রাশিয়ার দাগেস্তানে গ্যাস স্টেশনে বিস্ফোরণ, নিহত ২৭

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ১২: ৫৯

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দাগেস্তানে একটি গ্যাস স্টেশনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভয়াবহ এই দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৬৬ জন। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স স্থানীয় জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ মঙ্গলবার সকালের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, দাগেস্তানের রাজধানী মাখাচকালার একটি মহাসড়কের পাশের একটি গাড়ি মেরামত কারখানায় প্রথমে আগুন ধরে যায়। পরে সেখান থেকে নিকটবর্তী গ্যাস স্টেশনে ছড়িয়ে পড়ে। 

রাশিয়ার উপ-স্বাস্থ্যমন্ত্রী ভ্লাদিমির ফিসেনকো ২৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এই দুর্ঘটনায় ২৭ জন নিহত হওয়ার পাশাপাশি ৬৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ অবস্থা আশঙ্কাজনক।। দাগেস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে ১৩ জন শিশু। 

তাসের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে দেখা গেছে—গ্যাস স্টেশনটির একতলা ভবনটির পুরোটাই আগুনে পুড়ছে। স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যেন, সেখানে যুদ্ধ চলছে। তাঁরা আরও জানিয়েছেন, সেখানে প্রায় ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা ধরে আগুন জ্বলেছে। আশপাশের প্রায় ৬০০ বর্গমিটার এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছিল।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত