দুই শতাধিক ক্ষেপণাস্ত্র-ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া: জেলেনস্কি

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ১৭: ৩০
আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ১৭: ৫৯

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়া তাঁর দেশে অন্তত দুই শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে। তাঁর দাবি অনুসারে, ইউরোপীয় দেশগুলোর সীমান্তসংলগ্ন ইউক্রেনের পশ্চিমাঞ্চলে এই হামলা চালিয়েছে রাশিয়া। এ সময় তিনি, রাশিয়ার ড্রোন-ক্ষেপণাস্ত্র নামানোর জন্য ইউরোপীয় দেশগুলোর সহায়তা চেয়েছেন। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে, আজ সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট এই দাবি করেন। তিনি বলেন, রাশিয়া ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দেশটি আজ অন্তত ১০০টির বেশি ক্ষেপণাস্ত্র ও প্রায় ১০০টি ড্রোনসহ ইউক্রেনে আঘাত হানে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে ইউক্রেনের পশ্চিমাঞ্চলের কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। যেগুলো ইউরোপের দেশগুলোর সীমান্তবর্তী। 

সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে শেয়ার করা এক পোস্টে জেলেনস্কি বলেন, ‘আমাদের ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ইউরোপীয় প্রতিবেশীরা যদি আমাদের এফ-১৬ যুদ্ধবিমান ও আমাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সঙ্গে একযোগে কাজ করত, তবে আমরা সাধারণ মানুষের জীবন রক্ষায় আরও অনেক কিছু করতে পারতাম।’ 

ইউক্রেনের প্রেসিডেন্ট তাঁর এক্স পোস্টে লিখেন, ‘যদিও এ ধরনের ঐক্য মধ্যপ্রাচ্যে খুব ভালোভাবে কাজ করে থাকে, তবে ইউরোপেও এটি কাজ করা উচিত। জীবনের মূল্য সর্বত্র একই।’ মূলত তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে ইসরায়েলের ওপর ইরানি হামলা প্রতিরোধে দেওয়া সাহায্যের কথা ইঙ্গিত করেছেন। 

জেলেনস্কি তাঁর পোস্টে আবারও ইউক্রেনের মিত্রদের দূরপাল্লার অস্ত্রের ব্যবহারে বিধিনিষেধ প্রত্যাহার করার আহ্বান জানান। জেলেনস্কি যোগ করেন, ‘আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং অন্য অংশীদারদের সন্ত্রাস বন্ধ করতে আমাদের সাহায্য করার সক্ষমতা আছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত