Ajker Patrika

যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে ইউক্রেন-রাশিয়ার প্রতিনিধিরা এখন তুরস্কে

অনলাইন ডেস্ক
আপডেট : ২৯ মার্চ ২০২২, ১০: ২৩
যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে ইউক্রেন-রাশিয়ার প্রতিনিধিরা এখন তুরস্কে

যুদ্ধবিরতি নিয়ে পুনরায় আলোচনা করতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা ইতিমধ্যে তুরস্কে পৌঁছেছেন। আজ মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতিনিধিদের ইস্তাম্বুলে পৌঁছার খবর নিশ্চিত করেছে রুশ বার্তা সংস্থা তাস, তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সি ও ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুই সপ্তাহেরও বেশি সময় পর প্রথমবারের মতো মুখোমুখি আলোচনার জন্য রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল ইস্তাম্বুলে পৌঁছেছে। ইউক্রেন বলেছে, আলোচনায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে যুদ্ধবিরতির ওপর। তবে রাশিয়াও যুদ্ধবিরতির আলোচনার ওপর অগ্রাধিকার দেবে কি না, সে ব্যাপারে সংশয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। 

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তেল নিষেধাজ্ঞাসহ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার জন্য বিশ্বনেতাদের কাছে আবেদন করেছেন। 

আনাদলু এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, রুশ প্রতিনিধিদের বহনকারী একটি ব্যক্তিগত বিমান গতকাল সোমবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে অবতরণ করে। অন্যদিকে ইউক্রেনের প্রতিনিধিদল স্থানীয় সময় রাত ১০টায় ইস্তাম্বুলে পৌঁছেছে। 

দুই দিনের শান্তি আলোচনাটি আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে ইস্তাম্বুলের দোলমাবাহচে প্যালেসে শুরু হওয়ার কথা রয়েছে। 

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এ পর্যন্ত বেশ কয়েক দফা শান্তি আলোচনা বেলারুশ এবং তুরস্কে অনুষ্ঠিত হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট ফলাফল পাওয়া যায়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত