Ajker Patrika

ইউক্রেনে সমর্থন বাড়াতে অটল ইইউ

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১০: ০০
ইউক্রেনে সমর্থন বাড়াতে অটল ইইউ

ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখা এবং তা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্তে অটল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গত রোববার জোটটির পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল এই মন্তব্য করেন। আর ইউক্রেনের ভবিষ্যৎ ইইউর ওপর নির্ভর করছে বলেও মন্তব্য করেন তিনি। খবর আল জাজিরার।

গতকাল সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভে ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা প্রথমবারের মতো বৈঠকে মিলিত হন। এ সময় জোটটির পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল ইউক্রেনের ভবিষ্যৎ এবং ইইউর ওপর দেশটির নির্ভরতার প্রসঙ্গটি তোলেন।

ইউক্রেনকে আগামী বছর ৫০০ কোটি ইউরো দেওয়া হবে বলে জানিয়েছেন ইইউয়ের পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল। গতকাল কিয়েভে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুবেলার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। এ সময় জোসেপ বোরেল বলেন, ‘আমি আশা করছি, এ বছর শেষ হওয়ার আগেই চুক্তিতে পৌঁছাতে পারব আমরা।’

কিয়েভকে দীর্ঘমেয়াদি সহায়তা করার বিষয়টি উঠে আসায় স্বস্তি পেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘ইউরোপের নেতৃত্বের সক্রিয় সমর্থন বেশ জরুরি। প্রতিরক্ষা, কূটনীতি, অর্থনীতি ও নিষেধাজ্ঞার ক্ষেত্রে যত বেশি যৌথ ও নীতিগতভাবে আমরা পদক্ষেপ নেব, তত দ্রুত যুদ্ধের অবসান হয়ে শান্তি আসবে।’

এই বৈঠকের আগ দিয়ে গত রোববার এক সংবাদ সম্মেলনে জোসেপ বোরেল বলেন, ইউক্রেনের প্রতি ইইউর সমর্থন অব্যাহত নয়, বরং বেড়েছে কিংবা অন্তত এই মুহূর্তে কিয়েভকে সমর্থন বাড়াতে চাইছে জোটটি।

ইইউর পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান জানান, ইউক্রেনে ব্রাসেলসের সামরিক সমর্থন ২ হাজার ৫০০ কোটি ইউরোতে পৌঁছেছে। আর সামরিক, বেসামরিক ও মানবিক সাহায্য মিলিয়ে তা হবে ৮ হাজার ৫০০ কোটি ইউরো। এই পরিমাণ সাহায্য বিশ্বে সর্বোচ্চ এবং ইইউ এর জন্য গর্বিত। সেই সঙ্গে ইইউ এটিও জানে যে এটি কতটা গুরুত্বপূর্ণ।

শাটডাউন এড়াতে স্বল্পমেয়াদি তহবিল জোগানের সিদ্ধান্তের মধ্য দিয়ে শেষ মুহূর্তে ফেডারেল শাটডাউন এড়ায় যুক্তরাষ্ট্র সরকার। এতে ইউক্রেনকে সহায়তার বিষয়টি বাদ পড়ায় দেশটিতে পশ্চিমা সমর্থনের বিষয়টি নিয়ে গত রোববার বেশ আলোচনা হয়। ঠিক এই সময়ে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সমর্থন বাড়ানোর কথা জানাল ইইউ।

এদিকে রয়টার্সের খবরে বলা হয়, ইউক্রেনকে আরও সহায়তা দেওয়ার জন্য একটি বিল সমর্থন করতে রিপাবলিকান কংগ্রেসদের চাপ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা কোনো অবস্থাতেই ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনকে বাধাগ্রস্ত হতে দিতে পারি না। আমি সম্পূর্ণরূপে আশা করি, আগ্রাসন ও বর্বরতার বিরুদ্ধে নিজেদের রক্ষা করার জন্য ইউক্রেনকে সাহায্য করতে প্রয়োজনীয় সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি বজায় রাখবেন স্পিকার।’

শাটডাউন এড়াতে গত শনিবার মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে ‘স্টপগ্যাপ’ তহবিল বিল পাস হয়। বিলটি পাসের ফলে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত সরকারি তহবিল বাড়ানো হয়েছে। এই বিল পাস না হলে যুক্তরাষ্ট্র সরকারের কেন্দ্রীয় সংস্থাগুলোর ৪০ লাখের বেশি কর্মীর বেতন এবং বিস্তৃত পরিষেবাগুলো বন্ধ হয়ে যেত।

যুক্তরাষ্ট্রের অর্থবছর শুরু হয় ১ অক্টোবর। এর আগে কংগ্রেসের উভয় পক্ষ ফেডারেলের ব্যয়ের ৩০ শতাংশ অনুমোদন দিতে ব্যর্থ হলে শাটডাউন কার্যকর হয়।

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করে রাশিয়া। এরপর কিয়েভকে প্রায় ৪ হাজার ৬০০ কোটি মার্কিন ডলারের সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে ইউক্রেনের দক্ষিণ দিকের অঞ্চল খেরসনে গত রোববার রাতে রাশিয়ার গোলাবর্ষণে অন্তত একজন নিহত হয়। এতে দুই শিশুসহ কমপক্ষে ছয়জন আহত হয়। আঞ্চলিক গভর্নর ওলেকসান্দার প্রকুদিন এ তথ্য নিশ্চিত করেন।

কিয়েভ জানিয়েছে, ইউক্রেনজুড়ে গত রোববার অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র হামলা এবং ৮৯টি বিমান হামলা চালিয়েছে মস্কো। গতকাল ইউক্রেনের সেনাবাহিনী আরও জানিয়েছে, রুশ অবস্থান লক্ষ্য করে ২৪ ঘণ্টায় ১৩টি বিমান হামলা চালিয়েছে তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবারও যা বললেন ভারতের সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত