এই প্রথম ডেনমার্কের মিস ইউনিভার্স জয়

অনলাইন ডেস্ক
Thumbnail image
ভিক্টোরিয়া কিয়া থেইলভিগের মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দিচ্ছেন গতবারের মিস ইউনিভার্স শেনিস। ছবি: এএফপি

এবার মেক্সিকোতে অনুষ্ঠিত মিস ইউনিভার্সের মঞ্চে ইতিহাস গড়লেন ২১ বছর বয়সী ভিক্টোরিয়া কিয়া থেইলভিগ। কারণ একজন ড্যানিশ সুন্দরী হিসেবে তিনিই প্রথম এই বিজয় অর্জন করেছেন।

সিএনএন জানিয়েছে, এবার ছিল মিস ইউনিভার্সের ৭৩ তম আয়োজন। মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার সর্বশেষ ধাপে স্থান করে নিয়েছিলেন নাইজেরিয়া, মেক্সিকো, থাইল্যান্ড, ভেনেজুয়েলা ও ডেনমার্কের প্রতিযোগীরা। তবে শেষ পর্যন্ত ডেনমার্কই পুরস্কারটি জিতে নিয়ে ইতিহাস গড়েছে।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভিক্টোরিয়ার জয়ে সেলিব্রেশন মুডে রয়েছে ডেনমার্ক। বিজয়ের পর ভিক্টোরিয়ার মাথায় মিস ইউনিভার্সের মুকুটটি পরিয়ে দেন গত বছরের মিস ইউনিভার্স ও নিকারাগুয়া সুন্দরী শেনিস।

২১ বছর বয়সী ভিক্টোরিয়া একজন নৃত্যশিল্পী, উদ্যোক্তা এবং উচ্চাকাঙ্ক্ষী আইনজীবী। এবারের আসরে বিশ্বের ১২০ জন সুন্দরীকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন তিনি। বিজয়ের পর অন্য প্রতিযোগীরাও তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন।

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন মেক্সিকোর মারিয়া ফরনান্দা বেল্ট্রান আর তৃতীয় হয়েছেন নাইজেরিয়ার এক প্রতিযোগী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত