অনলাইন ডেস্ক
চলতি বছরের প্রথম দিন, অর্থাৎ ১ জানুয়ারি তুরস্কের প্রাচীন নগরী ইস্তাম্বুলে বেওয়ারিশ এক বিড়ালকে হত্যা করেছিলেন ইব্রাহিম কে নামে এক ব্যক্তি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাঁকে ১৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু ভালো আচরণের কারণে তাঁকে আগেভাগেই মুক্তি দেওয়ায় ফুঁসে উঠেছে পুরো তুরস্ক।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইব্রাহিম মুক্তি পাওয়ায় তাঁর বিরুদ্ধে ফুঁসে উঠেছে তুরস্ক। দেশটির জনগণের বড় একটি অংশই তাঁকে আবারও কারাগারে ঢোকানোর পক্ষে। এ নিয়ে এরই মধ্যে ৩ লাখ ২০ হাজার মানুষ একটি আবেদনে সই করেছেন। এমনকি বিষয়টি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানও আগ্রহ দেখিয়েছেন।
গত ১ জানুয়ারি, ইব্রাহিম ইস্তাম্বুলের একটি ভবনের লবিতে একটি বেওয়ারিশ বিড়ালকে লাথি দিয়ে হত্যা করেন। বিড়ালটিকে সেই ভবন ও আশপাশের ভবনের লোকেরা খাওয়াত। বিড়ালটিকে আদর করে সবাই এরোস বলে ডাকত। যাই হোক, এরোসকে হত্যার পুরো ভিডিও ধরা পড়ে সেই লবিতে থাকা সিসিটিভি ক্যামেরায়।
পরে গত ১৮ ফেব্রুয়ারি ইব্রাহিমকে আদালত ১৮ মাসের কারাদণ্ড দেন। কিছুদিন আগে ভালো আচরণের জন্য তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। কিন্তু বিষয়টি পছন্দ হয়নি প্রাণী নিয়ে কাজ করা বিভিন্ন গোষ্ঠীর। তাদের আহ্বানে তুরস্কজুড়ে বিষয়টি আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে।
পরে ইব্রাহিমকে আবারও জেলে নিতে প্রায় ৩ লাখ ২০ হাজার ব্যক্তি একটি আবেদনে সই করেছেন। ইব্রাহিম কের মুক্তির পর জনতা ফুঁসে উঠলে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান নিজেও বিষয়টি নিয়ে আগ্রহ দেখান। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির আইনমন্ত্রী। পরে গত বুধবার ইব্রাহিমকে আবারও আদালতে ওঠানো হয়।
পরে আদালত ইব্রাহিমের সাজা আরও এক বছর বাড়িয়ে দেন, কিন্তু তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দেননি। তবে প্রাণী অধিকার গোষ্ঠীগুলোর দাবি, ইব্রাহিমকে অন্তত চার বছর কারাদণ্ড দেওয়ার কথা তুরস্কের আইন অনুসারে। আর তাই তারা ইব্রাহিমের সাজার ব্যাপারে আপিল করবে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে এরোসের মৃত্যুর বিচারের দাবিতে আন্দোলন শুরু হয়েছে। এক্সে জাস্টিসফরএরোস নামে হ্যাশট্যাগ এরই মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এমনকি তুরস্কের মূলধারার গণমাধ্যমগুলোও বিষয়টি নিয়ে কথা বলছে।
এ ছাড়া, আর্জেন্টাইন তারকা ফুটবলার ও তুর্কি ফুটবল ক্লাব ইস্তাম্বুল জায়ান্টসের স্ট্রাইকার মাওরো ইকার্দিসহ অনেক তারকাই এরোস হত্যার বিচার দাবি করেছেন।
চলতি বছরের প্রথম দিন, অর্থাৎ ১ জানুয়ারি তুরস্কের প্রাচীন নগরী ইস্তাম্বুলে বেওয়ারিশ এক বিড়ালকে হত্যা করেছিলেন ইব্রাহিম কে নামে এক ব্যক্তি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাঁকে ১৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু ভালো আচরণের কারণে তাঁকে আগেভাগেই মুক্তি দেওয়ায় ফুঁসে উঠেছে পুরো তুরস্ক।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইব্রাহিম মুক্তি পাওয়ায় তাঁর বিরুদ্ধে ফুঁসে উঠেছে তুরস্ক। দেশটির জনগণের বড় একটি অংশই তাঁকে আবারও কারাগারে ঢোকানোর পক্ষে। এ নিয়ে এরই মধ্যে ৩ লাখ ২০ হাজার মানুষ একটি আবেদনে সই করেছেন। এমনকি বিষয়টি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানও আগ্রহ দেখিয়েছেন।
গত ১ জানুয়ারি, ইব্রাহিম ইস্তাম্বুলের একটি ভবনের লবিতে একটি বেওয়ারিশ বিড়ালকে লাথি দিয়ে হত্যা করেন। বিড়ালটিকে সেই ভবন ও আশপাশের ভবনের লোকেরা খাওয়াত। বিড়ালটিকে আদর করে সবাই এরোস বলে ডাকত। যাই হোক, এরোসকে হত্যার পুরো ভিডিও ধরা পড়ে সেই লবিতে থাকা সিসিটিভি ক্যামেরায়।
পরে গত ১৮ ফেব্রুয়ারি ইব্রাহিমকে আদালত ১৮ মাসের কারাদণ্ড দেন। কিছুদিন আগে ভালো আচরণের জন্য তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। কিন্তু বিষয়টি পছন্দ হয়নি প্রাণী নিয়ে কাজ করা বিভিন্ন গোষ্ঠীর। তাদের আহ্বানে তুরস্কজুড়ে বিষয়টি আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে।
পরে ইব্রাহিমকে আবারও জেলে নিতে প্রায় ৩ লাখ ২০ হাজার ব্যক্তি একটি আবেদনে সই করেছেন। ইব্রাহিম কের মুক্তির পর জনতা ফুঁসে উঠলে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান নিজেও বিষয়টি নিয়ে আগ্রহ দেখান। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির আইনমন্ত্রী। পরে গত বুধবার ইব্রাহিমকে আবারও আদালতে ওঠানো হয়।
পরে আদালত ইব্রাহিমের সাজা আরও এক বছর বাড়িয়ে দেন, কিন্তু তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দেননি। তবে প্রাণী অধিকার গোষ্ঠীগুলোর দাবি, ইব্রাহিমকে অন্তত চার বছর কারাদণ্ড দেওয়ার কথা তুরস্কের আইন অনুসারে। আর তাই তারা ইব্রাহিমের সাজার ব্যাপারে আপিল করবে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে এরোসের মৃত্যুর বিচারের দাবিতে আন্দোলন শুরু হয়েছে। এক্সে জাস্টিসফরএরোস নামে হ্যাশট্যাগ এরই মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এমনকি তুরস্কের মূলধারার গণমাধ্যমগুলোও বিষয়টি নিয়ে কথা বলছে।
এ ছাড়া, আর্জেন্টাইন তারকা ফুটবলার ও তুর্কি ফুটবল ক্লাব ইস্তাম্বুল জায়ান্টসের স্ট্রাইকার মাওরো ইকার্দিসহ অনেক তারকাই এরোস হত্যার বিচার দাবি করেছেন।
গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার লক্ষ্যে কাতারে কয়েকটি দেশের মধ্যস্থতায় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইসরায়েলি মন্ত্রিসভাও চুক্তির অনুমোদন দিয়েছে। কিন্তু তবুও গাজায় ইসরায়েলি হামলা থামেনি। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ২৩ জন। আর এতে নিহতের সংখ্যা বেড়ে প্রায়...
৬ মিনিট আগেদীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা আগ্রাসন অবশেষে শেষ হতে যাচ্ছে। ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ হবে আজ স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় অর্থাৎ বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টায়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, গাজায় যুদ্ধবিরতি আজ রোববার স্থানীয় সময় সকাল
২৩ মিনিট আগেযুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, মুক্তির অন্তত ২৪ ঘণ্টা আগে হামাসকে জিম্মিদের নামের তালিকা সরবরাহ করতে হবে। তবে এখনো হামাস এই তালিকা প্রকাশ করেনি। রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত জিম্মিদের মুক্তির সময়সীমা...
৮ ঘণ্টা আগেএকজন বন্দুকধারী সুপ্রিম কোর্টে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুই বিচারক নিহত হন। এ সময় আদালতের একজন নিরাপত্তা কর্মী আহত হন। বন্দুকধারী পালানোর সময় আত্মহত্যা করেছে বলে জানিয়েছে মিজান।
৮ ঘণ্টা আগে