রুশ বিমান হামলায় ৩ বেসামরিক নাগরিক নিহত, দাবি ইউক্রেনের

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২২, ২০: ৫১

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর লাইসিচানস্কে রাশিয়ার বিমান হামলায় কমপক্ষে তিন ইউক্রেনীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। এই হামলায় আহত হয়েছে সাতজন। স্থানীয় গভর্নরের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভবনটিতে বেসামরিক নাগরিক আশ্রয় নিয়েছিল। 

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন ইউরোপের ক্ষমতাধর ৩ দেশের রাষ্ট্রপ্রধান। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, ইউক্রেনকে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং যুদ্ধে জয়ী হতে হবে। রাশিয়ার বর্বরতার সমালোচনা করেছেন তিনি। 

যুদ্ধে ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থান পরিদর্শন করে চ্যান্সেলর ওলাফ শলৎস বলেছেন, এই যুদ্ধের অবসান হওয়া উচিত। 

উল্লেখ্য, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদনেৎস্কে প্রায় ১০ হাজার বেসামরিক নাগরিক আটকা পড়েছে। রুশ বাহিনী বলছে, তারা বেসামরিক নাগরিকদের জন্য মানবিক করিডর খুলে দেবে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত