অনলাইন ডেস্ক
ইউক্রেনের কাছ থেকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত অঞ্চলে ৮০ হাজারেরও বেশি রুশ পাসপোর্ট ইস্যু করেছে মস্কো। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার মস্কো বিষয়টি নিশ্চিত করেছে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রাশিয়ার মাইগ্রেশন বিষয়ক কর্মকর্তা রুশ সংবাদমাধ্যমগুলোকে বলেছেন, ‘ওই চারটি এলাকাকে রাশিয়ান ফেডারেশনের সঙ্গে যুক্ত করার পর থেকে এখন পর্যন্ত সেখানকার প্রশাসনের দেওয়া তথ্যানুসারে ৮০ হাজারেরও বেশি মানুষকে রুশ নাগরিকত্ব দেওয়া হয়েছে।’
এর আগে, চলতি বছরের সেপ্টেম্বরে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে দখল করে নেওয়া চারটি অঞ্চলে—দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া এবং খেরসন—গণভোটের আয়োজন করে। গণভোটের মাধ্যমে ওই অঞ্চলগুলোকে রাশিয়ার সঙ্গে যুক্ত করে নেওয়া হয়। পরে অক্টোবরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিকভাবে ওই সব অঞ্চলকে রাশিয়ান ফেডারেশনের অংশ বলে ঘোষণা করেন। তবে ইউক্রেন, পশ্চিমা বিশ্বের দেশগুলো এবং জাতিসংঘ রাশিয়ার এই উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছে।
ইউক্রেনে একদিনে আবারও ৭০ টির মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় আজ বুধবার ইউক্রেনজুড়ে বিভিন্ন শহরে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ফলে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা তিনটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রই এখনো জাতীয় বিদ্যুৎ গ্রিড থেকে বিচ্ছিন্ন রয়ে গেছে। দেশটিতে বিদ্যুৎ এবং পানি সরবরাহ ব্যবস্থা ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়েছে।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে—ইউক্রেনের সশস্ত্রবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছে, রাশিয়া আজ বুধবার ইউক্রেনজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় ৭০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যার ফলে দেশব্যাপী বিদ্যুৎ ও পানি সরবরাহ বিঘ্নিত হয়েছে
ইউক্রেনের কাছ থেকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত অঞ্চলে ৮০ হাজারেরও বেশি রুশ পাসপোর্ট ইস্যু করেছে মস্কো। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার মস্কো বিষয়টি নিশ্চিত করেছে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রাশিয়ার মাইগ্রেশন বিষয়ক কর্মকর্তা রুশ সংবাদমাধ্যমগুলোকে বলেছেন, ‘ওই চারটি এলাকাকে রাশিয়ান ফেডারেশনের সঙ্গে যুক্ত করার পর থেকে এখন পর্যন্ত সেখানকার প্রশাসনের দেওয়া তথ্যানুসারে ৮০ হাজারেরও বেশি মানুষকে রুশ নাগরিকত্ব দেওয়া হয়েছে।’
এর আগে, চলতি বছরের সেপ্টেম্বরে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে দখল করে নেওয়া চারটি অঞ্চলে—দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া এবং খেরসন—গণভোটের আয়োজন করে। গণভোটের মাধ্যমে ওই অঞ্চলগুলোকে রাশিয়ার সঙ্গে যুক্ত করে নেওয়া হয়। পরে অক্টোবরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিকভাবে ওই সব অঞ্চলকে রাশিয়ান ফেডারেশনের অংশ বলে ঘোষণা করেন। তবে ইউক্রেন, পশ্চিমা বিশ্বের দেশগুলো এবং জাতিসংঘ রাশিয়ার এই উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছে।
ইউক্রেনে একদিনে আবারও ৭০ টির মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় আজ বুধবার ইউক্রেনজুড়ে বিভিন্ন শহরে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ফলে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা তিনটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রই এখনো জাতীয় বিদ্যুৎ গ্রিড থেকে বিচ্ছিন্ন রয়ে গেছে। দেশটিতে বিদ্যুৎ এবং পানি সরবরাহ ব্যবস্থা ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়েছে।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে—ইউক্রেনের সশস্ত্রবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছে, রাশিয়া আজ বুধবার ইউক্রেনজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় ৭০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যার ফলে দেশব্যাপী বিদ্যুৎ ও পানি সরবরাহ বিঘ্নিত হয়েছে
বিশ্বে বর্তমানে ৩ হাজার ৩২৩ জন বিলিয়নিয়ার রয়েছেন। এদের মধ্যে ১৩ শতাংশ বা ৪৩১ জন হলেন নারী বিলিয়নিয়ার। সোমবার ‘আলট্রাটা বিলিয়নিয়ার পরিসংখ্যানের’ তথ্য দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি বলেছে, ধীরে ধীরে নারীরা বৈশ্বিক সম্পদের বড় অংশীদার হয়ে উঠছেন।
১৩ মিনিট আগেভারতের জামিয়া মিলিয়া ইসলামিয়া (জেএমআই) বিশ্ববিদ্যালয়ে অমুসলিম শিক্ষার্থীদের বিরুদ্ধে ধর্মান্তরকরণের অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। তবে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকেরা অভিযোগ করেছেন, হিন্দুত্ববাদী সংগঠনগুলো পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করতে চক্রান্ত করছে।
১ ঘণ্টা আগেতুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা করেছেন এক ব্যক্তি। তাদের হত্যা শেষে নিজেও আত্মহত্যা করেছেন। গতকাল রোববার (২৪ নভেম্বর) ইস্তাম্বুলের কাছের একটি এলাকায় এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৪৫ বছর আগে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন ১৭ বছর বয়সী এসথার গনজালেস। একটি ডিএনএ পরীক্ষার সূত্র ধরে, দীর্ঘ বছর পর এবার সেই মামলার সমাধান হয়েছে। পরিবারের জন্য এই সমাধান একদিকে যেমন স্বস্তি এনে দিয়েছে, অন্যদিকে তা গভীর বেদনার কারণ হয়েছে।
২ ঘণ্টা আগে