অনলাইন ডেস্ক
স্পেনে আগাম জাতীয় নির্বাচনে বিরোধী রক্ষণশীল দলের নেতা আলবার্তো নুনেজ ফেইজো আগেই বিজয়ী দাবি করেছেন। তবে ‘চরম ডানপন্থীদের’ সমর্থন নিয়েও তার পপুলার পার্টি (পিপি) পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। অপর দিকে প্রতিদ্বন্দ্বী সমাজতান্ত্রিক শিবিরও বিজয়ের উল্লাস করছে। সমাজতান্ত্রিক দলের বর্তমান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, ‘প্রতিক্রিয়াশীলরা ব্যর্থ হয়েছে।’
উভয় দল বিজয় দাবি করলেও স্পেনে পরবর্তী মেয়াদে ক্ষমতায় কে যাচ্ছে তা এখনই বলা যাচ্ছে না। বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
এদিকে স্পেনে গ্রীষ্মের তীব্র গরমের মধ্যে ভোট অনুষ্ঠানের জন্য সানচেজ বেশ সমালোচনার মুখে পড়েছেন। নির্বাচনের দিনের দেশটির কিছু অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল।
তবুও ভোটারেরা নিজেদের ছুটি বাতিল করে সাঁতারের পোশাক পরে এবং সমুদ্রসৈকতে বসার তাঁবু নিয়ে ভোটকেন্দ্রে গেছেন। ফলে ভোট পড়েছে ৭০ শতাংশের ওপরে।
সোশ্যালিস্ট সদর দপ্তরের বাইরে দলটির সমর্থকেরা স্পেনের ঐতিহাসিক ‘নো পাসরান’ স্লোগান দিয়েছে। যার অর্থ, ডানপন্থীরা পাস করবে না। স্প্যানিশ গৃহযুদ্ধের ফ্যাসিবাদবিরোধী এই স্লোগান ডানপন্থী পার্টি ভক্সকে উল্লেখ করে দেওয়া হয়েছিল।
তবে ফেইজু রক্ষণশীল সমর্থকদের সঙ্গে উল্লাসে যোগ দিয়ে বলেছেন এখন তাঁর কর্তব্য সরকার গঠনের চেষ্টা করা। তিনি বলেন, ‘স্প্যানিশরা জানে যে আমরা সবচেয়ে বেশি ভোট নিয়ে দ্বিতীয় শক্তি হতে চলেছি। আশা করছি এটি স্পেনে কোনো অনিশ্চয়তার সূচনা করবে না।’
কিন্তু সেই অনিশ্চয়তার মুখেই স্পেন। কারণ চরম ডানপন্থী দল ‘ভক্স’ ৩৩টি এবং ফেইজোর রক্ষণশীল দল পপুলিস্ট পার্টি ১৩৬টি আসন পেয়েছে। তারা জোট বাঁধলেও সংসদে সরকার গঠনের জন্য ন্যূনতম ১৭৬ আসনের থেকে সাতটি আসন কম হবে। তাই ধারণা করা হচ্ছে এ বছরের শেষের দিকে আরেকটি ভোট হবে।
আর এ কারণেই সানচেজের সোশ্যালিস্ট পার্টি এবং তার চরম বামপন্থী মিত্র সুমাররা এখন খুশি। এ নির্বাচনে সোশালিস্ট পার্টি ১২২টি আসন এবং সুমার ৩১টি আসন পেয়েছে। সানচেজ সমর্থকদের বলেছেন, ‘প্রতিক্রিয়াশীলরা আমাদের চার বছরের অর্জনকে নস্যাৎ করতে ব্যর্থ হয়েছে।’
এদিকে স্পেনের ‘এল স্প্যানিওল’ নামের এক ওয়েবসাইট জানিয়েছে, পপুলিস্ট পার্টি বিজয় দাবি করলেও সানজচেজের সামনে এখনো সরকার গঠনের সম্ভাবনা রয়েছে।
স্পেনে আগাম জাতীয় নির্বাচনে বিরোধী রক্ষণশীল দলের নেতা আলবার্তো নুনেজ ফেইজো আগেই বিজয়ী দাবি করেছেন। তবে ‘চরম ডানপন্থীদের’ সমর্থন নিয়েও তার পপুলার পার্টি (পিপি) পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। অপর দিকে প্রতিদ্বন্দ্বী সমাজতান্ত্রিক শিবিরও বিজয়ের উল্লাস করছে। সমাজতান্ত্রিক দলের বর্তমান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, ‘প্রতিক্রিয়াশীলরা ব্যর্থ হয়েছে।’
উভয় দল বিজয় দাবি করলেও স্পেনে পরবর্তী মেয়াদে ক্ষমতায় কে যাচ্ছে তা এখনই বলা যাচ্ছে না। বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
এদিকে স্পেনে গ্রীষ্মের তীব্র গরমের মধ্যে ভোট অনুষ্ঠানের জন্য সানচেজ বেশ সমালোচনার মুখে পড়েছেন। নির্বাচনের দিনের দেশটির কিছু অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল।
তবুও ভোটারেরা নিজেদের ছুটি বাতিল করে সাঁতারের পোশাক পরে এবং সমুদ্রসৈকতে বসার তাঁবু নিয়ে ভোটকেন্দ্রে গেছেন। ফলে ভোট পড়েছে ৭০ শতাংশের ওপরে।
সোশ্যালিস্ট সদর দপ্তরের বাইরে দলটির সমর্থকেরা স্পেনের ঐতিহাসিক ‘নো পাসরান’ স্লোগান দিয়েছে। যার অর্থ, ডানপন্থীরা পাস করবে না। স্প্যানিশ গৃহযুদ্ধের ফ্যাসিবাদবিরোধী এই স্লোগান ডানপন্থী পার্টি ভক্সকে উল্লেখ করে দেওয়া হয়েছিল।
তবে ফেইজু রক্ষণশীল সমর্থকদের সঙ্গে উল্লাসে যোগ দিয়ে বলেছেন এখন তাঁর কর্তব্য সরকার গঠনের চেষ্টা করা। তিনি বলেন, ‘স্প্যানিশরা জানে যে আমরা সবচেয়ে বেশি ভোট নিয়ে দ্বিতীয় শক্তি হতে চলেছি। আশা করছি এটি স্পেনে কোনো অনিশ্চয়তার সূচনা করবে না।’
কিন্তু সেই অনিশ্চয়তার মুখেই স্পেন। কারণ চরম ডানপন্থী দল ‘ভক্স’ ৩৩টি এবং ফেইজোর রক্ষণশীল দল পপুলিস্ট পার্টি ১৩৬টি আসন পেয়েছে। তারা জোট বাঁধলেও সংসদে সরকার গঠনের জন্য ন্যূনতম ১৭৬ আসনের থেকে সাতটি আসন কম হবে। তাই ধারণা করা হচ্ছে এ বছরের শেষের দিকে আরেকটি ভোট হবে।
আর এ কারণেই সানচেজের সোশ্যালিস্ট পার্টি এবং তার চরম বামপন্থী মিত্র সুমাররা এখন খুশি। এ নির্বাচনে সোশালিস্ট পার্টি ১২২টি আসন এবং সুমার ৩১টি আসন পেয়েছে। সানচেজ সমর্থকদের বলেছেন, ‘প্রতিক্রিয়াশীলরা আমাদের চার বছরের অর্জনকে নস্যাৎ করতে ব্যর্থ হয়েছে।’
এদিকে স্পেনের ‘এল স্প্যানিওল’ নামের এক ওয়েবসাইট জানিয়েছে, পপুলিস্ট পার্টি বিজয় দাবি করলেও সানজচেজের সামনে এখনো সরকার গঠনের সম্ভাবনা রয়েছে।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, মুক্তির অন্তত ২৪ ঘণ্টা আগে হামাসকে জিম্মিদের নামের তালিকা সরবরাহ করতে হবে। তবে এখনো হামাস এই তালিকা প্রকাশ করেনি। রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত জিম্মিদের মুক্তির সময়সীমা...
৫ ঘণ্টা আগেএকজন বন্দুকধারী সুপ্রিম কোর্টে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুই বিচারক নিহত হন। এ সময় আদালতের একজন নিরাপত্তা কর্মী আহত হন। বন্দুকধারী পালানোর সময় আত্মহত্যা করেছে বলে জানিয়েছে মিজান।
৫ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার বলছে, এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল।
৯ ঘণ্টা আগেআগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি অ্যারো ইন্ডিয়া ২০২৫–এর ১৫ তম প্রদর্শনী বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাংস বিক্রি ও পরিবেশনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
৯ ঘণ্টা আগে