রাশিয়ার রাজধানী মস্কোয় ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা

অনলাইন ডেস্ক    
আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১৬: ৫৪
Thumbnail image
ইউক্রেনের একটি ড্রোন। ছবি: ইউক্রেনের সশস্ত্রবাহিনী

রাশিয়ার রাজধানী মস্কোয় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলায় অন্তত ৩৪টি ড্রোন ব্যবহার করা হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেন আক্রমণের পর মস্কোয় এটিই সবচেয়ে বড় হামলা কিয়েভের। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভের এই হামলার কারণে মস্কোর তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে অনেকগুলো ফ্লাইট অন্যান্য বিমানবন্দরে পাঠানো হয়। এ ছাড়া এই হামলায় অন্তত একজন আহত হয়েছেন। তবে কিয়েভের এই ব্যাপক ড্রোন হামলায় আর কোনো ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি রুশ কর্তৃপক্ষ।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ ছাড়া রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেশের পশ্চিমাঞ্চলে তিন ঘণ্টায় আরও ৩৬টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘রাশিয়ান ফেডারেশনের ভূখণ্ডে বিমানের মতো ড্রোন ব্যবহার করে সন্ত্রাসী হামলা চালানোর জন্য কিয়েভ রেজিমের একটি প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।’

রাশিয়ার ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি জানিয়েছে, দোমোদেদোভো, শেরেমেতিয়েভো এবং ঝুকোভস্কি বিমানবন্দরগুলোতে অন্তত ৩৬টি ফ্লাইটের গন্তব্য পরিবর্তন করা হয়েছে। তবে পরে বিমানবন্দরগুলো আবার কার্যক্রম শুরু করেছে। এ ছাড়া মস্কোয় একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে, রাশিয়া ইউক্রেনে এক রাতে রেকর্ড ১৪৫টি ড্রোন দিয়ে কিয়েভে হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। ইউক্রেনের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী এর মধ্যে ৬২টি ড্রোন ভূপাতিত করেছে। ইউক্রেন আরও জানিয়েছে, তারা রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলের একটি অস্ত্রাগারে আক্রমণ চালিয়েছে। এই হামলায় ইউক্রেনের ব্যবহৃত ১৪টি ড্রোন ধ্বংস করার কথা জানিয়েছে রাশিয়া।

এদিকে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর প্রস্তাব অনুসারে, রাশিয়া ওই ইউক্রেনের সেনাদের মধ্যে একটি ৮০০ মাইল দীর্ঘ বাফার জোন প্রতিষ্ঠা করা হবে। এই বাফার জোন প্রতিষ্ঠা করবে ইউরোপীয় ও ব্রিটেনের সেনারা।

ট্রাম্পের এই প্রস্তাব এমন একসময়ে সামনে এল, যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, ইউরোপকে রক্ষা করতে গিয়ে রাশিয়াকে তুষ্ট করার চেষ্টা আত্মহত্যার নামান্তর হবে। এই মন্তব্যের মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি মূলত রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তির সম্ভাবনা কঠোরভাবে নাকচ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত