Ajker Patrika

সুইডেনের ন্যাটোয় অন্তর্ভুক্তিতে সবুজ সংকেত তুরস্কের

ডয়চে ভেলে
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৫: ১৬
সুইডেনের ন্যাটোয় অন্তর্ভুক্তিতে সবুজ সংকেত তুরস্কের

দীর্ঘ টানাপড়েনের পর সুইডেনের ন্যাটোতে অন্তর্ভুক্তিতে সমর্থন দেওয়ার পথে রয়েছে তুরস্ক। গতকাল মঙ্গলবার দেশটির পার্লামেন্টে ফরেন অ্যাফেয়ার্স কমিশন বা পররাষ্ট্রবিষয়ক কমিশন অভূতপূর্ব সিদ্ধান্তটি নিয়েছে। 

সুইডেনের ন্যাটোতে অন্তর্ভুক্তি নিয়ে তুরস্কের আপত্তির ১৯ মাস পর এই সবুজ সংকেত এলো। এখন পার্লামেন্ট চূড়ান্ত ছাড়পত্র দিলেই সুইডেনের ন্যাটোয় যোগদান সম্ভব হবে।

সুইডেনের ন্যাটোয় যোগদান নিয়ে দীর্ঘদিন টানাপড়েন চলছে। ন্যাটোর অন্য প্রতিনিধি দেশগুলো সুইডেনকে ছাড়পত্র দিলেও তুরস্ক দিতে রাজি হচ্ছিল না। তুরস্কের অভিযোগ ছিল, সুইডেন কুর্দ সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেয়। তাদের সমর্থন করে। ন্যাটো কুর্দ যোদ্ধাদের গোষ্ঠীকে সন্ত্রাসী বললেও সুইডেন নিজের দেশে তাদের সন্ত্রাসী বলে মনে করে না।

এখানেই শেষ নয়। এরই মধ্যে সুইডেনে একাধিকবার পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। তুরস্ক তার তীব্র নিন্দা করেছে। এ দুই বিষয় নিয়ে তুরস্ক সুইডেনের অন্তর্ভুক্তি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে বারবার। ন্যাটো অবশ্য তুরস্কের সঙ্গে লাগাতার আলোচনা চালিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত তুরস্কের পার্লামেন্ট কমিশন সবুজ সংকেত দিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত