অনলাইন ডেস্ক
ইউক্রেনে আর বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে না রাশিয়া। সেখানে পুরোপুরি একটি যুদ্ধে জড়িয়ে পড়েছে মস্কো। এমনটাই দাবি করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। সম্প্রতি রুশ একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন। রুশ সংবাদ সংস্থা তাসের একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দিমিত্রি পেসকভ বলেছেন, মূলত ইউক্রেনে পশ্চিমা হস্তক্ষেপের কারণেই রাশিয়া সেখানে একটি যুদ্ধে জড়িয়ে গেছে। এই প্রথম রাশিয়ার কোনো উচ্চপদস্থ কর্মকর্তা সরাসরি স্বীকার করলেন, মস্কো ইউক্রেনে আর বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে না, সেখানে একটি যুদ্ধে জড়িয়ে গেছে।
দিমিত্রি পেসকভ বলেছেন, ‘আমরা একটি যুদ্ধাবস্থায় আছি। হ্যাঁ, এটি একটি বিশেষ সামরিক অভিযান হিসেবে শুরু হয়েছিল। তবে যখনই সেখানে একটি গোষ্ঠী সংগঠিত হলো এবং যখন সম্মিলিত পশ্চিম ইউক্রেনের পক্ষে এতে অংশগ্রহণকারী হয়ে উঠল তখনই আমাদের জন্য এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধে পরিণত হয়ে ওঠে। আমি এই বিষয়ে নিশ্চিত।’
এদিকে, রাশিয়ার নির্বাচন আবারও ভাবাতে শুরু করেছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে। চলতি সপ্তাহে ভোটের মধ্য দিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমতা সুসংহত করার পর ইউক্রেনে অস্ত্র সরবরাহ বাড়ানো এবং নিজেদের অস্ত্রের মজুত বাড়াতে উদ্যোগ নিচ্ছে তারা।
গতকাল বৈঠকের আগে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল সতর্ক করে বলেছেন, ইউক্রেন যদি এই যুদ্ধে হেরে যায় তবে দেশটিতে একটি পুতুল সরকার বসাবে রাশিয়া। ইউক্রেনীয়দের একেবারে ধসিয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, ‘এরপর রাশিয়ার বাহিনী আমাদের সীমান্তে চলে আসবে। আর এটা মোটামুটি নিশ্চিত, রাশিয়ার বাহিনী ইউক্রেনের সীমান্তে থেমে থাকবে না।’
ইইউর অবশ্য এ মাথাব্যথার আরও কারণ রয়েছে। সম্প্রতি নির্বাচনে জিতে গত বুধবার পুতিন বলেছেন, তাঁর এবারের জয় মূলত ইউক্রেন যুদ্ধজয়ের আভাস। পুতিনের এমন আত্মবিশ্বাসী অবস্থানের বিপরীতে আক্ষরিক অর্থেই ধুঁকছে ইউক্রেন। অস্ত্র, সেনা ও অর্থ—সব দিক থেকেই দেশটি পশ্চিমা দুনিয়ার ওপর নির্ভরশীল হওয়ায় এই ভোগান্তি ক্রমেই দীর্ঘায়িত হচ্ছে।
এই যখন পরিস্থিতি, ইইউ চেষ্টা করছে ইউক্রেনের জন্য অর্থ বরাদ্দ বাড়াতে। তবে সেই অর্থ আসবে আসলে রাশিয়ার যে অর্থ ইইউর বিভিন্ন দেশের ব্যাংকে জব্দ রয়েছে তার সুদ থেকে। ইইউর কর্মকর্তারা জানিয়েছেন, ওই অর্থের যে সুদ আসছে তা থেকে ৩০০ কোটি ইউরো ইউক্রেনকে দেওয়া হবে। নেতারা সম্মত হলে জুলাই থেকেই সেই অর্থ পাবে দেশটি।
ইউক্রেনে আর বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে না রাশিয়া। সেখানে পুরোপুরি একটি যুদ্ধে জড়িয়ে পড়েছে মস্কো। এমনটাই দাবি করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। সম্প্রতি রুশ একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন। রুশ সংবাদ সংস্থা তাসের একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দিমিত্রি পেসকভ বলেছেন, মূলত ইউক্রেনে পশ্চিমা হস্তক্ষেপের কারণেই রাশিয়া সেখানে একটি যুদ্ধে জড়িয়ে গেছে। এই প্রথম রাশিয়ার কোনো উচ্চপদস্থ কর্মকর্তা সরাসরি স্বীকার করলেন, মস্কো ইউক্রেনে আর বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে না, সেখানে একটি যুদ্ধে জড়িয়ে গেছে।
দিমিত্রি পেসকভ বলেছেন, ‘আমরা একটি যুদ্ধাবস্থায় আছি। হ্যাঁ, এটি একটি বিশেষ সামরিক অভিযান হিসেবে শুরু হয়েছিল। তবে যখনই সেখানে একটি গোষ্ঠী সংগঠিত হলো এবং যখন সম্মিলিত পশ্চিম ইউক্রেনের পক্ষে এতে অংশগ্রহণকারী হয়ে উঠল তখনই আমাদের জন্য এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধে পরিণত হয়ে ওঠে। আমি এই বিষয়ে নিশ্চিত।’
এদিকে, রাশিয়ার নির্বাচন আবারও ভাবাতে শুরু করেছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে। চলতি সপ্তাহে ভোটের মধ্য দিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমতা সুসংহত করার পর ইউক্রেনে অস্ত্র সরবরাহ বাড়ানো এবং নিজেদের অস্ত্রের মজুত বাড়াতে উদ্যোগ নিচ্ছে তারা।
গতকাল বৈঠকের আগে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল সতর্ক করে বলেছেন, ইউক্রেন যদি এই যুদ্ধে হেরে যায় তবে দেশটিতে একটি পুতুল সরকার বসাবে রাশিয়া। ইউক্রেনীয়দের একেবারে ধসিয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, ‘এরপর রাশিয়ার বাহিনী আমাদের সীমান্তে চলে আসবে। আর এটা মোটামুটি নিশ্চিত, রাশিয়ার বাহিনী ইউক্রেনের সীমান্তে থেমে থাকবে না।’
ইইউর অবশ্য এ মাথাব্যথার আরও কারণ রয়েছে। সম্প্রতি নির্বাচনে জিতে গত বুধবার পুতিন বলেছেন, তাঁর এবারের জয় মূলত ইউক্রেন যুদ্ধজয়ের আভাস। পুতিনের এমন আত্মবিশ্বাসী অবস্থানের বিপরীতে আক্ষরিক অর্থেই ধুঁকছে ইউক্রেন। অস্ত্র, সেনা ও অর্থ—সব দিক থেকেই দেশটি পশ্চিমা দুনিয়ার ওপর নির্ভরশীল হওয়ায় এই ভোগান্তি ক্রমেই দীর্ঘায়িত হচ্ছে।
এই যখন পরিস্থিতি, ইইউ চেষ্টা করছে ইউক্রেনের জন্য অর্থ বরাদ্দ বাড়াতে। তবে সেই অর্থ আসবে আসলে রাশিয়ার যে অর্থ ইইউর বিভিন্ন দেশের ব্যাংকে জব্দ রয়েছে তার সুদ থেকে। ইইউর কর্মকর্তারা জানিয়েছেন, ওই অর্থের যে সুদ আসছে তা থেকে ৩০০ কোটি ইউরো ইউক্রেনকে দেওয়া হবে। নেতারা সম্মত হলে জুলাই থেকেই সেই অর্থ পাবে দেশটি।
দীর্ঘ ১৬ বছর ধরে খোঁজাখুঁজির পর জীবনে গুরুত্বপূর্ণ এক ঘটনার মুখোমুখি হলেন ডিডি বোসওয়েল নামে এক মার্কিন নারী। সম্প্রতি তিনি প্রথমবারের মতো নিজের বাবার সঙ্গে দেখা হওয়ার একটি আবেগঘন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন।
১ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনের শীর্ষ মুখগুলোকে বেছে নিতে শুরু করেন। সর্বশেষ কৃষিমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন দীর্ঘদিনের সহকর্মী ব্রুক রোলিন্সকে। অর্থাৎ ২০ জানুয়ারি হোয়াইট হাউসে প্রবেশের আগে ১৫ সদস্য নিয়ে ট্রাম্প তাঁর মন্ত্রিসভা জন্য চূড়ান্ত করে ফেলেছেন।
২ ঘণ্টা আগেসাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তাঁর সমর্থকেরা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বড় জমায়াতের প্রস্তুতি নিয়েছে। তবে এই মিছিল ঠেকাতে মরিয়া এখন দেশটির ক্ষমতাসীন সরকার। এ জন্য ইসলামাবাদে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শহরের বেশ কয়েকটি এলাকায় মোবাইল ও ইন্টারনেট সেবা স্থগিত করা হয়েছে।
৩ ঘণ্টা আগেতীব্র ঝড়ের মধ্যে অত্যন্ত দক্ষতার সঙ্গে লন্ডনে বিমান অবতরণ করে প্রশংসার জোয়ারে ভাসছেন সৌদি পতাকাবাহী সৌদিয়া এয়ারলাইনসের এক পাইলট। সোমবার গালফ নিউজ জানিয়েছে, ব্রিটেনে আঘাত হানা শক্তিশালী স্টর্ম বার্ট ঝড়ে ভারী তুষার ও বৃষ্টিপাত এবং প্রবল বাতাসের সৃষ্টি হয়েছিল। এই ঝড় যোগাযোগ ব্যবস্থায়ও বড় ধরনের বিশৃঙ্খল
৫ ঘণ্টা আগে