরনের পরিবর্তন জরুরি। কারণ, রাশিয়ার বর্তমান অর্থনীতি ১৯৮০-এর দশকের সোভিয়েত ইউনিয়নের অর্থনীতির মতো পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। যখন, রুশ সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী দেশটির মোট জিডিপির ৭ দশমিক ৪ শতাংশ খেয়ে ফেলত।
পেসকভ বলছেন, দেশের সামরিক বাজেটের সঙ্গে জাতীয় ব্যয়ের সামঞ্জস্য বজায় রাখা এবং দেশের সামগ্রিক অর্থনীতিকে আরও ভালোভাবে সংহত করার বিষয়টি নিশ্চিত করতেই পুতিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে একজন বেসামরিক অর্থনীতিবিদকে নিযুক্ত করার প্রস্তাব দিয়েছেন। বেলোসভের প্রশংসা করে পেসকভ বলেন, ‘যিনি অনেক বেশি উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন তিনিই যুদ্ধক্ষেত্রে বিজয়ী হবেন।’
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর পদে পরিবর্তন আনছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বর্তমান প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর জায়গা নেবে অর্থনীতিবিদ আন্দ্রেই বেলোসভ। এক যুগ পর পুতিন রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ে একজন বেসামরিক ব্যক্তিত্বকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিসেবে সের্গেই শোইগুর জায়গায় আন্দ্রেই বেলোসভের নাম প্রস্তাব করেন। তবে বিষয়টি এখনো রুশ পার্লামেন্টের অনুমোদন পায়নি। তবে এই বিষয়টি কেবলই আনুষ্ঠানিকতা মাত্র। বেলোসভ এর আগে পুতিনের মন্ত্রিসভায় অর্থনীতিবিষয়ক উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, ২০১২ সাল থেকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা সের্গেই শোইগু দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা পরিষদের বর্তমান সচিব নিকোলাই পাত্রুশেভকে নতুন দায়িত্ব দেওয়া হবে। তবে পাত্রুশেভ কোন দায়িত্ব পাবেন তা এখনো নিশ্চিত নয়।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এ ধরনের পরিবর্তন জরুরি। কারণ, রাশিয়ার বর্তমান অর্থনীতি ১৯৮০-এর দশকের সোভিয়েত ইউনিয়নের অর্থনীতির মতো পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। যখন, রুশ সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী দেশটির মোট জিডিপির ৭ দশমিক ৪ শতাংশ খেয়ে ফেলত।
পেসকভ বলছেন, দেশের সামরিক বাজেটের সঙ্গে জাতীয় ব্যয়ের সামঞ্জস্য বজায় রাখা এবং দেশের সামগ্রিক অর্থনীতিকে আরও ভালোভাবে সংহত করার বিষয়টি নিশ্চিত করতেই পুতিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে একজন বেসামরিক অর্থনীতিবিদকে নিযুক্ত করার প্রস্তাব দিয়েছেন। বেলোসভের প্রশংসা করে পেসকভ বলেন, ‘যিনি অনেক বেশি উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন তিনিই যুদ্ধক্ষেত্রে বিজয়ী হবেন।’
আফগানিস্তানে মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে কাজ করা এক অধিকারকর্মীকে গ্রেপ্তার করেছে তালেবান বাহিনী। পরিবারের বরাত দিয়ে আজ সোমবার যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, ২৫ বছর বয়সী ওয়াজির খানকে গত ২৪ ফেব্রুয়ারি রাজধানী কাবুলের বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়।
১ ঘণ্টা আগেনগ্নতাকে উদ্যাপন করতেও শৃঙ্খলা প্রয়োজন। তাই নগ্ন সৈকতে অনুপযুক্ত আচরণ রোধে নতুন আইন চালু করেছে জার্মানির রস্টক শহর। এখন থেকে এই শহরের নগ্ন সৈকতে পোশাক পরা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তিদের নিষিদ্ধ করা হবে।
২ ঘণ্টা আগেইউক্রেনকে এই সময়ের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে আখ্যায়িত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বাংলাদেশের সময় আজ রাত সাড়ে ৯টার দিকে ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে এমন বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ইউক্রেন আমাদের সময়ের সবচেয়ে বড় পরীক্ষা।’
২ ঘণ্টা আগেক্রিপটো রিজার্ভ গঠন করবে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর ক্রিপটোকারেন্সির বাজারে বড় ধরনের উত্থান দেখা গেছে। মার্কিন ক্রিপটো রিজার্ভের প্রথম ধাপে পাঁচটি ডিজিটাল টোকেন অন্তর্ভুক্ত করা হয়েছে।
৪ ঘণ্টা আগে