এবার সশরীরে নোবেল পুরস্কার নেবেন বিজয়ীরা 

অনলাইন ডেস্ক
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ০২: ০৯
Thumbnail image

গত বছর নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারির কারণে অনলাইনে অনুষ্ঠিত হয়েছিল। তবে এবার ডিসেম্বরে নোবেল বিজয়ীদের সশরীরে পুরস্কার দেওয়া হবে। স্থানীয় সময় মঙ্গলবার নরওয়েজীয় নোবেল কমিটির পক্ষ থেকে এমনটি বলা হয়। 

চলতি বছর শান্তিতে নোবেল পেয়েছেন অনুসন্ধানী সাংবাদিক ফিলিপাইনের মারিয়া রেসা ও রাশিয়ার দিমিত্রি মুরাতভ। তাঁদেরকে আগামী ১০ ডিসেম্বর নরওয়ের অসলোতে নোবেল পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি গত বছর শান্তিতে নোবেল পাওয়া বিশ্ব খাদ্য কর্মসূচিকেও সেদিন পুরস্কার বুঝিয়ে দেওয়া হবে। বার্তা সংস্থা এএফপিকে এমনটি জানিয়েছেন নরওয়েজীয় নোবেল কমিটির সেক্রেটারি ওলাভ নজোলস্টাড। 

এ ছাড়া সুইডেনের রাজধানী স্টকহোমে পদার্থ, চিকিৎসা, রসায়ন, সাহিত্য এবং অর্থনীতিতে নোবেল বিজয়ীদের পুরস্কৃত করা হবে। 

যদিও গত সেপ্টেম্বরে নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়েছিল, বৈশ্বিক মহামারির কারণে এবারও বিজয়ীরা নিজেদের দেশ থেকে নোবেল পুরস্কার সংগ্রহ করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত