অনলাইন ডেস্ক
বাসায় দুটি ‘মানি স্পাইডার’ খ্যাত মাকড়সা দেখে লটারির টিকিট কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন এক দাদিমা। শেষ পর্যন্ত লটারিও জিতে গেছেন। আগামী ৩০ বছর পর্যন্ত প্রতি মাসেই ১০ হাজার পাউন্ড করে পাবেন। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রতি মাসে পৌনে ১৪ লাখ টাকা করে পাবেন তিনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডের সারে কাউন্টির ডরকিনে বাস করেন ৭০ বছর বয়সী লটারি বিজয়ী ডরিস স্ট্যানব্রিজ। লটারি বিজয়ের পর ৬৬ বছর বয়সী স্বামী কেইথকে নিয়ে এখন অবসরজীবন যাপনের চিন্তা করছেন তিনি।
ডরিস বলেন, ‘আমি আরও কয়েক বছর কাজ চালিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু এখন আগামী কয়েক মাসের মধ্যেই কাজ থেকে অবসর নিতে যাচ্ছি।’
মাকড়সা দেখে লটারির টিকিট কেনার বিষয়ে ডরিস বলেন, ‘যখন আমার হাতের মধ্যে একটি সুড়সুড়ি অনুভব করি, সেই মুহূর্তটিতে আমি রান্নাঘরের বাইরে ছিলাম। চেয়ে দেখি, হাতের মধ্যে হামাগুড়ি দিচ্ছে একটি মানি স্পাইডার।’
তিনি আরও বলেন, ‘আমি এটিকে আটক করে সংরক্ষণাগারে গিয়ে দেখি আরেকটি মানি স্পাইডার।’
পরপর দুটি মাকড়সা দেখে নিজের কন্যাকে ডরিস বলেছিলেন, ‘আমার একটি লটারির টিকিট কেনা উচিত।’
ডরিস জানান, নিজের ৭০তম জন্মদিনের পার্টি থাকায় লটারির ড্রয়ের কথা তিনি ভুলে গিয়েছিলেন। পরে ই-মেইল চেক করতে গিয়ে তিনি দেখতে পান ন্যাশনাল লটারি থেকে পাঠানো এক বার্তায় তাঁকে বলা হয়েছে, ‘অভিনন্দন, আপনি বিজয়ী হয়েছেন।’
লটারি জয় করলেও নিজের জরাজীর্ণ বাসস্থানেই থাকার পরিকল্পনা করেছে ডরিসের পরিবার। ডরিস বলেন, ‘আমরা সব সময় এখানে থাকতেই পছন্দ করি। আমরা সবেমাত্র রান্নাঘর এবং সংরক্ষণাগার সম্পন্ন করেছি। এখনো বাড়ির বাকি অংশ জরাজীর্ণ দেখাচ্ছে। বাড়িটি পরিপাটি করার পাশাপাশি এবার দোতলায় একটা নতুন বাথরুম করতে চাই।’
বাসায় দুটি ‘মানি স্পাইডার’ খ্যাত মাকড়সা দেখে লটারির টিকিট কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন এক দাদিমা। শেষ পর্যন্ত লটারিও জিতে গেছেন। আগামী ৩০ বছর পর্যন্ত প্রতি মাসেই ১০ হাজার পাউন্ড করে পাবেন। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রতি মাসে পৌনে ১৪ লাখ টাকা করে পাবেন তিনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডের সারে কাউন্টির ডরকিনে বাস করেন ৭০ বছর বয়সী লটারি বিজয়ী ডরিস স্ট্যানব্রিজ। লটারি বিজয়ের পর ৬৬ বছর বয়সী স্বামী কেইথকে নিয়ে এখন অবসরজীবন যাপনের চিন্তা করছেন তিনি।
ডরিস বলেন, ‘আমি আরও কয়েক বছর কাজ চালিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু এখন আগামী কয়েক মাসের মধ্যেই কাজ থেকে অবসর নিতে যাচ্ছি।’
মাকড়সা দেখে লটারির টিকিট কেনার বিষয়ে ডরিস বলেন, ‘যখন আমার হাতের মধ্যে একটি সুড়সুড়ি অনুভব করি, সেই মুহূর্তটিতে আমি রান্নাঘরের বাইরে ছিলাম। চেয়ে দেখি, হাতের মধ্যে হামাগুড়ি দিচ্ছে একটি মানি স্পাইডার।’
তিনি আরও বলেন, ‘আমি এটিকে আটক করে সংরক্ষণাগারে গিয়ে দেখি আরেকটি মানি স্পাইডার।’
পরপর দুটি মাকড়সা দেখে নিজের কন্যাকে ডরিস বলেছিলেন, ‘আমার একটি লটারির টিকিট কেনা উচিত।’
ডরিস জানান, নিজের ৭০তম জন্মদিনের পার্টি থাকায় লটারির ড্রয়ের কথা তিনি ভুলে গিয়েছিলেন। পরে ই-মেইল চেক করতে গিয়ে তিনি দেখতে পান ন্যাশনাল লটারি থেকে পাঠানো এক বার্তায় তাঁকে বলা হয়েছে, ‘অভিনন্দন, আপনি বিজয়ী হয়েছেন।’
লটারি জয় করলেও নিজের জরাজীর্ণ বাসস্থানেই থাকার পরিকল্পনা করেছে ডরিসের পরিবার। ডরিস বলেন, ‘আমরা সব সময় এখানে থাকতেই পছন্দ করি। আমরা সবেমাত্র রান্নাঘর এবং সংরক্ষণাগার সম্পন্ন করেছি। এখনো বাড়ির বাকি অংশ জরাজীর্ণ দেখাচ্ছে। বাড়িটি পরিপাটি করার পাশাপাশি এবার দোতলায় একটা নতুন বাথরুম করতে চাই।’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাঁর দেশের হাতে ‘ব্যবহারের জন্য প্রস্তুত’ নতুন ধরনের শক্তিশালী ক্ষেপণাস্ত্র মজুত আছে। এই ‘ওরেশনিক ক্ষেপণাস্ত্র’কে বাধা দেওয়া যায় না। ইউক্রেনের নিপ্রো শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার এক দিন পর গত শুক্রবার এক অনির্ধারিত টেলিভিশন ভাষণে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগেইয়াসমিন ঈদ বলেন, ‘আমার মেয়েরা ক্ষুধার তাড়নায় তাদের আঙুল চুষে, আর আমি তাদের পিঠে হাত বুলিয়ে ঘুম পাড়াই।’ গাজায় দখলদার ইসরায়েলের চলমান হামলায় জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে উঠছে। খাবারের অভাবে অনেক মানুষ দিনে মাত্র একবেলা খাচ্ছেন।
৩ ঘণ্টা আগেব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা দক্ষিণ এশিয়া সফরের পরিকল্পনা করেছেন। এই সফরের অংশ হিসেবে তাঁরা ভারত, পাকিস্তান ও বাংলাদেশেও সফর করতে পারেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সম্ভাব্য সফরের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের জন্য প্রস্তাবিত সফরের খসড়াও তৈরি করা হচ
১২ ঘণ্টা আগেহেজ ফান্ডের ম্যানেজার স্কট বেসেন্টকে অর্থমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৬২ বছর বয়সী বেসেন্ট, বিনিয়োগকারী সংস্থা ‘কি স্কয়ার ক্যাপিটাল ম্যানেজমেন্টে’র প্রতিষ্ঠাতা।
১২ ঘণ্টা আগে