Ajker Patrika

ট্রাম্প-পুতিনের ফোনালাপের প্রতিবেদন সর্বৈব মিথ্যা ও গালগল্প: ক্রেমলিন

অনলাইন ডেস্ক    
ট্রাম্প-পুতিনের ফোনালাপের প্রতিবেদনকে গালগল্প বলে উড়িয়ে দিয়েছে ক্রেমলিন। ছবি: সংগৃহীত
ট্রাম্প-পুতিনের ফোনালাপের প্রতিবেদনকে গালগল্প বলে উড়িয়ে দিয়েছে ক্রেমলিন। ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপ হয়েছে মর্মে প্রতিবেদন প্রকাশ করেছিল দেশটির সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। তবে এই প্রতিবেদনের বিষয়বস্তুকে ‘নিরেট গালগল্প’ বলে আখ্যা দিয়েছে ক্রেমলিন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ফোনালাপে পুতিনকে ইউরোপে যুক্তরাষ্ট্রের ‘বিশাল সামরিক উপস্থিতি’র কথাও স্মরণ করিয়ে দেন ট্রাম্প। ট্রাম্প ইউক্রেন যুদ্ধের সমাধান নিয়ে ভবিষ্যতে আরও আলোচনার আগ্রহ প্রকাশ করেন। এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের সঙ্গে উত্তেজনা আর না বাড়াতে পরামর্শ দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ ধরনের টেলিফোন আলাপের বিষয়ে বলেন, ‘এটা সর্বৈব মিথ্যা। এটা নিরেট গালগল্প। এটি কেবলই মিথ্যা তথ্য।’ এ সময় তিনি আরও বলেন, ‘কোনো ধরনের ফোনালাপ হয়নি।’ পেসকভ যোগ করেন, বর্তমানে ট্রাম্পের সঙ্গে কথা বলার জন্য পুতিনের নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই।

এর আগে দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় গত বৃহস্পতিবার ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে পুতিন বলেন, ইউক্রেনের সংকট নিরসনে আলোচনা করতে মস্কো প্রস্তুত। রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার এবং ইউক্রেন সংকট সমাধানে সহায়তা করতে ট্রাম্প যে ইচ্ছা প্রকাশ করেছেন তা নিয়ে তিনিও আগ্রহী।

এর আগে, গত বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেন ট্রাম্প। এদিকে এই যুদ্ধ নিয়ে আলোচনা করতে ট্রাম্পকে ওভাল অফিসে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

এ বিষয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, যুক্তরাষ্ট্র যেন ইউক্রেনকে ত্যাগ না করে—ট্রাম্পকে এমন পরামর্শ দিতে পারেন বাইডেন। কেননা যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ত্যাগ করলে ইউরোপ আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণের পর থেকে ওয়াশিংটন দেশটিতে কয়েক হাজার কোটি ডলারের সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়েছে। ট্রাম্প বরাবরই এ ধরনের সহায়তার বিরোধিতা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত