অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ওয়াশিংটন চায় মস্কোর বিরুদ্ধে লড়াইয়ে কিয়েভ জয়লাভ করুক। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়া হবে। গতকাল বুধবার কিয়েভে এক সংবাদ সম্মেলনে অ্যান্টনি ব্লিঙ্কেন এ কথা বলেছেন।
রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বর্তমানে কিয়েভ সফর করছেন। মূলত কিয়েভের প্রতি ওয়াশিংটন ও লন্ডনের সমর্থন পুনর্ব্যক্ত করার লক্ষ্যেই এই সফর।
সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন বলেন, ‘গত জুলাই মাসে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে জুলাই শীর্ষ সম্মেলনে ঘোষণা করেছিলাম যে, ইউক্রেনের ন্যাটো সদস্যপদ পাওয়ার পথ কেউ বদলাতে পারবে না।’ এ সময় তিনি স্বাগতিক দেশের নেতাদের স্মরণ করিয়ে দেন যে, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট ইউক্রেনের সদস্যপদ সমর্থন করার জন্য নিবেদিত কমান্ড প্রতিষ্ঠা করেছে।
ব্লিঙ্কেন এর আগেও একাধিকবার ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়ার পক্ষে ওকালতি করেছেন। তবে বিষয়টি অতটাও সহজ হবে না। কারণ, হাঙ্গেরি ও স্লোভাকিয়া এরই মধ্যে বলেছে যে, তারা কোনো অবস্থাতেই এ বিষয়ে জোটের অন্য সদস্যদের সঙ্গে একমত হবে না। কারণ ইউক্রেনকে ন্যাটোতে আনার অর্থ হবে রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধ।
এ সময় কিয়েভের সামরিক শিল্প আগামী দিনে আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন ব্লিঙ্কেন। তিনি জানান, এরই মধ্যে ইউক্রেনের সমরাস্ত্রশিল্প গত বছরের তুলনায় ছয় গুণ বড় হয়েছে। তিনি বলেন, ‘আগামী বছরগুলোতে ইউক্রেন বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষাশিল্পের একটি হতে যাচ্ছে এবং এই শিল্প ইউক্রেনকে বিশ্ববাজারে নিয়ে যেতে সক্ষম হবে। বিশ্ববাজারে রাশিয়ার মতো অন্যান্য দেশের অংশগ্রহণ কমিয়ে দেবে এবং ন্যাটো মিত্রদের সরবরাহ করতে সক্ষম হবে।’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘মূল কথা হলো—আমরা চাই ইউক্রেন জিতুক। এ লক্ষ্যে দেশটির সাহসী রক্ষক ও নাগরিকদের যা যা করা প্রয়োজন সেগুলো নিশ্চিত করতে যে ধরনের সমর্থন প্রয়োজন তা ত্বরান্বিত করতে আমরা সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।’
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ওয়াশিংটন চায় মস্কোর বিরুদ্ধে লড়াইয়ে কিয়েভ জয়লাভ করুক। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়া হবে। গতকাল বুধবার কিয়েভে এক সংবাদ সম্মেলনে অ্যান্টনি ব্লিঙ্কেন এ কথা বলেছেন।
রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বর্তমানে কিয়েভ সফর করছেন। মূলত কিয়েভের প্রতি ওয়াশিংটন ও লন্ডনের সমর্থন পুনর্ব্যক্ত করার লক্ষ্যেই এই সফর।
সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন বলেন, ‘গত জুলাই মাসে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে জুলাই শীর্ষ সম্মেলনে ঘোষণা করেছিলাম যে, ইউক্রেনের ন্যাটো সদস্যপদ পাওয়ার পথ কেউ বদলাতে পারবে না।’ এ সময় তিনি স্বাগতিক দেশের নেতাদের স্মরণ করিয়ে দেন যে, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট ইউক্রেনের সদস্যপদ সমর্থন করার জন্য নিবেদিত কমান্ড প্রতিষ্ঠা করেছে।
ব্লিঙ্কেন এর আগেও একাধিকবার ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়ার পক্ষে ওকালতি করেছেন। তবে বিষয়টি অতটাও সহজ হবে না। কারণ, হাঙ্গেরি ও স্লোভাকিয়া এরই মধ্যে বলেছে যে, তারা কোনো অবস্থাতেই এ বিষয়ে জোটের অন্য সদস্যদের সঙ্গে একমত হবে না। কারণ ইউক্রেনকে ন্যাটোতে আনার অর্থ হবে রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধ।
এ সময় কিয়েভের সামরিক শিল্প আগামী দিনে আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন ব্লিঙ্কেন। তিনি জানান, এরই মধ্যে ইউক্রেনের সমরাস্ত্রশিল্প গত বছরের তুলনায় ছয় গুণ বড় হয়েছে। তিনি বলেন, ‘আগামী বছরগুলোতে ইউক্রেন বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষাশিল্পের একটি হতে যাচ্ছে এবং এই শিল্প ইউক্রেনকে বিশ্ববাজারে নিয়ে যেতে সক্ষম হবে। বিশ্ববাজারে রাশিয়ার মতো অন্যান্য দেশের অংশগ্রহণ কমিয়ে দেবে এবং ন্যাটো মিত্রদের সরবরাহ করতে সক্ষম হবে।’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘মূল কথা হলো—আমরা চাই ইউক্রেন জিতুক। এ লক্ষ্যে দেশটির সাহসী রক্ষক ও নাগরিকদের যা যা করা প্রয়োজন সেগুলো নিশ্চিত করতে যে ধরনের সমর্থন প্রয়োজন তা ত্বরান্বিত করতে আমরা সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।’
গাজায় যুদ্ধবিরতি চুক্তি আলোচনা শুরুর পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। আজ শনিবার ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই চুক্তি ইসরায়েলের বিরুদ্ধে অটল প্রতিরোধ গড়ে তোলার প্রমাণ। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগেভারতের পশ্চিমবঙ্গে কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা গ্রেপ্তার স্থানীয় পুলিশ স্বেচ্ছাসেবী সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন আদালত। আগামী সোমবার তাঁর সাজা ঘোষণা করা হবে। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
৩ ঘণ্টা আগেগাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি আগামীকাল রোববার গাজার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। আজ শনিবার সকালে ছয় ঘণ্টা বৈঠকের পর নেতানিয়াহুর মন্ত্রিসভা চুক্তি অনুমোদন করে। এর মধ্য দিয়ে টানা ১৫ মাস চলা এ যুদ্ধে আনুষ্ঠানিক বিরতি আসতে চলেছে। কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা এ
৪ ঘণ্টা আগেব্লিঙ্কেনের শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়। ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে তাঁর নীতি সমালোচনার মুখে পড়লে দুজন সাংবাদিককে টেনে বের করা হয়।
৪ ঘণ্টা আগে