অনলাইন ডেস্ক
রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণার পর নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন নারীদের উদ্দেশে বলেছেন, নেতৃত্ব যেন মাতৃত্বের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেদিকে খেয়াল রাখবেন। গত বুধবার পার্লামেন্টে দেওয়া তাঁর সমাপনী ভাষণে তিনি নারীদের প্রতি এই আহ্বান জানিয়েছেন।
৪২ বছর বয়সী জেসিন্ডা ওয়েলিংটনে পার্লামেন্টে দেওয়া ভাষণে বলেন, ‘আমি একজন সেরা মা হতে পারতাম। আপনারাও তা হতে পারেন এবং এখানে (পার্লামেন্টে) থাকতে পারেন।’
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, একজন সহানুভূতিশীল নারী ও দৃঢ় নেতৃত্বের জন্য বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছেন জেসিন্ডা আর্ডার্ন। এ বছরের জানুয়ারিতে তিনি প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন। তবে তাঁর পাঁচ বছরের শাসনামলে একজন ‘ক্রাইসিস ম্যানেজার’ হিসেবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
জেসিন্ডার প্রধানমন্ত্রিত্বের সময় ২০১৯ সালে নিউজিল্যান্ডের দুটি মসজিদে সন্ত্রাসী হামলা হয়েছিল। সেই হামলায় নিহত হয়েছিলেনে ৫১ জন মুসল্লি। পরের বছর একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ২২ জন মারা যায়। এ ছাড়া করোনা মহামারি তো ছিলই। এসব সংকট তিনি দক্ষতার সঙ্গে সামলেছেন।
২০১৮ সালে নিজ কার্যালয়ে সন্তান জন্ম দিয়ে বিশ্বব্যাপী আলোচিত হয়েছিলেন জেসিন্ডা। বিশ্বনেতাদের মধ্যে এর আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিজ কার্যালয়ে সন্তান জন্ম দিয়েছিলেন।
জেসিন্ডা তাঁর বক্তৃতায় নিজের গর্ভধারণের সময়ের কঠিন পথচলার কথা অকপটে বলেছেন। তিনি জানান, মানসিক চাপসহ আরও অন্যান্য জটিলতার কারণে তাঁকে ৩৭ বছর বয়সে মা হতে নিষেধ করা হয়েছিল।
জেসিন্ডা বলেন, ‘লেবার পার্টির নেতা হওয়ার পর আমার একবার ব্যর্থ গর্ভধারণের অভিজ্ঞতা হয়েছিল। আমি ভেবেছিলাম, আর কোনো দিন মা হতে পারব না। কয়েক মাস পর জানলাম, আমি আবার অন্তঃসত্ত্বা! তখন আমি কতটা বিস্মিত হয়েছিলাম একবার কল্পনা করুন। আমার তখনকার মানসিক অবস্থা একবার ভাবুন।’
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, মাত্র ১৭ বছর বয়সে ১৯৯৯ সালে রাজনীতিতে নেমেছিলেন জেসিন্ডা আর্ডার্ন। তিনি ২০১৭ সালে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হন। বিদায়ী ভাষণে জেসিন্ডা তাঁর উত্তরসূরিদের উদ্দেশে বলেন, আপনাকে আরও সদয় ও সংবেদনশীল হতে হবে। আপনাকে কখনো মা হতে হবে, কখনো নির্বোধ হতে হবে। আপনি শুধুই ক্ষমতায় থাকতে পারবেন না কিংবা শুধুই নেতৃত্বে থাকতে পারবেন না।
রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণার পর নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন নারীদের উদ্দেশে বলেছেন, নেতৃত্ব যেন মাতৃত্বের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেদিকে খেয়াল রাখবেন। গত বুধবার পার্লামেন্টে দেওয়া তাঁর সমাপনী ভাষণে তিনি নারীদের প্রতি এই আহ্বান জানিয়েছেন।
৪২ বছর বয়সী জেসিন্ডা ওয়েলিংটনে পার্লামেন্টে দেওয়া ভাষণে বলেন, ‘আমি একজন সেরা মা হতে পারতাম। আপনারাও তা হতে পারেন এবং এখানে (পার্লামেন্টে) থাকতে পারেন।’
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, একজন সহানুভূতিশীল নারী ও দৃঢ় নেতৃত্বের জন্য বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছেন জেসিন্ডা আর্ডার্ন। এ বছরের জানুয়ারিতে তিনি প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন। তবে তাঁর পাঁচ বছরের শাসনামলে একজন ‘ক্রাইসিস ম্যানেজার’ হিসেবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
জেসিন্ডার প্রধানমন্ত্রিত্বের সময় ২০১৯ সালে নিউজিল্যান্ডের দুটি মসজিদে সন্ত্রাসী হামলা হয়েছিল। সেই হামলায় নিহত হয়েছিলেনে ৫১ জন মুসল্লি। পরের বছর একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ২২ জন মারা যায়। এ ছাড়া করোনা মহামারি তো ছিলই। এসব সংকট তিনি দক্ষতার সঙ্গে সামলেছেন।
২০১৮ সালে নিজ কার্যালয়ে সন্তান জন্ম দিয়ে বিশ্বব্যাপী আলোচিত হয়েছিলেন জেসিন্ডা। বিশ্বনেতাদের মধ্যে এর আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিজ কার্যালয়ে সন্তান জন্ম দিয়েছিলেন।
জেসিন্ডা তাঁর বক্তৃতায় নিজের গর্ভধারণের সময়ের কঠিন পথচলার কথা অকপটে বলেছেন। তিনি জানান, মানসিক চাপসহ আরও অন্যান্য জটিলতার কারণে তাঁকে ৩৭ বছর বয়সে মা হতে নিষেধ করা হয়েছিল।
জেসিন্ডা বলেন, ‘লেবার পার্টির নেতা হওয়ার পর আমার একবার ব্যর্থ গর্ভধারণের অভিজ্ঞতা হয়েছিল। আমি ভেবেছিলাম, আর কোনো দিন মা হতে পারব না। কয়েক মাস পর জানলাম, আমি আবার অন্তঃসত্ত্বা! তখন আমি কতটা বিস্মিত হয়েছিলাম একবার কল্পনা করুন। আমার তখনকার মানসিক অবস্থা একবার ভাবুন।’
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, মাত্র ১৭ বছর বয়সে ১৯৯৯ সালে রাজনীতিতে নেমেছিলেন জেসিন্ডা আর্ডার্ন। তিনি ২০১৭ সালে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হন। বিদায়ী ভাষণে জেসিন্ডা তাঁর উত্তরসূরিদের উদ্দেশে বলেন, আপনাকে আরও সদয় ও সংবেদনশীল হতে হবে। আপনাকে কখনো মা হতে হবে, কখনো নির্বোধ হতে হবে। আপনি শুধুই ক্ষমতায় থাকতে পারবেন না কিংবা শুধুই নেতৃত্বে থাকতে পারবেন না।
১৯৯৮ সালের ৩ এপ্রিল ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া প্যারিস তাঁর ভাইদের সঙ্গে ছয় বছর বয়স পর্যন্ত হোম স্কুলিং করেছেন। মাইকেল তাঁর সন্তানদের ব্যক্তিগত জীবন রক্ষা করতে খুব সচেতন ছিলেন। তাই তিনি প্রায় সময়ই ক্যামেরার সামনে পড়ে গেলে সন্তানদের লুকিয়ে ফেলতেন কিংবা মুখ ঢেকে দিতেন।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের বৈদেশিক সহায়তা স্থগিতের আবেদন নাকচ করে দিয়েছেন। গত মাসে ট্রাম্প প্রশাসনকে বৈদেশিক সহায়তা চালু রাখার জন্য সাময়িক অনুমতি দিতে নির্দেশ দিয়েছিলেন মার্কিন জেলা জজ আমির আলী। এর বিপরীতে করা ট্রাম্প প্রশাসনের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান...
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। জানিয়ে দিয়েছে, তারা যেকোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নতুন বাণিজ্য শুল্কের জবাবে এই প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি।
৪ ঘণ্টা আগেসদ্য সমাপ্ত মহাকুম্ভের সাফল্যের গল্প শুনিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্য বিধানসভায় দেওয়া এক ভাষণে তিনি জানিয়েছেন, একজন নৌকার মালিক ও তাঁর পরিবার মেলার ৪৫ দিনে ৩০ কোটি রুপি আয় করেছে। মুখ্যমন্ত্রীর মতে, এই নৌকার মালিকের ১৩০টি নৌকা ছিল; যার প্রতিটি থেকে তিনি মেলার সময় গড়ে ২৩ লাখ
৫ ঘণ্টা আগে