দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে প্যারিসে লাখো মানুষের মিছিলে নোবেলজয়ী এরনো

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২২, ১৮: ৫১

ফ্রান্সের রাজধানী প্যারিসে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে লাখ খানেক মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলে চলতি বছর সাহিত্যে নোবেল বিজয়ী আনি এরনোসহ অন্তত ১ লাখ ৪০ হাজার মানুষ অংশগ্রহণ করেছিল বলে দাবি আয়োজকদের। তুরস্কের বার্তা সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

আয়োজকেরা জানিয়েছেন, মিছিলে নেতৃত্ব দেন ‘লা ফ্রন্সঁ আনসুমিজ’ দলের নেতা ও গত প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী জ্যঁ লুক মেলনশোঁ। আয়োজকেরা বলছেন, তাদের মিছিলে অন্তত ১ লাখ ৪০ হাজার মানুষ অংশগ্রহণ করেছিল। তবে পুলিশের দাবি, মিছিলে ৩০ হাজার লোক উপস্থিত ছিল। 

স্থানীয় সময় গতকাল রোববার ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত ওই মিছিলে অন্তত ২ হাজার পুলিশ সদস্য নিরাপত্তা রক্ষার দায়িত্ব নিয়োজিত ছিল। মিছিলে বিক্ষোভকারীরা দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। 

মিছিলে উপস্থিত ইসাবেল নামে এক প্রতিবাদকারী আনাদলু এজেন্সিকে জানান, তিনি দ্রব্যমূল্য বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কোনো ধরনের পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় আন্দোলনে নেমেছেন। নিরাপত্তার স্বার্থে ইসাবেল তাঁর নামের শেষাংশ প্রকাশ করতে চাননি। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত