২০ দিনের অনশনের পর নাভালনিকে হাসপাতালে স্থানান্তর

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২১, ২২: ২৭

অনশনরত রাশিয়ার প্রধান বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে কারা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আজ সোমবার কারা অধিদপ্তর ও নাভালনির আইনজীবী এ তথ্য নিশ্চিত করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চিকিৎসার দাবিতে অনশন শুরু করেন নাভালনি। এ অবস্থায় পুতিন সরকার সাড়া দেওয়ার আগে পর্যন্ত ২০ দিন অতিবাহিত হয়। এ নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়।

নাভালনির সহযোগীরা জানান, গত সপ্তাহ থেকে নাভালনির সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। তবে তার স্বাস্থ্যগত বিষয়ে খারাপ সংবাদ পেয়েছিল তারা। এই সপ্তাহের শেষে দেশব্যাপী বিক্ষোভের পরিকল্পনা রয়েছে বলেও জানান তারা। এ বিক্ষোভ কর্মসূচিকে অবৈধ বলে অভিহিত করেছে রুশ কর্তৃপক্ষ।

নাভালনি গত ৩১ মার্চ থেকে কারাগারে অনশন করছিলেন। পিঠে তীব্র ব্যথা ও পায়ের অসাড়তার কারণে সঠিক চিকিৎসার দাবিতে তিনি এ অনশন শুরু করেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত