‘আমরা যা, বিশ্বকে তা দেখাতে আমাদের লজ্জা নেই’

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২২, ১৫: ০১
আপডেট : ১৭ জুন ২০২২, ১৫: ৪৬

রাশিয়া নিজেকে কখনোই ‘জোর গলায় বলার মতো পূতপবিত্র’ বলে দাবি করেনি। রাশিয়া যেমন, তেমনটা বিশ্বের সামনে দেখাতে লজ্জিত নয় এবং রাশিয়া ইউক্রেন আক্রমণ করেনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এ কথা বলেছেন। স্থানীয় সময় শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে সের্গেই লাভরভ বলেন, ‘আমরা ইউক্রেন আক্রমণ করিনি। আমরা স্রেফ একটি বিশেষ সামরিক অপারেশন ঘোষণা করেছিলাম। কারণ, পশ্চিমা বিশ্ব কর্তৃক জোর করে ইউক্রেনকে ন্যাটোতে টেনে নিয়ে যাওয়ার মতো অপরাধের জবাব দিতে প্রকৃতপক্ষে এটি করা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না।’ 

সাক্ষাৎকারে লাভরভকে ইউক্রেনে যুদ্ধাপরাধের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘রাশিয়া জোর গলায় বলার মতো পূতপবিত্র নয়। রাশিয়া যা, তাই-ই এবং আমরা যা, তা বিশ্বকে দেখাতে আমাদের কোনো লজ্জা নেই।’ 

এদিকে ইউক্রেনের ‘বিদ্রোহী’ নিয়ন্ত্রিত অঞ্চল দনবাসে স্থানীয় বিদ্রোহীদের হাতে আটক দুই ব্রিটিশ নাগরিকের বিচার নিয়েও কথা বলেন। এ সময় দনবাসে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই দুই ব্রিটিশ নাগরিকের জন্য রাশিয়া জিম্মাদার বলে মন্তব্য করা হলে লাভরভ বলেন, ‘পশ্চিমারা কী দেখছে, কী ভাবছে সে বিষয়ে আমি মোটেও আগ্রহী নই। আমি কেবল আন্তর্জাতিক আইনের বিষয়েই আগ্রহী। আন্তর্জাতিক আইন অনুসারে ভাড়াটেরা যোদ্ধা বলে স্বীকৃত নন।’ 

ইউক্রেনকে ন্যাটোর তরফ থেকে সহায়তা দেওয়া কোনো ধরনের উসকানিমূলক আচরণ নয়, বরং একটি স্বাধীন রাষ্ট্রকে সহায়তা দেওয়া। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর প্রধান কার্যালয়ে সদস্য দেশগুলো প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ এ কথা বলেন। 

পোপ ফ্রান্সিসের মন্তব্য, ‘ইউক্রেন যুদ্ধ হয় কেউ ইচ্ছে করেই বাঁধিয়েছে, আর নয়তো ইচ্ছে করেই তা আটকানো হয়নি’ প্রসঙ্গে স্টলটেনবার্গ বলেন, ‘ন্যাটো একটি আত্মরক্ষামূলক জোট এবং এই যুদ্ধ একান্তভাবেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের যুদ্ধ।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত