অনলাইন ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় ও আলোচিত মুখ অ্যান্ড্রু টেট ও তাঁর ভাই ট্রিস্টানকে রোমানিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাজ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গতকাল সোমবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
অ্যান্ড্রু টেটের প্রতিনিধি দল জানায়, তাঁদের বিরুদ্ধে যৌন নিপীড়নসহ অন্যান্য অভিযোগগুলো ২০১২ থেকে ২০১৫ সালের। এক বিবৃতিতে বলা হয়, ‘অ্যান্ড্রু টেট ও তাঁর ভাই সব অভিযোগ অস্বীকার করেছেন।’
রোমানিয়ার পুলিশ বলছে, গত সোমবার যৌন অপরাধের অভিযোগে এ দুই ব্যক্তির বিরুদ্ধে ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে যুক্তরাজ্য কর্তৃপক্ষ।
পুলিশ বলছে, অভিযুক্ত দুই ব্যক্তিকে বুখারেস্টের আপিল আদালতের কৌঁসুলিদের সামনে উপস্থিত করা হয়। কৌঁসুলিরা তাঁদের ২৪ ঘণ্টা আটকে রাখার নির্দেশ দিয়েছে।
টেটের এক প্রতিনিধি বলেন, এটি কার্যকর করা হবে কিনা সে বিষয়ে আগামীকাল মঙ্গলবার আদালত সিদ্ধান্ত নেবে। গ্রেপ্তারি পরোয়ানাকে এক দশক পুরোনো অভিযোগের বিস্ময়কর পুনরুজ্জীবন আখ্যা দিয়ে তারা বলেন, এটি অ্যান্ড্রু টেট ও তাঁর ভাইকে হতাশ এবং বিব্রত করেছে।
বিবৃতিতে বলা হয়, তাঁরা স্পষ্টভাবে সব অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং গভীর হতাশা ব্যক্ত করেছে। উল্লেখযোগ্য নতুন প্রমাণ ছাড়াই এই ধরনের গুরুতর অভিযোগগুলো আবার তোলা হচ্ছে। দৃঢ় সংকল্প ও দৃঢ়তার সঙ্গে এই অভিযোগগুলো চ্যালেঞ্জ করতে তাঁরা সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
মানবপাচার, ধর্ষণ ও নারীদের যৌন নিপীড়নের জন্য অপরাধী দল গঠনের দায়ে গত জুনে রোমানিয়ায় টেটের ভাই ও দুই রোমানিয়ান নারীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তাঁরা এসব অভিযোগ অস্বীকার করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় ও আলোচিত মুখ অ্যান্ড্রু টেট ও তাঁর ভাই ট্রিস্টানকে রোমানিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাজ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গতকাল সোমবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
অ্যান্ড্রু টেটের প্রতিনিধি দল জানায়, তাঁদের বিরুদ্ধে যৌন নিপীড়নসহ অন্যান্য অভিযোগগুলো ২০১২ থেকে ২০১৫ সালের। এক বিবৃতিতে বলা হয়, ‘অ্যান্ড্রু টেট ও তাঁর ভাই সব অভিযোগ অস্বীকার করেছেন।’
রোমানিয়ার পুলিশ বলছে, গত সোমবার যৌন অপরাধের অভিযোগে এ দুই ব্যক্তির বিরুদ্ধে ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে যুক্তরাজ্য কর্তৃপক্ষ।
পুলিশ বলছে, অভিযুক্ত দুই ব্যক্তিকে বুখারেস্টের আপিল আদালতের কৌঁসুলিদের সামনে উপস্থিত করা হয়। কৌঁসুলিরা তাঁদের ২৪ ঘণ্টা আটকে রাখার নির্দেশ দিয়েছে।
টেটের এক প্রতিনিধি বলেন, এটি কার্যকর করা হবে কিনা সে বিষয়ে আগামীকাল মঙ্গলবার আদালত সিদ্ধান্ত নেবে। গ্রেপ্তারি পরোয়ানাকে এক দশক পুরোনো অভিযোগের বিস্ময়কর পুনরুজ্জীবন আখ্যা দিয়ে তারা বলেন, এটি অ্যান্ড্রু টেট ও তাঁর ভাইকে হতাশ এবং বিব্রত করেছে।
বিবৃতিতে বলা হয়, তাঁরা স্পষ্টভাবে সব অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং গভীর হতাশা ব্যক্ত করেছে। উল্লেখযোগ্য নতুন প্রমাণ ছাড়াই এই ধরনের গুরুতর অভিযোগগুলো আবার তোলা হচ্ছে। দৃঢ় সংকল্প ও দৃঢ়তার সঙ্গে এই অভিযোগগুলো চ্যালেঞ্জ করতে তাঁরা সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
মানবপাচার, ধর্ষণ ও নারীদের যৌন নিপীড়নের জন্য অপরাধী দল গঠনের দায়ে গত জুনে রোমানিয়ায় টেটের ভাই ও দুই রোমানিয়ান নারীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তাঁরা এসব অভিযোগ অস্বীকার করেছেন।
ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা গ্রেপ্তার স্থানীয় পুলিশ স্বেচ্ছাসেবী সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন আদালত। আগামী সোমবার তাঁর সাজা ঘোষণা করা হবে। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
১৫ মিনিট আগেগাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি আগামীকাল রোববার গাজার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। আজ শনিবার সকালে ছয় ঘণ্টা বৈঠকের পর নেতানিয়াহুর মন্ত্রিসভা চুক্তি অনুমোদন করে। এর মধ্য দিয়ে টানা ১৫ মাস চলা এ যুদ্ধে আনুষ্ঠানিক বিরতি আসতে চলেছে। কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা এ
১ ঘণ্টা আগেব্লিঙ্কেনের শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়। ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে তাঁর নীতি সমালোচনার মুখে পড়লে দুজন সাংবাদিককে টেনে বের করা হয়।
২ ঘণ্টা আগেআগামী ২০ জানুয়ারি ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রীতি মেনে মার্কিন প্রেসিডেন্টদের শপথ গ্রহণ অনুষ্ঠান খোলা জায়গায় হয়। কিন্তু এবার তা হচ্ছে না, চার দেয়ালের ভেতর ও ছাদের নিচেই শপথ নিতে হচ্ছে ট্রাম্পকে। ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের রোটুন্ডা হলে শপথ অনুষ্ঠান হবে।
৩ ঘণ্টা আগে