অনলাইন ডেস্ক
বাসায় দুটি ‘মানি স্পাইডার’ খ্যাত মাকড়সা দেখে লটারির টিকিট কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন এক দাদিমা। শেষ পর্যন্ত লটারিও জিতে গেছেন। আগামী ৩০ বছর পর্যন্ত প্রতি মাসেই ১০ হাজার পাউন্ড করে পাবেন। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রতি মাসে পৌনে ১৪ লাখ টাকা করে পাবেন তিনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডের সারে কাউন্টির ডরকিনে বাস করেন ৭০ বছর বয়সী লটারি বিজয়ী ডরিস স্ট্যানব্রিজ। লটারি বিজয়ের পর ৬৬ বছর বয়সী স্বামী কেইথকে নিয়ে এখন অবসরজীবন যাপনের চিন্তা করছেন তিনি।
ডরিস বলেন, ‘আমি আরও কয়েক বছর কাজ চালিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু এখন আগামী কয়েক মাসের মধ্যেই কাজ থেকে অবসর নিতে যাচ্ছি।’
মাকড়সা দেখে লটারির টিকিট কেনার বিষয়ে ডরিস বলেন, ‘যখন আমার হাতের মধ্যে একটি সুড়সুড়ি অনুভব করি, সেই মুহূর্তটিতে আমি রান্নাঘরের বাইরে ছিলাম। চেয়ে দেখি, হাতের মধ্যে হামাগুড়ি দিচ্ছে একটি মানি স্পাইডার।’
তিনি আরও বলেন, ‘আমি এটিকে আটক করে সংরক্ষণাগারে গিয়ে দেখি আরেকটি মানি স্পাইডার।’
পরপর দুটি মাকড়সা দেখে নিজের কন্যাকে ডরিস বলেছিলেন, ‘আমার একটি লটারির টিকিট কেনা উচিত।’
ডরিস জানান, নিজের ৭০তম জন্মদিনের পার্টি থাকায় লটারির ড্রয়ের কথা তিনি ভুলে গিয়েছিলেন। পরে ই-মেইল চেক করতে গিয়ে তিনি দেখতে পান ন্যাশনাল লটারি থেকে পাঠানো এক বার্তায় তাঁকে বলা হয়েছে, ‘অভিনন্দন, আপনি বিজয়ী হয়েছেন।’
লটারি জয় করলেও নিজের জরাজীর্ণ বাসস্থানেই থাকার পরিকল্পনা করেছে ডরিসের পরিবার। ডরিস বলেন, ‘আমরা সব সময় এখানে থাকতেই পছন্দ করি। আমরা সবেমাত্র রান্নাঘর এবং সংরক্ষণাগার সম্পন্ন করেছি। এখনো বাড়ির বাকি অংশ জরাজীর্ণ দেখাচ্ছে। বাড়িটি পরিপাটি করার পাশাপাশি এবার দোতলায় একটা নতুন বাথরুম করতে চাই।’
বাসায় দুটি ‘মানি স্পাইডার’ খ্যাত মাকড়সা দেখে লটারির টিকিট কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন এক দাদিমা। শেষ পর্যন্ত লটারিও জিতে গেছেন। আগামী ৩০ বছর পর্যন্ত প্রতি মাসেই ১০ হাজার পাউন্ড করে পাবেন। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রতি মাসে পৌনে ১৪ লাখ টাকা করে পাবেন তিনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডের সারে কাউন্টির ডরকিনে বাস করেন ৭০ বছর বয়সী লটারি বিজয়ী ডরিস স্ট্যানব্রিজ। লটারি বিজয়ের পর ৬৬ বছর বয়সী স্বামী কেইথকে নিয়ে এখন অবসরজীবন যাপনের চিন্তা করছেন তিনি।
ডরিস বলেন, ‘আমি আরও কয়েক বছর কাজ চালিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু এখন আগামী কয়েক মাসের মধ্যেই কাজ থেকে অবসর নিতে যাচ্ছি।’
মাকড়সা দেখে লটারির টিকিট কেনার বিষয়ে ডরিস বলেন, ‘যখন আমার হাতের মধ্যে একটি সুড়সুড়ি অনুভব করি, সেই মুহূর্তটিতে আমি রান্নাঘরের বাইরে ছিলাম। চেয়ে দেখি, হাতের মধ্যে হামাগুড়ি দিচ্ছে একটি মানি স্পাইডার।’
তিনি আরও বলেন, ‘আমি এটিকে আটক করে সংরক্ষণাগারে গিয়ে দেখি আরেকটি মানি স্পাইডার।’
পরপর দুটি মাকড়সা দেখে নিজের কন্যাকে ডরিস বলেছিলেন, ‘আমার একটি লটারির টিকিট কেনা উচিত।’
ডরিস জানান, নিজের ৭০তম জন্মদিনের পার্টি থাকায় লটারির ড্রয়ের কথা তিনি ভুলে গিয়েছিলেন। পরে ই-মেইল চেক করতে গিয়ে তিনি দেখতে পান ন্যাশনাল লটারি থেকে পাঠানো এক বার্তায় তাঁকে বলা হয়েছে, ‘অভিনন্দন, আপনি বিজয়ী হয়েছেন।’
লটারি জয় করলেও নিজের জরাজীর্ণ বাসস্থানেই থাকার পরিকল্পনা করেছে ডরিসের পরিবার। ডরিস বলেন, ‘আমরা সব সময় এখানে থাকতেই পছন্দ করি। আমরা সবেমাত্র রান্নাঘর এবং সংরক্ষণাগার সম্পন্ন করেছি। এখনো বাড়ির বাকি অংশ জরাজীর্ণ দেখাচ্ছে। বাড়িটি পরিপাটি করার পাশাপাশি এবার দোতলায় একটা নতুন বাথরুম করতে চাই।’
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও বোস্টনে শত শত মানুষ ইউক্রেনের প্রতি সংহতি জানিয়ে রাস্তায় নেমে আসে। ভারমন্টের ওয়েটসফিল্ড শহরেও সমবেত হয়েছিলেন বিক্ষোভকারীরা। সেখানে ভাইস-প্রেসিডেন্ট ভ্যান্স তাঁর পরিবার নিয়ে স্কি অবকাশযাপনে গিয়েছিলেন।
১৬ মিনিট আগেভারতের হরিয়ানা রাজ্যের রোহতক জেলায় স্যাম্পলা বাসস্ট্যান্ড ফ্লাইওভারের কাছে একটি স্যুটকেস থেকে কংগ্রেসের তরুণ কর্মী হিমানি নারওয়ালের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার এই ঘটনা জানাজানি হলে রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশের ধারণা, শ্বাসরোধে হিমানিকে হত্যা করা হয়েছে এবং হত্যার পর তাঁর মরদেহটি স্
১ ঘণ্টা আগেহোয়াইট হাউসে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের খবরটি যতক্ষণে পৌঁছাল, ততক্ষণে সন্ধ্যা নেমে গেছে কিয়েভে। ইউক্রেনের সেনাবাহিনীর এক কর্নেল তখন খাবার টেবিলে বসে ছিলেন। তাঁর ফোনটি বেজে ওঠে এবং ওপাশ থেকে কারও রুদ্ধশ্বাস কণ্ঠস্বর তাঁকে ওভাল অফিসে ট্রাম্প-জেলেনস্কির কথোপকথনের ফুটেজ দেখার
২ ঘণ্টা আগেট্রাম্প-জেলেনস্কির ব্যর্থ বৈঠক এবং যুক্তরাষ্ট্রের নীতিগত পরিবর্তনের প্রেক্ষাপটে ইউক্রেনের প্রতি সমর্থন বাড়ানো ও নিরাপত্তা নিয়ে আলোচনা করতে যুক্তরাজ্যের লন্ডনে বৈঠকে বসতে যাচ্ছেন ইউরোপের নেতারা। আজ রোববার (২ মার্চ) এই সম্মেলনে ইউরোপের বিভিন্ন দেশের এক ডজনের বেশি নেতা অংশ নেবেন। বৈঠকের মূল লক্ষ্য হচ্ছ
৪ ঘণ্টা আগে