ইউক্রেনীয় শরণার্থীদের উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানাচ্ছে জার্মানরা

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২২, ১৪: ০০
আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৪: ৩৯

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে পুরো বিশ্বেই চলছে আলোচনা-সমালোচনার ঝড়। ইউক্রেনে রাশিয়ার হামলার নবম দিন আজ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে অন্তত ১০ লাখ মানুষ ইউক্রেন থেকে শরণার্থী হয়ে পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। ইউরোপের দেশগুলো উষ্ণ অভ্যর্থনায় ইউক্রেনীয় শরণার্থীদের স্বাগত জানাচ্ছে।

শুক্রবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, জার্মানির রাজধানী বার্লিনের রেলস্টেশন দিয়ে প্রতিদিনই হাজার হাজার ইউক্রেনীয় শরণার্থী প্রবেশ করছে। তাদের উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানানো হচ্ছে। তাদের জন্য খাদ্য ও পানীয়র ব্যবস্থা করা হচ্ছে। সেখানে তাদের সাহায্য করার জন্য চিকিৎসক দল, স্বেচ্ছাসেবক এবং সংগঠকেরা আছেন। শত শত জার্মান নাগরিক রেলস্টেশনে ভিড় করছে। তারা করতালি দিয়ে ইউক্রেনীয় শরণার্থীদের স্বাগত জানাচ্ছে। শরণার্থীদের বাড়িতে থাকার জায়গা করে দিচ্ছে।

রেলস্টেশনে প্রতিদিনই প্ল্যাকার্ড হাতে দাঁড়াচ্ছে মানুষ। একটি প্ল্যাকার্ডে লেখা, ‘আমাদের দুই বেডের রুম। দুজন প্রাপ্তবয়স্ক অথবা একজন প্রাপ্তবয়স্ক ও একজন শিশু থাকতে পারবে।’

উল্লেখ্য, অন্যান্য দেশও ইউক্রেনীয় শরণার্থীদের স্বাগত জানাচ্ছে। তাদের জন্য বিনা মূল্যে বাস, মিনিবাস ও গাড়ির ব্যবস্থা করা হচ্ছে। ইউক্রেনের পাঁচটি সীমান্ত ক্রসিংয়ের প্রতিটি আলাদা দাতব্য সংস্থাকে বরাদ্দ করা হয়েছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত