অনলাইন ডেস্ক
বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো মাঙ্কিপক্স বিষয়ে এক জরুরি সভা ডেকেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু। শুক্রবার নতুন করে ছড়িয়ে পড়া এই রোগে ইউরোপের বিভিন্ন দেশে আক্রান্তের সংখ্যা ১ শতাধিক ছাড়িয়ে যাওয়ায় এ বিষয়ে সিদ্ধান্ত নিতেই এই বৈঠক ডাকা হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কমিটি প্রতিষ্ঠানটির সংক্রামক মহামারি ও সম্ভাব্য মহামারি বিষয়ক কৌশলগত ও প্রযুক্তিগত উপদেষ্টা দলের সঙ্গে বৈঠকে বসবে। এই উপদেষ্টা দলের কাজ হলো—বিশ্ব স্বাস্থ্যের জন্য কোনো বিষয়টি ঝুঁকি সৃষ্টি করতে পারে তা নিরূপণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সচেতন করা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানীদের ধারণা এই ভাইরাল রোগটি করোনাভাইরাসের মতো অতটা ভয়াবহভাবে ছড়াবে না। এবং এই রোগের ভাইরাসটি করোনাভাইরাসের মতো ততটা প্রাণঘাতীও নয়।
এদিকে, নতুন করে ছড়িয়ে পড়া এই ভাইরাসটি প্রথম যুক্তরাষ্ট্রে শনাক্ত হয়। পরে তা কানাডা, যুক্তরাজ্য, স্পেন ও পর্তুগালেও ধরা পড়ে। সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছে জার্মানি, ইতালি এবং অস্ট্রেলিয়া।
জার্মানির আর্মড ফোর্স মেডিকেল সার্ভিস শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাজ্য, স্পেন এবং পর্তুগালে বেশ কয়েকজন এই ভাইরাসে আক্রান্ত হওয়ার নিশ্চিত খবর পাওয়া গেছে।
১৯৭০ সালে প্রথম শনাক্ত হওয়া এই ভাইরাস বাহিত রোগের নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই। তবে, বিভিন্ন গবেষণা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সাধারণ গুটিবসন্তে যে টিকা ব্যবহার করা হয় সেই টিকা মাঙ্কিপক্সের চিকিৎসায় প্রায় ৮৫ ভাগ কার্যকর।
বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো মাঙ্কিপক্স বিষয়ে এক জরুরি সভা ডেকেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু। শুক্রবার নতুন করে ছড়িয়ে পড়া এই রোগে ইউরোপের বিভিন্ন দেশে আক্রান্তের সংখ্যা ১ শতাধিক ছাড়িয়ে যাওয়ায় এ বিষয়ে সিদ্ধান্ত নিতেই এই বৈঠক ডাকা হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কমিটি প্রতিষ্ঠানটির সংক্রামক মহামারি ও সম্ভাব্য মহামারি বিষয়ক কৌশলগত ও প্রযুক্তিগত উপদেষ্টা দলের সঙ্গে বৈঠকে বসবে। এই উপদেষ্টা দলের কাজ হলো—বিশ্ব স্বাস্থ্যের জন্য কোনো বিষয়টি ঝুঁকি সৃষ্টি করতে পারে তা নিরূপণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সচেতন করা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানীদের ধারণা এই ভাইরাল রোগটি করোনাভাইরাসের মতো অতটা ভয়াবহভাবে ছড়াবে না। এবং এই রোগের ভাইরাসটি করোনাভাইরাসের মতো ততটা প্রাণঘাতীও নয়।
এদিকে, নতুন করে ছড়িয়ে পড়া এই ভাইরাসটি প্রথম যুক্তরাষ্ট্রে শনাক্ত হয়। পরে তা কানাডা, যুক্তরাজ্য, স্পেন ও পর্তুগালেও ধরা পড়ে। সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছে জার্মানি, ইতালি এবং অস্ট্রেলিয়া।
জার্মানির আর্মড ফোর্স মেডিকেল সার্ভিস শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাজ্য, স্পেন এবং পর্তুগালে বেশ কয়েকজন এই ভাইরাসে আক্রান্ত হওয়ার নিশ্চিত খবর পাওয়া গেছে।
১৯৭০ সালে প্রথম শনাক্ত হওয়া এই ভাইরাস বাহিত রোগের নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই। তবে, বিভিন্ন গবেষণা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সাধারণ গুটিবসন্তে যে টিকা ব্যবহার করা হয় সেই টিকা মাঙ্কিপক্সের চিকিৎসায় প্রায় ৮৫ ভাগ কার্যকর।
একজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
৩ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
৩ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
৩ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
৪ ঘণ্টা আগে