অনলাইন ডেস্ক
২১ বছর বয়সী জারা লকলান ইউরোপের ভূখণ্ড থেকে রোয়িং করে (দুই হাতে নৌকার বৈঠা চালিয়ে) আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে দক্ষিণ আমেরিকা পর্যন্ত পৌঁছানোর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। সুদীর্ঘ এই অভিযান একা একাই সম্পন্ন করছেন তিনি।
বুধবার বিবিসি জানিয়েছে, জারা ইতিমধ্যেই তাঁর প্রথম ১ হাজার মাইল (১৬০৯ কিলোমিটার) পাড়ি দিয়েছেন। যাত্রাটি সম্পন্ন করলে তিনিই হবেন বিশ্বের প্রথম নারী এবং সর্বকনিষ্ঠ ব্যক্তি, যারা এই দূরত্ব রোয়িং করে অতিক্রম করেছেন।
জারা লকলান যুক্তরাজ্যের কেমব্রিজের বাসিন্দা। গত ২৭ অক্টোবর পর্তুগালের আলগার্ভ অঞ্চল থেকে তিনি তাঁর রোয়িং অভিযান শুরু করেছেন। প্রতিদিন তিনি ২০ ঘণ্টা পর্যন্ত রোয়িং করছেন।
বিবিসি যোগাযোগ করলে প্রথম ১ হাজার মাইল পাড়ি দেওয়ার অভিজ্ঞতা সম্পর্কে জারা বলেন, ‘এটি রোয়িংয়ের সবচেয়ে কঠিন অংশ ছিল। ধীর গতির কারণে প্রতিটি মাইল এগোনোর জন্য অনেক দীর্ঘ সময় ধরে রোয়িং করতে হয়েছে।’
জানা গেছে, দক্ষিণ আমেরিকা মহাদেশের ফ্রেঞ্চ গায়ানায় পৌঁছানোর পরিকল্পনা করেছেন জারা। এর জন্য তাঁকে ৩ হাজার ৬০০ নটিক্যাল মাইল বা ৬ হাজার ৬৬৮ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। এই যাত্রা সম্পন্ন করতে তাঁর প্রায় ৯০ দিন সময় লাগবে। মূলত নারীদের ফিটনেসে উৎসাহিত করতেই এমন চ্যালেঞ্জ গ্রহণ করেছেন জারা।
বিবিসি জানিয়েছে, জারা বর্তমানে ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে অবস্থান করছেন। তিনি বলেছেন, ‘এখন ক্যানারির কাছাকাছি আছি এবং ভূমি দেখতে পাচ্ছি। ক্যানারির পরে আটলান্টিকের আবহাওয়া অনেক বেশি পূর্বাভাসযোগ্য হবে, যা স্বস্তিদায়ক।’
অভিযান শুরু করার পর যাত্রাপথে খারাপ আবহাওয়া এবং প্রতিকূল বাতাসের সঙ্গে লড়াই করতে হয়েছে জারাকে। বিগত দিনগুলোতে নিজের অভিজ্ঞতা সম্পর্কে তিনি জানান—ডলফিন, পেঙ্গুইন এবং এমনকি একটি অক্টোপাসও তাঁর যাত্রায় সঙ্গ দিয়েছে। তবে কিছু অর্কা তিমির সঙ্গে মুখোমুখি হওয়া তাঁর আনন্দদায়ক ছিল না। প্রচণ্ড ভয় পেয়েছিলেন। কারণ এই প্রাণীগুলো ছোট নৌকা ডুবিয়ে দেওয়ার জন্য পরিচিত।
জারা আশা করছেন, এই যাত্রায় তার শরীরের এক-তৃতীয়াংশ ওজন কমে যাবে। দৈনিক তিনি ৫ হাজার ৫০০ ক্যালোরির খাবার ও স্ন্যাকস গ্রহণ করছেন।
জারার মা ক্লেয়ার লকলান বলেন, ‘জারা আমাদের গর্ব। ক্যানারি পর্যন্ত তার পৌঁছানো একটি বিশাল অর্জন। বিশেষ করে এই কঠিন পরিস্থিতিতে।’
এই যাত্রার মাধ্যমে নারীদের খেলাধুলায় অংশগ্রহণের প্রতি উৎসাহিত করতে চান জারা। তিনি ‘উইমেন ইন স্পোর্ট’ এবং ‘টিম ফোর্সেস’ নামে দুটি দাতব্য সংস্থার জন্য অর্থ সংগ্রহ করছেন। এই সংস্থাগুলো নারীদের খেলাধুলায় আরও সক্রিয় করতে এবং সশস্ত্র বাহিনীর জন্য চ্যালেঞ্জ ও অ্যাডভেঞ্চারকে উৎসাহিত করতে কাজ করে।
জারার অভিযান সম্পর্কে টিম ফোর্সেস-এর প্রধান নির্বাহী মেজর জেনারেল ল্যামন্ট কিরকল্যান্ড বলেছেন, ‘অভিযানের প্রথম ও সবচেয়ে কঠিন পর্যায়ে জারা যে সাহসিকতা ও ধৈর্যের পরিচয় দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।’
লফবোরো বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতক হওয়া জারা লকলান এই যাত্রা শেষে সেনাবাহিনীতে একজন প্রযুক্তি কর্মকর্তা হিসেবে যোগ দেওয়ার পরিকল্পনা করেছেন।
২১ বছর বয়সী জারা লকলান ইউরোপের ভূখণ্ড থেকে রোয়িং করে (দুই হাতে নৌকার বৈঠা চালিয়ে) আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে দক্ষিণ আমেরিকা পর্যন্ত পৌঁছানোর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। সুদীর্ঘ এই অভিযান একা একাই সম্পন্ন করছেন তিনি।
বুধবার বিবিসি জানিয়েছে, জারা ইতিমধ্যেই তাঁর প্রথম ১ হাজার মাইল (১৬০৯ কিলোমিটার) পাড়ি দিয়েছেন। যাত্রাটি সম্পন্ন করলে তিনিই হবেন বিশ্বের প্রথম নারী এবং সর্বকনিষ্ঠ ব্যক্তি, যারা এই দূরত্ব রোয়িং করে অতিক্রম করেছেন।
জারা লকলান যুক্তরাজ্যের কেমব্রিজের বাসিন্দা। গত ২৭ অক্টোবর পর্তুগালের আলগার্ভ অঞ্চল থেকে তিনি তাঁর রোয়িং অভিযান শুরু করেছেন। প্রতিদিন তিনি ২০ ঘণ্টা পর্যন্ত রোয়িং করছেন।
বিবিসি যোগাযোগ করলে প্রথম ১ হাজার মাইল পাড়ি দেওয়ার অভিজ্ঞতা সম্পর্কে জারা বলেন, ‘এটি রোয়িংয়ের সবচেয়ে কঠিন অংশ ছিল। ধীর গতির কারণে প্রতিটি মাইল এগোনোর জন্য অনেক দীর্ঘ সময় ধরে রোয়িং করতে হয়েছে।’
জানা গেছে, দক্ষিণ আমেরিকা মহাদেশের ফ্রেঞ্চ গায়ানায় পৌঁছানোর পরিকল্পনা করেছেন জারা। এর জন্য তাঁকে ৩ হাজার ৬০০ নটিক্যাল মাইল বা ৬ হাজার ৬৬৮ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। এই যাত্রা সম্পন্ন করতে তাঁর প্রায় ৯০ দিন সময় লাগবে। মূলত নারীদের ফিটনেসে উৎসাহিত করতেই এমন চ্যালেঞ্জ গ্রহণ করেছেন জারা।
বিবিসি জানিয়েছে, জারা বর্তমানে ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে অবস্থান করছেন। তিনি বলেছেন, ‘এখন ক্যানারির কাছাকাছি আছি এবং ভূমি দেখতে পাচ্ছি। ক্যানারির পরে আটলান্টিকের আবহাওয়া অনেক বেশি পূর্বাভাসযোগ্য হবে, যা স্বস্তিদায়ক।’
অভিযান শুরু করার পর যাত্রাপথে খারাপ আবহাওয়া এবং প্রতিকূল বাতাসের সঙ্গে লড়াই করতে হয়েছে জারাকে। বিগত দিনগুলোতে নিজের অভিজ্ঞতা সম্পর্কে তিনি জানান—ডলফিন, পেঙ্গুইন এবং এমনকি একটি অক্টোপাসও তাঁর যাত্রায় সঙ্গ দিয়েছে। তবে কিছু অর্কা তিমির সঙ্গে মুখোমুখি হওয়া তাঁর আনন্দদায়ক ছিল না। প্রচণ্ড ভয় পেয়েছিলেন। কারণ এই প্রাণীগুলো ছোট নৌকা ডুবিয়ে দেওয়ার জন্য পরিচিত।
জারা আশা করছেন, এই যাত্রায় তার শরীরের এক-তৃতীয়াংশ ওজন কমে যাবে। দৈনিক তিনি ৫ হাজার ৫০০ ক্যালোরির খাবার ও স্ন্যাকস গ্রহণ করছেন।
জারার মা ক্লেয়ার লকলান বলেন, ‘জারা আমাদের গর্ব। ক্যানারি পর্যন্ত তার পৌঁছানো একটি বিশাল অর্জন। বিশেষ করে এই কঠিন পরিস্থিতিতে।’
এই যাত্রার মাধ্যমে নারীদের খেলাধুলায় অংশগ্রহণের প্রতি উৎসাহিত করতে চান জারা। তিনি ‘উইমেন ইন স্পোর্ট’ এবং ‘টিম ফোর্সেস’ নামে দুটি দাতব্য সংস্থার জন্য অর্থ সংগ্রহ করছেন। এই সংস্থাগুলো নারীদের খেলাধুলায় আরও সক্রিয় করতে এবং সশস্ত্র বাহিনীর জন্য চ্যালেঞ্জ ও অ্যাডভেঞ্চারকে উৎসাহিত করতে কাজ করে।
জারার অভিযান সম্পর্কে টিম ফোর্সেস-এর প্রধান নির্বাহী মেজর জেনারেল ল্যামন্ট কিরকল্যান্ড বলেছেন, ‘অভিযানের প্রথম ও সবচেয়ে কঠিন পর্যায়ে জারা যে সাহসিকতা ও ধৈর্যের পরিচয় দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।’
লফবোরো বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতক হওয়া জারা লকলান এই যাত্রা শেষে সেনাবাহিনীতে একজন প্রযুক্তি কর্মকর্তা হিসেবে যোগ দেওয়ার পরিকল্পনা করেছেন।
জার্মানির ম্যাগডেবার্গের এক ব্যস্ত ক্রিসমাস বাজারে গাড়িচাপার ঘটনায় নিহত বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২০০ জন। এই ঘটনায় গাড়িচালককে শনাক্ত করা হয়েছে। তিনি ৫০ বছর বয়সী সৌদি আরবের নাগরিককে। এক দশকেরও বেশি সময় ধরে জার্মানিতে বাস করা এই
১০ মিনিট আগেভারতের কেন্দ্রীয় রাজধানী দিল্লিতে অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের খুঁজছে পুলিশ। দিল্লি পুলিশের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের খুঁজে বের করতে এবং তাদের তথ্য সংগ্রহের জন্য থানাগুলোতে বিশেষ ইউনিট গঠন করা হয়েছে
২১ মিনিট আগেমিয়ানমারের জান্তাবাহিনীর পশ্চিমাঞ্চলীয় হেডকোয়ার্টার দখলে নেওয়ার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। গোষ্ঠীটি গতকাল শনিবার ঘোষণা করেছে, তারা আরাকান রাজ্যের রাজধানী সিতওয়ে থেকে ৩১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত আন টাউনশিপের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। এর আগে শুক্রবার কেন্দ্রীয় আরাকানে জান্ত
১ ঘণ্টা আগেযুদ্ধবিরতির প্রথম ধাপে মুক্তি দেওয়ার জন্য ৩৪ জনের তালিকা হামাসকে দিয়েছে ইসরায়েল। দেশটি বলেছে, এই বন্দীদের অবশ্যই মুক্তি দিতে হবে। তবে হামাস জানিয়েছে, এই তালিকায় থাকা ১১ জন তাদের শর্ত পূরণ করে না। গতকাল শনিবার রাতে মিসরের সম্প্রচারমাধ্যম আল-ঘাদ দেশটির সরকারি সূত্র উদ্ধৃত করে এই বিষয়টি জানিয়েছে। একই স
২ ঘণ্টা আগে