টিকা নিয়েও করোনায় আক্রান্ত ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২১, ১৯: ৩৬

টিকা নিয়েও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। গতকাল শুক্রবার তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ করোনার খুব হালকা উপসর্গে ভুগছেন।

গত জুনে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পান সাজিদ জাভিদ।

গতকাল শুক্রবার যুক্তরাজ্যে একদিনে ৫০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত জানুয়ারির পর গতকাল শনিবারই আবারও যুক্তরাজ্যে ৫০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হলো।

টুইটারে একটি ভিডিও পোস্ট করে জাভিদ বলেন, আমি এখন বাসায় সেলফ আইসোলেশনে আছি। গতরাতে আমার কিছুটা খারাপ লাগছিল। আমি কৃতজ্ঞ যে আমি টিকার দুটি ডোজ পেয়েছি। এখন পর্যন্ত আমার উপসর্গ খুব হালকা।

ওই ভিডিওতে যুক্তরাজ্যের জনগণকে করোনার টিকা নেওয়া আহ্বানও জানিয়েছেন সাজিদ জাভিদ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ৩৫ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত