Ajker Patrika

‘বেটা’ ধরনের বিরুদ্ধে লড়তে অক্সফোর্ডের ভ্যাকসিনের অতিরিক্ত ডোজ দিতে চায় ব্রিটেন

অনলাইন ডেস্ক
আপডেট : ০২ জুন ২০২১, ১১: ৩৪
‘বেটা’ ধরনের বিরুদ্ধে লড়তে অক্সফোর্ডের ভ্যাকসিনের অতিরিক্ত ডোজ দিতে চায় ব্রিটেন

ঢাকা: করোনার ‘বেটা’ বা দক্ষিণ আফ্রিকার ধরনের বিরুদ্ধে লড়তে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের অতিরিক্ত ডোজ প্রয়োগ করতে চায় ব্রিটিশ সরকার। এ নিয়ে তারা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। অতিরিক্ত ভ্যাকসিনের ডোজ নিয়ে যে ট্রায়ালের প্রয়োজন সেটির অর্থায়নও করতে চায় ব্রিটিশ সরকার।

যুক্তরাজ্যে ইতিমধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১০ কোটি ডোজ ভ্যাকসিন কিনে নিয়েছে। গত ফেব্রুয়ারিতে অক্সফোর্ডের ভ্যাকসিন দক্ষিণ আফ্রিকা ধরন মোকাবিলায় অকার্যকর প্রমাণিত হয়। এর পরে ওই ভ্যাকসিনের প্রয়োগ স্থগিত করে দেয় দক্ষিণ আফ্রিকা সরকার।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, আগামীকাল বৃহস্পতিবার অক্সফোর্ডে জি ৭ দেশগুলোর স্বাস্থ্য মন্ত্রীদের একটি সামিট শুরু হবে। এর আগের দিন অর্থাৎ আজ বুধবার ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রী ম্যাট হ্যানকক অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনে ব্রিটিশ সরকারের ভূমিকা নিয়ে একটি ভাষণ দেবেন।

উল্লেখ্য, গত শনিবার করোনাভাইরাসের নতুন ধরনগুলোর নাম নিয়ে জটিলতার নিরসনে নতুন নামকরণ পদ্ধতির ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নতুন নামকরণ পদ্ধতি অনুযায়ী, যুক্তরাজ্যে গত বছরের শেষ দিকে করোনার যে নতুন ধরনটি পাওয়া গেছে তার নাম দেওয়া হয়েছে ‘আলফা’। দক্ষিণ আফ্রিকায় পাওয়া ধরনটির নাম হয়েছে ‘বেটা’। আর ভারতীয় ধরনের নাম দেওয়া হয়েছে ‘ডেলটা’। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত