অনলাইন ডেস্ক
সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে স্পেনে ১৪ পাকিস্তানি বংশোদ্ভূতকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা দেশজুড়ে বিস্তৃত একটি জিহাদি গোষ্ঠীর সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।
ইউরো উইকলি নিউজের প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃতদের সবাই পাকিস্তানি নাগরিক এবং তারা কাতালোনিয়া, ভ্যালেন্সিয়া, গুইপুজকোয়া, ভিটোরিয়া, লগরনো ও লেইডায় বসবাস করত বলে জানা গেছে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকেই স্পেনে সন্ত্রাসবিরোধী সতর্কতা বৃদ্ধি করা হয়। স্পেনের জেনারেল ইনফরমেশন কমিশনারের কার্যালয় দেশব্যাপী সন্ত্রাসীদের ধরতে অভিযান শুরু করে। সেই অভিযানের অংশ হিসেবেই ১৪ পাকিস্তানি বংশোদ্ভূতকে গ্রেপ্তার করা হয়েছে। সম্ভাব্য সন্ত্রাসী হামলা এড়াতে স্পেনের নিরাপত্তা বাহিনী সন্দেহভাজনদের ওপর নজরদারি দ্বিগুণ করেছে।
স্থানীয় দৈনিক লা রাহনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের স্থানীয় সময় আজ বৃহস্পতিবার আদালতে হাজির করার কথা রয়েছে। ইউরো উইকলি নিউজের প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা নিজেদের মধ্যে একটি নেটওয়ার্ক গড়ে তুলে জিহাদি বার্তা এবং মৌলবাদ ছড়ানোর কাজ করত বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাজ্যের সাংবাদিক ডেভিড আথারটন এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়ে দাবি করেন, পাকিস্তানের ইসলামি চরমপন্থী রাজনৈতিক দল তেহরিক-ই-লাব্বায়িক পাকিস্তানের (টিএলপি) সঙ্গে যুক্ত এই ১৪ জন ‘জিহাদি’।
স্পেন পুলিশ গত মাসেও অনেকটা একই ধরনের সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছিল। সেখানে জিহাদি সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়। দেশটির গণমাধ্যম বলেছে, ধর্মান্তরবাদ এবং জিহাদি কর্মকাণ্ডের জন্য নতুন সদস্য নিয়োগের অভিযোগে সেই চার সন্দেহভাজনকে গ্রানাডা, বার্সেলোনা ও মাদ্রিদ থেকে গ্রেপ্তার করা হয়েছিল।
গ্রেপ্তার হওয়া সেই চারজনের মধ্যে ‘খলিফা’ নামের একজনকে কয়েকটি জিহাদি গ্রুপের প্রতিষ্ঠাতা ও নেতা হিসেবে বলা হয়েছে ইউরো উইকলি নিউজের প্রতিবেদনে। আরও বলা হয়, কথিত সেই ‘খলিফা’ তরুণদের জিহাদি কর্মকাণ্ডে প্ররোচিত করার চেষ্টা করতেন।
সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে স্পেনে ১৪ পাকিস্তানি বংশোদ্ভূতকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা দেশজুড়ে বিস্তৃত একটি জিহাদি গোষ্ঠীর সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।
ইউরো উইকলি নিউজের প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃতদের সবাই পাকিস্তানি নাগরিক এবং তারা কাতালোনিয়া, ভ্যালেন্সিয়া, গুইপুজকোয়া, ভিটোরিয়া, লগরনো ও লেইডায় বসবাস করত বলে জানা গেছে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকেই স্পেনে সন্ত্রাসবিরোধী সতর্কতা বৃদ্ধি করা হয়। স্পেনের জেনারেল ইনফরমেশন কমিশনারের কার্যালয় দেশব্যাপী সন্ত্রাসীদের ধরতে অভিযান শুরু করে। সেই অভিযানের অংশ হিসেবেই ১৪ পাকিস্তানি বংশোদ্ভূতকে গ্রেপ্তার করা হয়েছে। সম্ভাব্য সন্ত্রাসী হামলা এড়াতে স্পেনের নিরাপত্তা বাহিনী সন্দেহভাজনদের ওপর নজরদারি দ্বিগুণ করেছে।
স্থানীয় দৈনিক লা রাহনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের স্থানীয় সময় আজ বৃহস্পতিবার আদালতে হাজির করার কথা রয়েছে। ইউরো উইকলি নিউজের প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা নিজেদের মধ্যে একটি নেটওয়ার্ক গড়ে তুলে জিহাদি বার্তা এবং মৌলবাদ ছড়ানোর কাজ করত বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাজ্যের সাংবাদিক ডেভিড আথারটন এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়ে দাবি করেন, পাকিস্তানের ইসলামি চরমপন্থী রাজনৈতিক দল তেহরিক-ই-লাব্বায়িক পাকিস্তানের (টিএলপি) সঙ্গে যুক্ত এই ১৪ জন ‘জিহাদি’।
স্পেন পুলিশ গত মাসেও অনেকটা একই ধরনের সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছিল। সেখানে জিহাদি সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়। দেশটির গণমাধ্যম বলেছে, ধর্মান্তরবাদ এবং জিহাদি কর্মকাণ্ডের জন্য নতুন সদস্য নিয়োগের অভিযোগে সেই চার সন্দেহভাজনকে গ্রানাডা, বার্সেলোনা ও মাদ্রিদ থেকে গ্রেপ্তার করা হয়েছিল।
গ্রেপ্তার হওয়া সেই চারজনের মধ্যে ‘খলিফা’ নামের একজনকে কয়েকটি জিহাদি গ্রুপের প্রতিষ্ঠাতা ও নেতা হিসেবে বলা হয়েছে ইউরো উইকলি নিউজের প্রতিবেদনে। আরও বলা হয়, কথিত সেই ‘খলিফা’ তরুণদের জিহাদি কর্মকাণ্ডে প্ররোচিত করার চেষ্টা করতেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটোর প্রধান বৈশ্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। গতকাল শুক্রবার ফ্লোরিডার পাম বিচে বৈঠক করেন ট্রাম্প ও ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি রুটের সঙ্গে ট্রাম্পের প্রথম সাক্ষাৎ।
২ ঘণ্টা আগেআরজি কর-কাণ্ডে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে কঠোর আন্দোলনের কোনো প্রভাব পড়েনি রাজ্যটির ছয় বিধানসভার উপনির্বাচনে। ছয় আসনেই ভূমিধস জয় পেয়েছে মমতার তৃণমূল।
৩ ঘণ্টা আগেমধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ইসরায়েল, লেবানন, সিরিয়া ও ইরানের আকাশসীমা দিয়ে ফ্লাইট পরিচালনায় পাইলটদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে সতর্ক করেছে ফ্লাইট অপারেশনস গ্রুপ। সংস্থাটি বলেছে, মধ্যপ্রাচ্যের আকাশে যাত্রীবাহী বিমান চলাচল এখন আগের যেকোনো সময়ের তুলনায় নিরাপদ। তবে আন্তর্জাতিক...
৪ ঘণ্টা আগেলেবাননের উদীয়মান নারী ফুটবলার সেলিন হায়দার। কয়েকদিন আগেই জাতীয় নারী ফুটবল দলে ডাক পেয়েছিলেন তিনি। তার স্বপ্ন ছিল আসন্ন ওয়েস্ট এশিয়া চ্যাম্পিয়নশিপে লেবাননের জার্সি গায়ে মাঠে নামার। কিন্তু সেই স্বপ্ন এখন অনেক দূরে। ইসরায়েলি বোমাবর্ষণের শিকার হয়ে এখন কোমায় মৃত্যুর সঙ্গে লড়ছেন সেলিন।
৪ ঘণ্টা আগে