১ হাজার কিলোমিটার একাই পাড়ি দিল ইউক্রেনের এক বালক

অনলাইন ডেস্ক
Thumbnail image

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে তুমুল যুদ্ধের দিনে ১১ বছর বয়সী এক ইউক্রেনের বালক একা একাই প্রাণভয়ে ১ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে পাশের দেশ স্লোভাকিয়ায় পৌঁছে গেছে। সে যখন সীমান্তে পৌঁছায় তখন স্লোভাকিয়ার সীমান্তরক্ষীরা দেখেন, তার কাছে আছে শুধু একটি প্লাসিটের ব্যাগ, তার মায়ের নোট খাতা আর হাতে লেখা একটি টেলিফোন নম্বর। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি আজ সোমবার এক প্রতিবেদনে এসব জানিয়েছে। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এগারো বছর বয়সী ওই বালক ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়া থেকে স্লোভাকিয়ায় গেছে। গত সপ্তাহে রুশ বাহিনী ব্যাপক গোলাগুলির পর এখানকার একটি বিদ্যুৎকেন্দ্রের দখল নেয়। জাপোরিঝিয়া আতঙ্কপুরীতে পরিণত হয়। তখন প্রাণভয়ে সে পালাতে থাকে। তার সঙ্গে তার মা বাবা ছিল না, কারণ অসুস্থ আত্মীয়ের যত্ন নেওয়ার জন্য তাদের ইউক্রেনে থেকে যেতে হয়েছে। 

এনডিটিভি আরও জানিয়েছে, ছেলেটির মা তাকে তার আত্মীয়দের খোঁজার জন্য স্লোভাকিয়াগামী একটি ট্রেনে উঠিয়ে দিয়েছিলেন। তার কাছে একটি প্লাস্টিকের ব্যাগ, একটি পাসপোর্ট এবং একটি ভাঁজ করা চিরকুট ছিল। 

এদিকে এক ফেসবুক পোস্টে স্লোভাকিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত রাতের সবচেয়ে বড় নায়ক সে। তার হাসি, নির্ভীকতা এবং দৃঢ়তা একজন সত্যিকারের নায়কের মতো। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ছেলেটির কাছে থাকা ফোন নম্বর ও চিরকুটের লেখা থেকে তার আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিসলাভায় থাকে। আত্মীয়দের কাছে ছেলেটিকে ইতিমধ্যেই হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত