অনলাইন ডেস্ক
কিয়েভ যদি রাশিয়ার সঙ্গে চলমান সংকট নিরসনে রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শন করে তবে আগামীকালের মধ্যেই সংকট শেষ হয়ে যাবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ স্থানীয় সময় আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আনাদলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ক্রেমলিনের পেশকভ বলেছেন, ‘কিয়েভ তার প্রতি রাজনৈতিক সদিচ্ছা দেখালেই ইউক্রেনের সংঘাত আগামীকালের মধ্যেই শেষ হতে পারে।’ পেশকভ আরও বলেছেন, ‘এ ক্ষেত্রে আপনি এখানে আলোচনা চালাতে থাকবেন যতক্ষণ পর্যন্ত এই সংকট শেষ না হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানেন কখন এই সংকট শেষ হতে পারে এবং যদি তার ইচ্ছা থাকে তবে এটি আগামীকালও শেষ হতে পারে।’
পেশকভ জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন হেবেস্ট্রেইটের মন্তব্যেরও সমালোচনা করেছেন। হেবস্ট্রেইট রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের আক্রমণের পক্ষে উকালতি করেছিলেন। জার্মান সরকারের বিবৃতির সমালোচনা করে পেশকভ বলেন, ‘এ ধরনের বিবৃতি অবশ্যই নতুন আক্রমণের জন্য কিয়েভকে উৎসাহিত করবে।’ তিনি আরও বলেছেন, ‘অবশ্যই এ ধরনের বিবৃতি আসলে এই কঠিন সময়কে আরও দীর্ঘায়িত করে এবং তা কোনোভাবেই সমস্যার সমাধানে অবদান রাখে না।’
তবে এর আগে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ইউক্রেন যুদ্ধ আরও দীর্ঘায়িত হতে পারে। তবে ইউক্রেন যুদ্ধ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন করে অতিরিক্ত সৈন্য মোতায়েনের দরকার নেই। স্থানীয় সময় আজ বুধবার রাশিয়ার মানবাধিকার কাউন্সিলের বার্ষিক অধিবেশনে এই কথা বলেছেন।
পুতিন বলেন, ‘বিশেষ সামরিক অভিযানের সময়কাল হিসেবে একটু দীর্ঘ সময় ভালো অবশ্যই এবং ইউক্রেনে চলমান বিশেষ অভিযান আরও দীর্ঘ হতে পারে।’ একই সঙ্গে তিনি বলেছেন, গত সেপ্টেম্বর ও অক্টোবরজুড়ে ইউক্রেনে অতিরিক্ত ৩ লাখ সেনা মোতায়েন শুরু করার পর এই মুহূর্তে নতুন করে সেনা মোতায়েনের কোনো মানেই হয় না।
কিয়েভ যদি রাশিয়ার সঙ্গে চলমান সংকট নিরসনে রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শন করে তবে আগামীকালের মধ্যেই সংকট শেষ হয়ে যাবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ স্থানীয় সময় আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আনাদলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ক্রেমলিনের পেশকভ বলেছেন, ‘কিয়েভ তার প্রতি রাজনৈতিক সদিচ্ছা দেখালেই ইউক্রেনের সংঘাত আগামীকালের মধ্যেই শেষ হতে পারে।’ পেশকভ আরও বলেছেন, ‘এ ক্ষেত্রে আপনি এখানে আলোচনা চালাতে থাকবেন যতক্ষণ পর্যন্ত এই সংকট শেষ না হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানেন কখন এই সংকট শেষ হতে পারে এবং যদি তার ইচ্ছা থাকে তবে এটি আগামীকালও শেষ হতে পারে।’
পেশকভ জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন হেবেস্ট্রেইটের মন্তব্যেরও সমালোচনা করেছেন। হেবস্ট্রেইট রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের আক্রমণের পক্ষে উকালতি করেছিলেন। জার্মান সরকারের বিবৃতির সমালোচনা করে পেশকভ বলেন, ‘এ ধরনের বিবৃতি অবশ্যই নতুন আক্রমণের জন্য কিয়েভকে উৎসাহিত করবে।’ তিনি আরও বলেছেন, ‘অবশ্যই এ ধরনের বিবৃতি আসলে এই কঠিন সময়কে আরও দীর্ঘায়িত করে এবং তা কোনোভাবেই সমস্যার সমাধানে অবদান রাখে না।’
তবে এর আগে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ইউক্রেন যুদ্ধ আরও দীর্ঘায়িত হতে পারে। তবে ইউক্রেন যুদ্ধ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন করে অতিরিক্ত সৈন্য মোতায়েনের দরকার নেই। স্থানীয় সময় আজ বুধবার রাশিয়ার মানবাধিকার কাউন্সিলের বার্ষিক অধিবেশনে এই কথা বলেছেন।
পুতিন বলেন, ‘বিশেষ সামরিক অভিযানের সময়কাল হিসেবে একটু দীর্ঘ সময় ভালো অবশ্যই এবং ইউক্রেনে চলমান বিশেষ অভিযান আরও দীর্ঘ হতে পারে।’ একই সঙ্গে তিনি বলেছেন, গত সেপ্টেম্বর ও অক্টোবরজুড়ে ইউক্রেনে অতিরিক্ত ৩ লাখ সেনা মোতায়েন শুরু করার পর এই মুহূর্তে নতুন করে সেনা মোতায়েনের কোনো মানেই হয় না।
পাকিস্তানের ফেডারেল রাজধানী ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকেরা রাজধানীতে পৌঁছে বিক্ষোভ করতে পারে
৩৫ মিনিট আগেদুর্বৃত্তরা শ্রীনগর হাইওয়েতে একটি গাড়ি রেঞ্জারস সদস্যদের ওপর উঠিয়ে দিলে চার সদস্য নিহত হন এবং আরও পাঁচ রেঞ্জারস ও দুই পুলিশ কর্মকর্তা আহত হন। তবে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, এ হামলায় এখন পর্যন্ত ৪ রেঞ্জারস এবং দুই পুলিশ কর্মকর্তার প্রাণ গেছে। এ ছাড়া ১০০-এর বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন।
১ ঘণ্টা আগেপাকিস্তানের ফেডারেল রাজধানী ইসলামাবাদের খুব কাছাকাছি পৌঁছে গেছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) নেতা-কর্মী ও সমর্থকেরা। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই বিক্ষোভকারীরা গতকাল সোমবার রাতে ইসলামাবাদ টোল প্লাজা
১ ঘণ্টা আগেওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ এক বিবৃতিতে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের তরফ থেকে চীনের ওপর শুল্ক আরোপের বিষয়ে চীনের মত হলো—চীন-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা পারস্পরিকভাবে উপকারী।
২ ঘণ্টা আগে